Modi Minister Slams Mamata: কেন্দ্রের টাকায় প্রকল্প বলেই প্রধানমন্ত্রীর ছবি থাকবে, মমতাকে পালটা কটাক্ষ মোদির মন্ত্রীর

author img

By

Published : Jan 19, 2023, 8:24 PM IST

Modi Minister Slams Mamata

সবকিছুতে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ছবি থাকবে ৷ বৃহস্পতিবার আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠক থেকে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ উত্তর 24 পরগনার (North 24 Parganas) বারাসত থেকে তার পালটা জবাব দিলেন মোদির মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি ৷

বারাসত (উত্তর 24 পরগনা), 19 জানুয়ারি: ‘‘কেন্দ্রীয় সরকার প্রায় সমস্ত প্রকল্পেই টাকা দিচ্ছে । তাই, সরকারি প্রকল্পে প্রধানমন্ত্রীর ছবি তো থাকবেই ৷’’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপত্তি উড়িয়ে পালটা জবাব দিলেন কেন্দ্রীয় খাদ‍্য সরবরাহ ও গ্রামোন্নয়ন রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি । বৃহস্পতিবার উত্তর 24 পরগনার বারাসতে এক সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে কেন্দ্রীয় প্রকল্পের টাকা কিংবা বঞ্চনা নিয়ে মমতার সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি । এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "কেন্দ্রীয় সরকার কোনও রাজ্যের সঙ্গেই বিভেদ কিংবা বিমাতৃসুলভ আচরণ করে না । সব রাজ্যকে সমান চোখে দেখা হয় ৷"

প্রসঙ্গত, এদিনই আলিপুরদুয়ারের সরকারি সভা থেকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, "কেন্দ্রীয় প্রকল্প নিয়ে এমন একটা ভাব দেখানো হচ্ছে যে তিনিই (নরেন্দ্র মোদি) সবকিছু করে দিচ্ছেন ৷" সরকারি প্রকল্পে প্রধানমন্ত্রীর ছবি থাকা নিয়েও আপত্তির কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী ।

সেই প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির (Niranjan Jyoti) স্পষ্ট অভিমত, "মমতা বন্দ্যোপাধ্যায় যতই অভিযোগ করুন, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে কখনও বিমাতৃসুলভ আচরণ করে না । এখানে মনরেগা প্রকল্পে কিছু অভাব অভিযোগ এসেছিল । সেটা যাচাই করতেই কেন্দ্রীয় টিম এসেছিল এখানে । ছিলেন রাজ্য সরকারের প্রতিনিধিরাও । এখানকার সরকার জানিয়েছে, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে । কেন্দ্রীয় সরকার এই বাপ্যারে তিনবার চিঠি দিলেও রাজ্য সরকার তার প্রত্যুত্তর দেয়নি । তারপরও আমরা কোনও বিভেদকামী আচরণ করিনি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে ৷"

এদিকে, উন্নয়ন ইস্যুতে রাজনীতি বন্ধ করার আবেদনও জানিয়েছেন কেন্দ্রীয় খাদ‍্য সরবরাহ ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী । সাধ্বী নিরঞ্জনের কথায়, "আমরা গোটা দেশে সাড়ে তিন কোটির ওপর পাকা বাড়ি তৈরি করে দিয়েছি । দেশের কৃষকদের খাতায় সরাসরি টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেছি । এখানে রাজ্য সরকার কৃষকদের ব্যাপারে তথ্য দিতে দেরি করছে । তার ফলে কৃষকদের টাকা পেতে সাময়িক দেরি হচ্ছে । কিন্তু, টাকা আটকে নেই কৃষকদের ।’’

তিনি আরও বলেন, ‘‘তাই, একটাই আবেদন, রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক । উন্নয়ন উন্নয়নের জায়গায় । মানুষের কল্যাণের কথা মাথায় রেখে কাজ করতে হবে । জনতাকে উপেক্ষা করে সরকারে টিকে থাকতে পারে না কেউই । মাননীয় প্রধানমন্ত্রীর বার্তাই হচ্ছে 'সবকা সাথ, সবকা বিকাশ' । কিন্তু আমি বুঝতে পারছি না, কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত করতে পশ্চিমবঙ্গ সরকারের অসুবিধা কোথায় ? আমি মুখ্যমন্ত্রীর কাছে হাতজোড় করে অনুরোধ করছি, কেন্দ্রের প্রকল্পগুলো রাজ্যে দ্রুত চালু করা হোক । আমি অনেক সংখ্যালঘু ঘর দেখেছি । এই রাজ্যে আবাস যোজনা টাকা আসছে । অনেক গরিবরা টাকাও পেয়েছে ৷"

তিনি আরও বলেন, "এটা গণতান্ত্রিক দেশ । সংবিধান, আইন মোতাবেক এই দেশ চলে । যদি কোনও ভোটার অন্য দলকে ভোট দেয় তাহলে এখানে তার ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে । সেইসব পরিবারের মহিলাদের ওপর অত্যাচারও করা হচ্ছে । এটা সংবিধান কিংবা আইন-আদালতের পরিপন্থী ৷" ভোটাররা তাদের পছন্দসই প্রার্থীকে যদি ভোটই দিতে না পারেন, তাহলে কিসের গণতন্ত্র ? প্রশ্ন তুলে তৃণমূলের (Trinamool Congress) সন্ত্রাসে বিরুদ্ধে এদিন সরব হন কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি ৷ অন‍্যদিকে, কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয় এবং সরকারি প্রকল্পের দুর্নীতি নিয়েও এদিন তৃণমূল সরকারকে নিশানা করেছেন তিনি ।

আরও পড়ুন: সর্বত্র একটাই মুখ, মৃত্যু হলেও ওঁর ছবি থাকুক, মোদিকে তোপ মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.