Deganga Agitation : দুর্নীতির অভিযোগে বাড়ি ঘেরাও, পিছন দরজা দিয়ে পালালেন প্রধান ও তাঁর স্বামী

author img

By

Published : Sep 23, 2022, 1:40 PM IST

villagers show Agitation against TMC Panchayat Chief for Corruption Allegation

পঞ্চায়েত প্রধানের বাড়ি ঘেরাও করে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ (Agitation) দেখালেন গ্রামবাসীরা ৷ উত্তর 24 পরগনার (North 24 Parganas) দেগঙ্গার (Deganga) আমুলিয়া পঞ্চায়েতের বোড়ামারি গ্রামের ঘটনা ৷ পিছন দরজা দিয়ে পালালেন প্রধান ও তাঁর স্বামী ৷ তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ (Corruption Allegation) তুলেছেন গ্রামবাসী ৷

দেগঙ্গা, 22 সেপ্টেম্বর: দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে চড়াও হলেন গ্রামবাসী ৷ প্রধানের বাড়ি ঘেরাও করে চলল বিক্ষোভও (Agitation) ৷ পরিস্থিতি বেগতিক বুঝে শেষে বাড়ি থেকে পালিয়ে রক্ষা পেলেন পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামী ! ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে ব‍্যাপক উত্তেজনা ছড়ায় উত্তর 24 পরগনার (North 24 Parganas) দেগঙ্গার (Deganga) আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের বোড়ামারি গ্রামে ৷

গ্রামবাসীর অভিযোগ, আমুলিয়া পঞ্চায়েতের তৃণমূলের প্রধান মাসকুরা বিবি ও তাঁর স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা হাসান মণ্ডল দুর্নীতিগ্রস্ত (Corruption Allegation) ৷ তাঁরা দু'জনই সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করে কোটিপতি হয়েছেন ! বদলে বঞ্চিত করা হয়েছে প্রকৃত উপভোক্তাদের ৷

কাঠগড়ায় পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামী ৷

আরও পড়ুন: বাড়িতে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে হামলা ! মালদায় আক্রান্ত বিজেপি নেত্রী

গ্রামবাসীর পাশে দাঁড়িয়ে শাসকদলকে নিশানা করেছে গেরুয়া শিবিরও ৷ তাদের বক্তব্য, কাটমানি ও দুর্নীতি, এই শব্দ দু'টি তৃণমূলের সমার্থক হয়ে গিয়েছে ! এ ছাড়া তারা আর কিছুই বোঝে না ৷ যদিও পদ্ম শিবিরের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ শাসকদল ৷ উলটে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় তৃণমূল নেতারা ৷ আর এই নিয়েই বিজেপি-তৃণমূলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েতের তৃণমূল প্রধান মাসকুরা বিবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয় ৷ আগেও তাঁর বিরুদ্ধে সরকারি প্রকল্পের আওতায় উপভোক্তাদের বাড়ি পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছিলেন গ্রামবাসীর একাংশ ৷ এমনকী তৃণমূলের এই মহিলা পঞ্চায়েত প্রধানের অপসারণের দাবিতেও সরব হয়েছিলেন তাঁরা ৷ সেই সময় বিষয়টি থেকে দূরত্ব তৈরি করার চেষ্টা করেছিল তৃণমূলের স্থানীয় নেতৃত্ব ৷ তাতে অবশ্য গ্রামবাসীর রোষ কমেনি ৷ তার প্রমাণই মিলেছে বৃহস্পতিবার রাতে ৷

ওই দিন, মাসকুরা বিবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান 'প্রতারিত' গ্রামবাসী ৷ তুমুল বিক্ষোভ এবং জনরোষের জেরে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে ৷ অভিযোগ, প্রধানের বাড়িতে চড়াও হয়ে তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের মারধরের চেষ্টাও করা হয় একসময় ! বেগতিক বুঝে বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে শেষে বাড়ির পিছনের দরজা থেকে পালিয়ে কোনওরকমে রক্ষা পান মাসকুরা বিবি এবং তাঁর স্বামী হাসান মণ্ডল ৷ সন্ধ্যা থেকে শুরু হওয়া এই বিক্ষোভ চলে গভীর রাত পর্যন্ত ৷

বিক্ষোভকারীদের দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে উপভোক্তার কাছ থেকে 50 হাজার টাকা করে কাটমানি নিয়েছেন প্রধান ও তাঁর স্বামী ৷ কেউ কেউ দিয়েছেন 30 হাজার টাকা ৷ কিন্তু, তারপরও অনেকেই ঘর পাননি ৷ এছাড়াও, 100 দিনের প্রকল্পের টাকা নয়ছয়, সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে পঞ্চায়েত প্রধান মাসকুরা বিবি ও তাঁর স্বামীর বিরুদ্ধে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.