Mamata Banerjee : পৌরসভার কাজে অসন্তোষ, প্রশাসকদের কড়া বার্তা মমতার

author img

By

Published : Nov 17, 2021, 7:31 PM IST

mamata-banerjee-unhappy-with-municipality-work-gives-strong-message-on-north-24-parganas-administrative-meeting

উত্তর 24 পরগনার বেশ কয়েকটি পৌরসভার কাজে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ জেলার প্রশাসনিক বৈঠকে (North 24 Parganas Administrative Meeting) সরাসরি নিজের ক্ষোভ প্রকাশ করলেন তিনি ৷

মধ্যমগ্রাম, 17 নভেম্বর: পাখির চোখ আসন্ন পৌরসভা নির্বাচন ৷ সে কথা মাথায় রেখে পৌরপ্রশাসকদের সতর্ক করে উন্নয়নে জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ এলাকার বিধায়ক ও সাংসদদের সঙ্গে প্রশাসকদের সমন্বয় সাধনেও সচেষ্ট হলেন তিনি ৷ উত্তর 24 পরগনার প্রশাসনিক বৈঠকে (North 24 Parganas Administrative Meeting) জেলার বেশ কয়েকটি পৌরসভার কাজকর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা । পৌর প্রশাসক ও বোর্ডের সদস্যদের কড়া বার্তা দিয়ে বলেন, "ভাল কাজ করলে পুরস্কার পাবেন, কিন্তু খারাপ কাজ করলে আগামী দিনে তাঁদের নিয়ে ভেবে দেখতে হবে ৷"

বুধবার মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে মঞ্চ থেকেই এ বিষয়ে নিজের ক্ষোভের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী । পৌরসভার প্রশাসকদের কড়া বার্তা দিয়ে তিনি বলেন, "কেন আপনারা এলাকায় ঘুরে ঘুরে দেখছেন না ! কোথায় কী কাজ হয়েছে ! কোথায় কাজের সমস্যা রয়েছে !" এরপরই নাম করে বেশ কয়েকটি পৌরসভার কাজের অগ্রগতি নিয়ে অসন্তোষের সুর শোনা যায় রাজ্যের প্রশাসনিক প্রধানের গলায় ।

মুখ্যমন্ত্রীর কথায়,"ব্যারাকপুর, টিটাগড়, ভাটপাড়া, দমদম-সহ আরও কয়েকটি পৌরসভার কাজকর্ম নিয়ে অভিযোগ রয়েছে । প্রশাসক বোর্ড থাকলেও কেন পৌরসভার প্রশাসকরা মাঠে নেমে কাজ করবেন না ? জনসাধারণের সমস্যা কেন খতিয়ে দেখবেন না ? এ রকমই নানা প্রশ্ন তুলে এ দিন পৌরসভার প্রশাসকদের একহাত নেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন: Mamata Banerjee : 1 জানুয়ারি রাজ্যে পালিত হবে ছাত্রছাত্রী দিবস, ঘোষণা মমতার

পৌরসভার কাজকর্ম নিয়ে তিনি এতটাই ক্ষুদ্ধ যে, প্রশাসকদের মাথার উপর পর্যবেক্ষক পর্যন্ত বসিয়ে দেন । তাঁরাই এ বার থেকে এলাকায় ঘুরে ঘুরে পৌরসভার কাজকর্মের মাপকাঠি খতিয়ে দেখবেন । কে কোথায় কেমন কাজ করছেন, কোথায় কাজ করছেন না, কোথায় জনগণের অসুবিধা হচ্ছে, তার বিস্তারিত রিপোর্ট পেশ করবেন ওই পর্যবেক্ষক । যিনি ভাল কাজ করবেন তাঁকে পুরষ্কৃত করা হবে বলে জানান মমতা ৷ আর যিনি ভাল কাজ করবেন না, তাঁকে আগামী দিনে দায়িত্ব দেওয়ার আগে ভাবনাচিন্তা করা হবে বলে বার্তা দেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন: West Bengal Assembly : সিবিআই-ইডির বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব তৃণমূলের

এ দিন টিটাগড় পৌরসভার প্রশাসকের কাজকর্মের সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন,"আপনার কাজকর্মের ধরন নিয়ে অনেক অভিযোগ রয়েছে এলাকায় । সেগুলো ঠিকমতো দেখে নিন ৷" মুখ্যমন্ত্রীর অভিযোগ প্রসঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করলে ওই পৌরসভার প্রশাসককে ধমক দিয়ে বসিয়ে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান । তাঁর কথায়,"আপনাদের স্কুল, বিল্ডিং তৈরি করতে হবে না । এই কাজে সাহায্য করবেন দলের সাংসদরা । বিধায়কদের সাহায্য নিয়ে আপনারা পানীয় জল, রাস্তাঘাটের দিকে বেশি মনোনিবেশ করুন । না-হলে জনগণ ছেড়ে দেবে না । একদিন না একদিন কৈফিয়ত চাইবে । সেটা হতে দিতে পারি না । মানুষের হয়ে কাজ করাই আমাদের সরকারের প্রধান লক্ষ্য ৷"

আরও পড়ুন: Prabir Ghoshal : বিজেপিতে টাকা চাওয়ার লোক বেশি, জাগোবাংলায় বিস্ফোরক প্রবীর ঘোষাল

কোভিড পরিস্থিতিতে ধাপে ধাপে রাজ্যের পৌরসভার নির্বাচন করার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ দিন রাজ্যের 125টি পৌরসভা এবং কর্পোরেশনে কাজের ক্ষেত্রে নজরদারি চালাতে পর্যবেক্ষক নিয়োগ করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান । স্বভাবতই পৌরসভা নির্বাচনই যে তাঁর পাখির চোখ, তাতে কোনও সন্দেহ নেই ।

পৌরসভার কাজে অসন্তোষ, প্রশাসকদের কড়া বার্তা মমতার

আরও পড়ুন : Luizinho Faleiro : গোয়ায় জয় অনিশ্চিত বলেই কি লুইজিনহোকে রাজ্যসভায় পাঠাল তৃণমূল ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.