UNICEF Visits Duare Sarkar Camp: শাসনে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে ইউনিসেফের প্রতিনিধিরা

author img

By

Published : Nov 30, 2022, 10:30 PM IST

UNICEF

কন্যাশ্রীর পর এবার ইউনিসেফের (UNICEF) নজরে রাজ্যের দুয়ারে সরকার প্রকল্পও (Duare Sarkar Camp) । শাসনে দুয়ারে সরকার শিবির পরিদর্শনে এসে প্রকল্পের কাজ খতিয়ে দেখলেন ইউনিসেফের দুই সদস্যের প্রতিনিধি দল । করলেন রাজ্য সরকারের প্রশংসাও ।

শাসন, 30 নভেম্বর: রাজ্য সরকারের চালু করা কন্যাশ্রী প্রকল্প ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে ইউনিসেফের (UNICEF) । এবার ইউনিসেফের নজরে এল রাজ্য সরকারের দুয়ারে সরকার ক্যাম্পও । মঙ্গলবার শাসন পঞ্চায়েত এলাকার একটি দুয়ারে সরকারের ক্যাম্প পরিদর্শনে এলেন ইউনিসেফের প্রতিনিধি দলের দুই সদস্য ।

ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ডের (United Nations Children Fund) ভারতীয় অফিস থেকে এদিন ইউনিসেফের দুই প্রতিনিধি পরিদর্শন করেন শাসনের দুয়ারে সরকার ক্যাম্পের । দুয়ারে সরকারের শিবিরে আসা উপভোক্তা-সহ প্রশাসনের কর্তাদের সঙ্গেও কথা বলেন তাঁরা । সরকারের 21টি প্রকল্পের সুবিধা যেভাবে একই ছাতার তলায় উপভোক্তারা পাচ্ছেন, তা দেখে সন্তোষ প্রকাশ করেছেন ইউনিসেফের ভারতীয় অফিসের মুখ্য আধিকারিক হু হে বান ।

UNICEF
দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে ইউনিসেফের প্রতিনিধিরা

ইউনাইটেড নেশান চিলড্রেন ফান্ড বিশ্বজুড়ে শিশুদের স্বাস্থ্য, শিক্ষার পাশাপাশি শিশুদের বিকাশ নিয়ে কাজ করে চলেছে । তাই এবার ইউনিসেফের নজরে এসেছে রাজ্য সরকারের চালু করা দুয়ারে সরকারের কর্মসূচিও । এই কর্মসূচির শিবিরের মধ্য দিয়ে সরকারের 21টি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন রাজ্যের সাধারণ মানুষ । এদিন শাসন পঞ্চায়েতের সরদারহাটি এলাকার শাসন ইউনিয়ন হাইস্কুলে বসেছিল এরকমই একটি দুয়ারে সরকারের শিবির । সেই শিবিরেই ইউনিসেফের আধিকারিক প্রবোধ কুমারকে সঙ্গে নিয়ে সেখানে পরিদর্শনে আসেন ভারতীয় অফিসের ইউনিসেফের মুখ্য আধিকারিক হু হে বান (UNICEF representatives Visit Duare Sarkar Camp) ।

UNICEF
অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের সঙ্গে দৈনন্দিন কাজকর্ম নিয়ে কথা বলেন

দুয়ারে সরকারের শিবিরে এসে প্রথমেই তারা অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের সঙ্গে তাদের দৈনন্দিন কাজকর্ম নিয়ে কথা বলেন । পরে স্বাস্থ্য পরিষেবায় কীভাবে অন্তঃসত্ত্বা মা ও শিশুদের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, সেই সংক্রান্ত বিষয় খতিয়ে দেখেন ইউনিসেফের মুখ্য আধিকারিক হু হে বান । পাশাপাশি ইউনিসেফের ওই দুই প্রতিনিধি দুয়ারে সরকারের ক্যাম্পের কর্তব্যরত কর্মী এবং প্রশাসনের কর্তাদের সঙ্গেও আলোচনা করেন বলে জানা গিয়েছে । দুয়ারে সরকারের শিবিরের একাধিক স্টলে গিয়ে সেখানকার কর্মীদের সঙ্গে ছবিও তোলেন ইউনিসেফের দুই প্রতিনিধি প্রবোধ কুমার ও হু হে বান ।

ইউনিসেফের নজরে রাজ্যের দুয়ারে সরকার প্রকল্প

এদিকে রাজ্য সরকারের 21টি প্রকল্পের সুবিধা যেভাবে বাংলার মানুষ পাচ্ছেন তা দেখে খুশি হন ইউনিসেফের মুখ্য আধিকারিক হু হে বান । তিনি বলেন, "ইউনিসেফ মূলত শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার পরিকাঠামো নিয়ে কাজ করে থাকে । তাই শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার উপরে যেমন জোর দিতে হবে, ঠিক তেমনই স্বাস্থ্যকর্মী, আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদেরও সজাগ থাকতে হবে ।"

আরও পড়ুন: বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলাকালীন দুয়ারে সরকার, তৃণমূলকে কটাক্ষ বিজেপির

অন‍্যদিকে এই বিষয়ে বারাসত 2 নম্বর ব্লকের বিডিও অর্ঘ্য মুখোপাধ্যায় বলেন, "এদিন ইউনিসেফের আধিকারিকরা এসেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার কর্মসূচির কাজ পরিদর্শন করতে । উপভোক্তারা কীভাবে সরকারি পরিষেবার সুবিধা গ্রহণ করছেন, রাজ্য সরকার কীভাবে সেই পরিষেবা তুলে দিচ্ছেন তাঁদের হাতে, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেছেন তাঁরা । সরকারি প্রকল্পের পরিষেবার কাজ খতিয়ে দেখে প্রশংসাও করেছেন ইউনিসেফের দুই সদস্য । এটা আমাদের কাছে বড় পাওনা ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.