Gold Smuggling: কোমরে জড়ানো 81 লক্ষের সোনা, পাচারকারিকে ধরল বিএসএফ

author img

By

Published : Mar 14, 2023, 10:30 AM IST

Gold Smuggling

প্লাস্টিকের মধ্যে সোনা নিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত পেরনোর চেষ্টা করছিল এক পাচারকারী ৷ কিন্তু বিএসএফ-এর হাতে ধরা পড়ে গেল ওই ব্যক্তি ৷ তার কোমরে জড়ানো প্লাস্টিকে সোনা ছিল (Gold Smuggling in Swarupnagar) ৷

স্বরূপনগর, 14 মার্চ: সোনার বিস্কুট-সহ পাচারকারীকে পাকড়াও করল বিএসএফ ৷ ঘটনাটি উত্তর 24 পরগনার স্বরূপনগর সীমান্ত এলাকার ৷ পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ৷ পাশাপাশি উদ্ধার হওয়া 81 লক্ষ সোনার বিস্কুট তেতুলিয়া কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে (Gold Smuggling in India Bangladesh International Border in Swarupnagar) ৷

দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে 112তম বর্ডার সিকিউরিটি ফোর্সের, বর্ডার পোস্ট তারালির সতর্ক জওয়ানরা চোরাকারবারিদের পরিকল্পনা নস্যাৎ করে দেয় ৷ আন্তর্জাতিক সীমান্ত থেকে 12টি সোনার বিস্কুট-সহ চোরাকারবারিকে আটক করে ৷ তারা এই সব বিস্কুট বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসার চেষ্টা করছিল ৷ ঘটনাটি ঘটে 12 মার্চ, রবিবার রাতে ৷ সূত্রে জানা গিয়েছে, জওয়ানরা দেখতে পান যে এক ব্যক্তি তারালি গ্রাম থেকে কাঁটাতারের দিকে আসছে ৷ এই গ্রামটি ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের সামনে জিরো লাইনের কাছে অবস্থিত ৷ জওয়ানরা কাছে এসে ওই ব্যক্তিকে তল্লাশি করলে তার কোমরে প্লাস্টিকে মোড়ানো 12টি সোনার বিস্কুট পাওয়া যায় ৷ জওয়ানরা সঙ্গে সঙ্গে সোনা-সহ পাচারকারীকে আটক করে ৷ ধৃত পাচারকারীর নাম আব্দুল লতিফ সরদার ৷ সে উত্তর 24 পরগনার বাসিন্দা ৷ জব্দ করা সোনার ওজন 1 হাজার 394 গ্রাম ৷ যার মোট মূল্য 80 লক্ষ 93 হাজার 424 টাকা ৷

ধৃত চোরাকারবারি জানায়, নিত্যানন্দকাঠি গ্রামের বাসিন্দা মন্টু তাকে এই সোনার বিস্কুটগুলি দিয়েছিল ৷ বিএসএফ ডিউটি ​​পয়েন্ট অতিক্রম করার পর মন্টুকে ফেরত দেওয়ার কথা ছিল ৷ এই কাজের জন্য তার 300 টাকা পাওয়ার কথা ছিল ৷ কিন্তু পথে বিএসএফ জওয়ানরা তাকে ধরে ফেলে ৷ আটক চোরাকারবারি ও বাজেয়াপ্ত সোনার বিস্কুট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শুল্ক অধিদফতর, তেঁতুলিয়ায় হস্তান্তর করা হয়েছে ৷

দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্র বলেন, "চোরাকারবারিরা নতুন নতুন উপায়ে পাচারের চেষ্টা করে ৷ কিন্তু বিএসএফ জওয়ানদের সতর্কতা এবং বোঝাপড়ার কারণে চোরাকারবারিরা ক্রমাগত ধরা পড়ছেন ৷ তাদের পরিকল্পনা প্রতিনিয়ত নস্যাৎ করা হচ্ছে ৷" জওয়ানদের এত বড় সাফল্যে তিনি খুশি ৷ বর্ডার সিকিউরিটি ফোর্স ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বসবাসকারীদের কাছে আবেদন জানিয়েছে, তারা সোনা চোরাচালান সংক্রান্ত কোনও তথ্য পেলে তা বিএসএফের সীমা সাথী হেল্পলাইন নম্বর 14419-এ যোগাযোগ করে সেখানে রিপোর্ট করতে পারে ৷ এ ছাড়া দক্ষিণবঙ্গ সীমান্তের আরও একটি নম্বর 9903472227 জারি করা হয়েছে, যার উপর সোনা চোরাচালান সংক্রান্ত হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজও পাঠানো যাবে ৷ সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত পুরস্কার হিসেবে অর্থ দেওয়া হবে এবং তার পরিচয় গোপন রাখা হবে বলে আশ্বস্ত করেছে বিএসএফ ৷

আরও পড়ুন: ফের বিএসএফের সাফল্য, পাচারের আগেই উদ্ধার লক্ষাধিক টাকার সোনার বিস্কুট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.