SSC Recruitment Scam Case : সিঙ্গেল বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চ বহাল রাখলে বিস্মিত হওয়ার কিছু নেই, পার্থ প্রসঙ্গে মত বিকাশের

author img

By

Published : Apr 12, 2022, 9:22 PM IST

cpim-mp-bikash-ranjan-bhattacharjee-reaction-on-ssc-recruitment-scam-case

এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদের সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়ার প্রসঙ্গে সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের মত, সিঙ্গেল বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চ বহাল রাখলে বিস্মিত হওয়ার কিছু নেই (CPIM MP Bikash Ranjan Bhattacharjee Reaction on SSC Recruitment Scam Case) ।

বারাসত, 12 এপ্রিল : ‘‘শুনানির পর সিঙ্গেল বেঞ্চের রায়ই হয়তো ডিভিশন বেঞ্চ বজায় রাখতে পারে । এমনটা হলে অবাক হওয়ার কিছু নেই, ’’এসএসসি দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam Case) প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদের সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়ার প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন সিপিএমের রাজ্যসভার সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (CPIM MP Bikash Ranjan Bhattacharjee) ।

মঙ্গলবার বিকেলে বারাসত আদালত চত্বরে বাম সমর্থিত আইনজীবীদের এক রক্তদান শিবিরে যোগ দেন তিনি । সেখানেই এসএসসি দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ প্রসঙ্গে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "সিঙ্গেল বেঞ্চের রায়ের পরিপ্রেক্ষিতে মামলাটি সবে ডিভিশন বেঞ্চে গিয়েছে । সেখানে শুনানি চলছে। আমরা আমাদের মতো করে সওয়াল করেছি। বাকিরাও তাঁদের মতো করে সওয়াল করছে । এটার মধ্যে কোনও অসংগতি নেই । এটা বিচার প্রক্রিয়ার স্বাভাবিক পদ্ধতি । এবার ডিভিশন বেঞ্চ সিদ্ধান্ত নেবে এসএসসি দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত করবে । নাকি অন্য কোনও সংস্থা । তবে আমাদের দৃঢ় বিশ্বাস সঠিক তদন্ত হবে ৷"

সঠিক তদন্ত হলে দুর্নীতির উৎসও সামনে আসবে বলে মনে করেন বিকাশরঞ্জন ভট্টাচার্য । তাঁর কথায়, "এই তদন্তের যুক্তিসঙ্গত পরিণত হবে দুর্নীতির উৎস । সেই দুর্নীতির উৎস খুঁজলে দেখা যাবে এর পিছনে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷" এই প্রেক্ষিতে মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্যকে হাতিয়ার করে সিপিএমের এই সাংসদ বলেন, "ববি হাকিমই তো স্বীকার করে নিয়েছেন, দুর্নীতি হলে তার দায় শুধু পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নয় । যৌথভাবে সকলের দায় । অর্থাৎ যৌথভাবে নেত্রীর দায় । তিনি তাঁর দায় এড়াতে পারেন না ৷"

SSC Recruitment Scam Case : সিঙ্গেল বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চ বহাল রাখলে বিস্মিত হওয়ার কিছু নেই, পার্থ প্রসঙ্গে মত বিকাশের

এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়ানোয় সরকার অস্বস্তিতে কি না, সেই বিষয়ে জিজ্ঞাসা করা হলে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য কটাক্ষ করে বলেন, "কোথায়ও সরকারের স্বস্তি নেই ! প্রতিটি ক্ষেত্রেই রাজ্য সরকারের অস্বস্তি বাড়ছে । ওদের শুধু একটা ক্ষেত্রেই স্বস্তি । তা হল গুন্ডা দিয়ে গুন্ডামি করা । আর সেই গুন্ডামি করতে গিয়ে ওরা নিজেরাই নিজের ঘর পোড়াচ্ছে । নিজেরাই নিজেদের মেয়েকে ধর্ষণ করছে । এমন নির্যাতন করছে যে পরে নির্যাতিতাকে আত্মহত্যা পর্যন্ত করতে হচ্ছে । এটাই ওদের কাছে বিপজ্জনক । পরিস্থিতি এমন তৈরি করছে যে নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনছে ৷"

এদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর উডর্বান ওয়ার্ডে ভর্তি না হওয়ার সিঙ্গল বেঞ্চের নির্দেশ প্রসঙ্গে তিনি বলেন, "তদন্তে কাউকে ডাকলেই সে ভর্তি হতে চলে যায় এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে । তাতেই হয়তো উষ্মা প্রকাশ করে বিচারপতি এমন নির্দেশ দিয়ে থাকতে পারেন ৷"

আরও পড়ুন : HC Orders on Partha Chatterjee : সাময়িক স্বস্তি পার্থ চট্টোপাধ্যায়ের, এসএসসি দুর্নীতি মামলায় সিবিআই হাজিরার নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.