Mid Day Meal: সাপ-টিকটিকির পর মিড-ডে মিলের খিচুড়িতে জ্যান্ত পোকা ! বিক্ষোভ অভিভাবকদের

author img

By

Published : Jan 22, 2023, 11:12 AM IST

Mid Day Meal

মিড ডে মিল নিয়ে বারে বারে বিতর্ক সামনে আসছে ৷ শিশু-কিশোরদের জন্য রান্না করা খাবারে কখনও সাপ, কখনও টিকটিকি পাওয়া যাচ্ছে ৷ এবার মিলল জ্যান্ত পোকা (Mid Day Meal Insect News) ৷

শাসন, 22 জানুয়ারি: কখনও মিড-ডে মিলের রান্নায় মরা সাপ ! আবার কখনও মরা টিকটিকি ! তা নিয়ে বিতর্ক কম হয়নি । তারই মধ্যে এবার মিড-ডে মিলের খিচুড়িতে মিলল জ্যান্ত পোকা । যার জেরে শনিবার হুলস্থুল কাণ্ড উত্তর 24 পরগনার শাসনের খড়িবাড়ির চৌমহা অঙ্গনওয়াড়ি সেন্টারে । ঘটনার পরপরই অঙ্গনওয়াড়ি সেন্টারের রাঁধুনিকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা । ফলে সাময়িক উত্তেজনা ছড়ায় সেখানে । পরে স্থানীয় পঞ্চায়েতপ্রধান এসে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় (Insect found in Mid Day Meal in Shasan North 24 Parganas) ।

জানা গিয়েছে, শাসনের ওই অঙ্গনওয়াড়ি সেন্টারে পড়তে আসেন প্রায় 80 জন শিশু । সেন্টারে আলাদাভাবে রান্নার জায়গা না থাকায় পাশের বাড়ির একটি চালাঘরে মিড-ডে মিলের রান্না করা হয় ৷ একজন রাঁধুনিই রয়েছেন সেখানে । এদিন সরকারি কাজে স্কুলের শিক্ষিকা গিয়েছিলেন পঞ্চায়েত অফিসে ৷ তারই ফাঁকে শিশুদের জন্য খিচুড়ি রান্না করেন রাঁধুনি । সেই খিচুড়ি পরিবেশনও করা হয় ৷ তখনই ঘটে বিপত্তি ৷ কয়েকজন শিশু লক্ষ করেন, খিচুড়ির মধ্যে কিলবিল করছে পোকা ৷ বিষয়টি অভিভাবকদের জানানো হয় ৷ মিড-ডে মিলের রান্না করা খিচুড়ির মধ্যে পোকা মেলায় রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন তাঁরা ৷ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে রাঁধুনির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভও দেখানো হয় ৷ যার জেরে সাময়িক উত্তেজনা তৈরি হয় ওই অঙ্গনওয়াড়ি সেন্টার চত্বরে ৷

আরও পড়ুন: নজরে এবার মিড-ডে মিল ! পরিদর্শনে আসছেন কেন্দ্রের প্রতিনিধিরা

তহমিনা খাতুন নামে স্থানীয় এক অভিভাবক বলেন, "এর আগেও গাফিলতির অভিযোগ উঠেছিল রাঁধুনির বিরুদ্ধে । তখন বিডিও অফিস থেকে আধিকারিকরা এসে বিষয়টিতে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ তারপরও ফের একই ধরনের ঘটনা ৷ এর একটা বিহিত হওয়া দরকার ৷" একই সুর শোনা গিয়েছে নাজমুন্নাহার বিবি নামে আরেক অভিভাবকের গলাতেও।তাঁর কথায়, "অঙ্গনওয়াড়ি সেন্টারে রান্নার জায়গা থাকা সত্ত্বেও মিড-ডে মিলের রান্না করা হয় পাশের বাড়ির চালাঘরে।জায়গাটি যথেষ্ট অপরিচ্ছন্ন।ফলে যা হওয়ার তাই ঘটেছে"।

এদিকে, বিষয়টি নিয়ে অঙ্গনওয়াড়ি সেন্টারের রাঁধুনি সরস্বতী পাল বলেন, "মিড-ডে মিলের খিচুড়িতে কীভাবে পোকা এল, তা বুঝতে পারছি না । চাল ভালোভাবে ধুয়েই রান্না করা হয়েছিল । হয়তো চালের মধ্যেই কোনওভাবে পোকা থেকে গিয়েছিল । মারাত্মক ভুল হয়ে গিয়েছে । ভবিষ্যতে এমন ঘটনা আর হবে না ৷"

আরও পড়ুন: ময়ূরেশ্বরে মিড-ডে মিলের বালতিতে মৃত সাপ, অসুস্থ 20 পড়ুয়া

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.