Aroop Biswas: 'বাংলা মমতাময়, পৃথিবীর কোনও শক্তি রাজ্যকে ভাগ করতে পারবে না', আত্মবিশ্বাসী মন্ত্রী অরূপ
Updated on: Jan 25, 2023, 9:05 AM IST

Aroop Biswas: 'বাংলা মমতাময়, পৃথিবীর কোনও শক্তি রাজ্যকে ভাগ করতে পারবে না', আত্মবিশ্বাসী মন্ত্রী অরূপ
Updated on: Jan 25, 2023, 9:05 AM IST
যাত্রা অ্যাকাডেমির চেয়ারম্যান হিসেবে বারাসতে যাত্রা উৎসবের সূচনা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ৷ সেখানে পৃথক গোর্খাল্যান্ড, সিএএ লাগু, বাংলা ভাগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন তিনি (Aroop Biswas over Gorkhaland issue) ৷
বারাসত, 25 জানুয়ারি: "মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাংলায় ক্ষমতায় থাকবেন, ততদিন পৃথিবীর কোনও শক্তি এই রাজ্যকে ভাগ করতে পারবে না", বললেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ৷ পাহাড়ে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবি তুলেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল ৷ মঙ্গলবার উত্তর 24 পরগনার বারাসতে যাত্রা উৎসবের উদ্বোধন করেন অরূপ (Minister Aroop Biswas confident over Bengal Divide not possible) । সেখান থেকে বেরনোর সময় সাংবাদিকদের এই কথা বলেন তিনি ৷ এদিকে, যাত্রা উৎসব নিয়ে তিনি একটি টুইটও করেন মন্ত্রী । তাতে লেখেন,"পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমির চেয়ারম্যান হিসেবে বারাসতের কাছারি ময়দানে আজ আমি 27 তম যাত্রা উৎসবের উদ্বোধন করলাম ৷ অন্য মাননীয় মন্ত্রীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷"
বিরোধী গেরুয়া শিবিরকে কটাক্ষ করে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, "যাঁদের সঙ্গে কোনও মানুষ নেই, তাঁরা পাহাড়কে অশান্ত করার চেষ্টা করছেন ৷ পাহাড়ের মানুষই রুখে দাঁড়াবে ৷ তাঁরা (পাহাড়ের মানুষ) শান্তি চান, উন্নয়ন চান ৷ সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁরা পাশে চান ৷" পাহাড়ে ফের পৃথক গোর্খাল্যান্ডের (Gorkhaland) দাবিকে এভাবেই নস্যাৎ করে দিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ৷ টালিগঞ্জের তৃণমূল বিধায়ক আরও জানান, যে কোনও রাজনৈতিক দলের আন্দোলন করার অধিকার রয়েছে । তবে এটুকু বলতে পারি আগেও বিভিন্ন সংগঠন নানাভাবে প্রচার করেছে । কিন্তু তাতে কোনও লাভ হয়নি ৷ তিনি আরও বলেন, "বাংলা মমতাময় ৷ বিজেপি অদূর ভবিষ্যতে কোনও দিন বাংলায় ক্ষমতায় আসবে বলে মনে হয় না ৷ আর যদি বা আসে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন, তা 500 বছরেও করে উঠতে পারবে না ৷"
আরও পড়ুন: এখনও কেন লাগু হয়নি নাগরিকত্ব সংশোধনী আইন, ঠাকুরনগরে মতুয়াদের প্রশ্নের মুখে শান্তনু
বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur) বারবার দাবি করেছেন, রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ (Citizenship (Amendment) Act, 2019) চালু হবে ৷ জানা গিয়েছে, সম্প্রতি একটি সভায় গিয়েও তিনি একথা জানিয়েছেন ৷ এই প্রসঙ্গে অরূপ বিশ্বাস কোনও মন্তব্য করতে চাননি ৷ তবে তিনি সাংবাদিকদের বলেন, "তারা (বিজেপি) তাদের মতো করে করছে ৷ আর আমরা মানুষের কাজ করি ৷ আমরা মানুষের উন্নয়ন করে তাদের পাশে থাকার চেষ্টা করছি ৷ ওঁরা ধর্ম করুক, মানুষকে ভুল বোঝাক ৷ সবকিছু করুক, কিন্তু দিনের শেষে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই আস্থা রাখবে ৷"
