Bombs Recovered at Bhatpara: একসঙ্গে উদ্ধার 150টি কৌটোবোমা, ফের চাঞ্চল্য ভাটপাড়ায়

author img

By

Published : Jan 21, 2023, 2:59 PM IST

Bombs Recovered at Bhatpara

শতাধিক বোমা উদ্ধার হল ভাটপাড়া পৌরসভা (Bhatpara Municipality) 8 নম্বর ওয়ার্ডের নয়াবাজার এলাকায় পরিত্যক্ত কুয়ো থেকে ৷ উদ্ধার হওয়া 150টি বোমাকে নিস্ক্রিয় করার জন্য ইতিমধ্যেই বম্ব স্কোয়াডে খবর দেওয়া হয়েছে ৷

ফের ভাটাপাড়ায় উদ্ধার বোমা

ভাটপাড়া, 21 জানুয়ারি: উত্তর 24 পরগনার ভাটপাড়া পৌরসভা 8 নম্বর ওয়ার্ডের নয়াবাজার এলাকায় পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার 150টি কৌটো বোমা (150 Bombs Recovered)। এলাকায় ফের বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। যদিও মুখে কুলুপ এঁটেছেন এলাকার বাসিন্দারা । ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ।

নয়াবাজার এলাকা ছাড়া ভাটপাড়া অঞ্চলে আর কোথাও বোমা মজুত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ আর সে জন্য জায়গায় জায়গায় তল্লাশি চালাচ্ছে ভাটপাড়া থানার পুলিশ। উদ্ধার হওয়া দেড়শোটি বোমা নিষ্ক্রিয় করার জন্য ইতিমধ্যেই বম্ব স্কোয়াডে খবর দেওয়া হয়েছে ৷ খবর পেয়ে বম্ব স্কোয়াডের কর্মীরা তড়িঘড়ি সেখানে পৌঁছন ৷ তাঁরা এলাকা ঘিরে ফেলেন। বোমাগুলি নিষ্ক্রিয় করার সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না-ঘটে তাই দমকল বিভাগেও খবর দেওয়া হয় ৷ নয়াবাজার এলাকায় দমকলের দু'টি ইঞ্জিন পৌঁছয় ৷

পুলিশ সূত্রে খবর, আরও শতাধিক তাজা বোমা ওই এলাকায় রয়েছে। আপাতত উদ্ধার করা 150টি বোমা নিষ্ক্রিয় করে বাকিগুলিকে উদ্ধারের কাজ শুরু হবে। এতকিছুর পরেও 2019 সালের পর থেকে যেভাবে ভাটপাড়া-জগদ্দল এলাকায় বোমা উদ্ধার, বিস্ফোরণ, গুলি চালানো, খুনের মতো ঘটনা বেড়ে চলেছিল তাতে মানুষ-সহ যারা বাইরে থেকে আসছেন তাঁরাও তটস্থ হয়ে গিয়েছিল। এরপর বিজেপি সাংসদ অর্জুন সিং 2022-এ আবার তৃণমূলে ফিরে আসেন ৷ বোমা উদ্ধার ও বোমাবাজির ঘটনা কম হলেও তা একেবারে বন্ধ হয়ে যায়নি ৷ পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, গতকাল রাতে ভাটপাড়া থানার পুলিশ গোপন সূত্রে ওই লুকোনো বোমাগুলির খোঁজ পায়।

আরও পড়ুন: ফাঁকা মাঠে 14টি তাজা বোমা উদ্ধার, তীব্র চাঞ্চল্য চাঁদবেড়িয়া এলাকায়

গতকাল রাতেই বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয় এবং সেইমতো আজ, অর্থাৎ শনিবার সকালে বম্ব স্কোয়াড ঘটনাস্থলে এসেছেন উদ্ধার হওয়া 150টি বোমা নিষ্ক্রিয় করতে ৷ প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে ভাটপাড়ায় বোমা ফেটে মৃত্যু হয়েছিল এক কিশোরের। ভাটপাড়ার 28 নম্বর রেলগেটের কাছে লাইনের ধারে বোমাগুলি রাখা ছিল। সেগুলিকে চারজন কিশোর বল ভেবে খেলতে শুরু করে। তখনই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। তার জেরে ঘটনাস্থলেই এক কিশোরের মৃত্যু হয়। আর জখম হয়েছিল দু'জন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.