Raiganj Artisans : টানা বর্ষণে দুশ্চিন্তায় রায়গঞ্জের পটুয়াপাড়া

author img

By

Published : Aug 31, 2021, 5:58 PM IST

টানা বর্ষণে দুশ্চিন্তায় রায়গঞ্জের পটুয়াপাড়া

গত দিন সাতেকের টানা বৃষ্টি দুশ্চিন্তায় ফেলেছে রায়গঞ্জের পটুয়াদের ৷ সামনেই বিশ্বকর্মা পুজো ৷ তারপরই বাঙালির সেরা উৎসব ৷ তারও প্রস্তুতি চলছে মৃৎশিল্পীদের ঘরে ঘরে ৷ তবে এই পরিস্থিতিতে বায়না পাওয়া প্রতিমা মণ্ডপে পাঠাবেন কী করে তা নিয়েই ভাবনায় পড়েছেন তাঁরা ৷টানা বর্ষণে বিপাকে পড়েছেন রায়গঞ্জের মৃৎশিল্পীরা ৷

রায়গঞ্জ, 31 অগষ্ট : লাগাতার বর্ষণের জেরে চিন্তায় পড়েছেন রায়গঞ্জের পটুয়াপাড়ার শিল্পীরা । সারি সারি প্রতিমা পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে ৷ তাছাড়া উপায়ও যে নেই ৷ কারণ গত কিছুদিন ধরে বৃষ্টি থামছে না । ফলে কোনওভাবেই প্রতিমার গায়ের কাদামাটি শুকোচ্ছে না ৷ রায়গঞ্জের কুমোরটুলি কাঞ্চনপল্লি, সুভাষগঞ্জ-সহ নানা এলাকার মৃৎশিল্পীরা দুশ্চিন্তায় পড়েছেন । ক'দিন পরেই রয়েছে বিশ্বকর্মা পুজো আর তারপরই রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো । প্রতিমা নির্মাণ আদৌ সম্পূর্ণ হবে কিনা তা নিয়েও ঘুম ছুটেছে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরের প্রতিমা শিল্পীদের ।

গত বছর করোনার জন্য তেমন ভাবে প্রতিমা নির্মাণ বা সেগুলি বিক্রি হয়নি ৷ ফলে উপার্জনে টান পড়ে ৷ তবে এবছর করোনার দ্বিতীয় ঢেউয়ের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই পুজোর প্রস্তুতি নিচ্ছেন পুজো কমিটির কর্মকর্তারা । সেইমতো ইতিমধ্যেই পটুয়াপাড়ায় অনেকের কাছেই প্রতিমার অর্ডারও এসে গিয়েছে । তাই এবছর একটু আশার আলো দেখছেন মৃৎশিল্পীরা ৷ আর মাত্র ক'দিন পরই বিশ্বকর্মা পুজো । কয়েক হাজার বিশ্বকর্মার মূর্তি তৈরি করেছেন রায়গঞ্জের মৃৎশিল্পীরা । কিন্তু টানা বৃষ্টি বাদ সাধছে সেই কাজে ৷ দুর্গা প্রতিমা তৈরির ক্ষেত্রেও একই সমস্যা দেখা দিয়েছে ৷ তাই স্বাভাবিক ভাবেই দুশ্চিন্তা বাড়ছে মৃৎশিল্পীদের ৷

গত সাতদিনের টানা বর্ষণে বিপাকে পড়েছেন রায়গঞ্জের মৃৎশিল্পীরা ৷

গত সাতদিন ধরে একটানা লাগাতার বর্ষণ আর মেঘলা আকাশের কারণে সমস্যায় পড়েছেন তাঁরা । আকাশে রোদের দেখা নেই । কীভাবে শুকোবেন কাদামাটির তৈরি প্রতিমা । পলিথিন দিয়ে সারাক্ষণ ঢেকে রাখতে হচ্ছে আধ-শুকনো মূর্তি ৷ আর মাত্র দেড়মাস বাকি দুর্গাপুজোর । তার মধ্যে এই সমস্যা ৷ বিশাল বিশাল আকারের প্রতিমা শুকোতে পারছেন না পটুয়ারা । কবে প্রতিমা রং করবেন আর কবেই বা শুকোবে তার রং তা ভেবেই রাতের ঘুম উড়েছে । এভাবে বর্ষণ চলতে থাকলে মণ্ডপে মণ্ডপে পৌঁছনো সম্ভব হবে না কোনও প্রতিমাই । ফলে সমূহ ক্ষতির আশঙ্কায় রায়গঞ্জের মৃৎশিল্পীরা ।

আরও পড়ুন : Malda Ramakrishna Mission : কাঠামো পুজো সম্পন্ন, করোনা নিয়ন্ত্রণে থাকলে এবার কুমারী পুজো মালদার রামকৃষ্ণ মিশনে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.