Azad Kashmir Issue: দেশের পক্ষে দুর্ভাগ্যজনক, ‘আজাদ কাশ্মীর’ প্রশ্ন বিতর্কে মন্তব্য সাধ্বী নিরঞ্জন জ্যোতির

author img

By

Published : Jan 18, 2023, 9:55 PM IST

Niranjan Jyoti on Azad Kashmir Issue ETV BHARAT

প্রশ্নপত্রে আজাদ কাশ্মীর দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় ক্রেতাসুরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি (Niranjan Jyoti on Azad Kashmir Issue) ৷ বিষয়টিতে মুখ্যমন্ত্রীকে ভাবনা চিন্তার পরামর্শ দিয়েছেন তিনি ৷

‘আজাদ কাশ্মীর’ প্রশ্ন বিতর্কে প্রতিক্রিয়া সাধ্বী নিরঞ্জন জ্যোতির

উত্তর 24 পরগনা, 18 জানুয়ারি: মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারে মালদার রামকৃষ্ণ মিশনের প্রশ্নপত্রে ‘আজাদ কাশ্মীর’ ছাপা হয়েছিল ৷ ইটিভি ভারতে সেই খবর প্রথম প্রকাশিত হয়েছিল ৷ সেই নিয়েই এবার রাজ্য সরকারকে নিশানা করলেন কেন্দ্রীয় ক্রেতাসুরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি (Niranjan Jyoti on WBBSE Test Paper ) ৷ পুরো বিষয়টিকে ভারতীয়দের জন্য দুর্ভাগ্য (Unfortunate for Country) বলে মবন্ত্য করেছেন তিনি ৷ পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর এনিয়ে ভাবনাচিন্তা করা ফচিত বলে জানান তিনি ৷

রাজ্যের বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপারে তৈরি করেছে ৷ সেই টেস্টে পেপারেই 132 নম্বর পাতায় মানচিত্র শনাক্তকরণের প্রশ্নে লেখা রয়েছে 'আজাদ কাশ্মীর'। যা প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে ৷ যা নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার সমালোচনায় সরব হয়েছেন ৷ তিনি অভিযোগ করেছেন, এই ধরনের বিষয় ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে নেগেটিভ ন্যারেটিভ ছড়িয়ে দেবে ৷ যে প্রচেষ্টা ভুল হচ্ছে এবং তা বন্ধ হওয়া উচিত ৷

এদিন সেই ইস্যু নিয়েই রাজ্য সরকারকে নিশানা করেছেন কেন্দ্রীয় ক্রেতাসুরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি ৷ তিনি বলেন, ‘‘এটা দেশের দুর্ভাগ্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কাশ্মীর নিয়ে বলিদান দিয়েছিলেন। অথচ সেই দেশের একটি রাজ্যের এই ধরনের ঘটনা ঘটছে ৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর এ বিষয়ে ভাবা উচিত ৷ এই ধরনের আওয়াজ ওঠা দেশকে ভাঙার চক্রান্তের সমান ৷’’ সাধ্বী নিরঞ্জন জ্যোতি প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতির তদন্তে আসা কমিটির সঙ্গে রাজ্যে এসেছেন ৷ আগামী 4 দিন তিনি উত্তর 24 পরগনার বিভিন্ন গ্রামে ঘুরে তথ্য সংগ্রহ করবেন ৷

আরও পড়ুন: মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের প্রশ্নে 'আজাদ কাশ্মীর'

তার আগে এদিন বিমানবন্দরে নেমে গৌরীপুর কালী মন্দিরে পুজো দেন কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি ৷ সেখান থেকে তিনি হাবড়ার উদ্দেশ্যে রওনা দেন ৷ উল্লেখ্য, এদিন তাঁকে জোশীমঠ নিয়েও প্রশ্ন করা হয় ৷ যা নিয়ে তিনি জানান, এই পুরো বিষয়টি প্রাকৃতিক দুর্যোগের বিষয় ৷ তাই রাজ্য ও কেন্দ্রীয় সরকার এনিয়ে লাগাতার দায়িত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.