Raiganj Family Clash : রায়গঞ্জে জমি বিবাদের জের, আগুন লাগানো হল বাড়িতে

author img

By

Published : May 11, 2022, 6:40 PM IST

Raiganj Clash news

জমি বিবাদের জেরে পুড়িয়ে দেওয়া হল বাড়ি ৷ ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার কৃষ্ণমুড়ি গ্রামের (Raiganj Clash) । অভিযুক্তদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ ।

রায়গঞ্জ, 11 মে : জমি নিয়ে শরিকি বিবাদের জেরে (Land Problem) পুড়িয়ে দেওয়া হল ঘরবাড়ি । এলাকায় উত্তেজনা । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার কৃষ্ণমুড়ি গ্রামে (Raiganj Clash)। ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগের তির উঠেছে স্থানীয় শীতগ্রাম গ্রামপঞ্চায়েতের সদস্যার স্বামী ইফতেকার আলি-সহ তাঁর ভাইদের বিরুদ্ধে । অভিযুক্তদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার শীতগ্রাম গ্রামপঞ্চায়েতের কৃষ্ণমুড়ি গ্রামের বাসিন্দা পেশায় কৃষক মনসুর আলি তাঁর নিজের পাঁচ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে সংসার করছিলেন । ওই পাঁচ বিঘা জমি মনসুর আলির নামেই রেকর্ড করা রয়েছে । অভিযোগ, এদিন সকালে স্থানীয় শীতগ্রাম গ্রামপঞ্চায়েতের সদস্যা রুনা লায়লার স্বামী তথা মনসুর আলির শরিক ইফতেখার আলি ও তাঁর ভাইয়েরা দলবল নিয়ে এসে মনসুরের জমিটি দখল করতে আসে । মনসুর আলি সেই সময় বাড়িতে না থাকায় পঞ্চায়েত সদস্যার স্বামী ইফতেখার ও তাঁর দলবল নিয়ে মনসুরের বাড়িতে হামলা চালায় ৷ বাড়ি ভাঙচুর করার পাশাপাশি বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ ।

রায়গঞ্জে জমি বিবাদের জেরে আগুন লাগানো হল বাড়িতে

আরও পড়ুন : জমি বিবাদের জেরে যুবক খুন, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী ও দমকলবাহিনী । মনসুর আলির স্ত্রী ফিরোজা ইয়াসমিন অভিযোগ করে জানান, এই পাঁচ বিঘা জমি তাঁর স্বামী মনসুর আলির নামেই করা আছে এবং তাঁরা দীর্ঘদিন ধরে এই জমিতে চাষাবাদ করে সংসার প্রতিপালন করে আসছেন । আচমকাই গ্রামপঞ্চায়েতের সদস্যা রুনা লায়লার স্বামী ইফতেখার আলি-সহ তার ভাইয়েরা দলবল নিয়ে এই জমি দখল করতে আসে । মনসুর আলিকে না পেয়ে বাড়িঘর ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয় । অভিযুক্ত ইফতেখার আলি তাঁদের প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়ে যায় । এই ঘটনা নিয়ে রায়গঞ্জ থানায় ইফতেখার-সহ তাঁর ভাইদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।

যদিও সমস্ত অভিযোগের কথা অস্বীকার করেছেন গ্রামপঞ্চায়েত সদস্যার স্বামী ইফতেখার আলি । তিনি পালটা দাবি করেন, তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.