Shamik Criticises Governor: হাতেখড়ির পর রাজ্যপালের মুখেভাতও হতে পারে, কটাক্ষ শমীকের

author img

By

Published : Jan 28, 2023, 6:50 PM IST

Updated : Jan 28, 2023, 7:35 PM IST

Shamik Criticises Governor

শনিবার উত্তর 24 পরগনার বারাসতে বিজেপির সাংগঠনিক বৈঠক হয় ৷ সেই বৈঠকে যোগ দিতে হাজির হয়েছিলেন শমীক ভট্টাচার্য ৷ সেখানে তিনি রাজ্যপালের হাতেখড়ি নিয়ে কটাক্ষ করেন (Shamik Criticises Governor) ৷

হাতেখড়ির পর রাজ্যপালের মুখেভাতও হতে পারে, কটাক্ষ শমীকের

বারাসত (উত্তর 24 পরগনা), 28 জানুয়ারি: তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সঙ্গে সখ্যতা নিয়ে বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (Governor CV Ananda Bose) উদ্দেশ্যে সাবধানবাণী ছুঁড়ে দিলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (BJP Leader Shamik Bhattacharya) ৷ তাঁর কথায়, ‘‘তৃণমূলের সঙ্গে যত বেশি মাখামাখি করবেন, ততই রাজ্যপালের ভবিষ্যৎ বিপজ্জনক হয়ে উঠবে ৷’’

শনিবার উত্তর 24 পরগনার (North 24 Parganas) বারাসতে বিজেপির এক সাংগঠনিক বৈঠকে যোগ দেন তিনি । বৈঠকের ফাঁকে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন শমীক ভট্টাচার্য ৷ সেখানেই রাজভবনে রাজ্যপালের হাতেখড়ি প্রসঙ্গ উঠে আসে ৷ সেই নিয়ে তিনি বলেন, "রাজ্যপালের হাতেখড়ি হোক কিংবা মুখেভাত, তা নিয়ে বিজেপির বিন্দুমাত্র উৎসাহ নেই । তবে, ভাগ্য ভালো টাকা দিয়ে চাকরিতে যোগ দেওয়া থ্রি পাস কোনও শিক্ষকের কাছ থেকে উনি হাতেখড়ি নেননি ৷"

এরপরই ব্যাঙ্গাত্মক সুরে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "একসময় বাংলা শিক্ষকের দাবিতে দাঁড়িভিটে আন্দোলন করতে গিয়ে পড়ুয়াদের গুলি খেতে হয়েছিল । গুলিতে দু'জন পড়ুয়ার মৃত্যুও ঘটেছিল । সেখানে রাজ্যপাল হাতেখড়ি মাধ্যমে নিশ্চিয় বাংলা বর্ণ শিখবেন । কখনও অ,আ এবং ক,খ লিখবেন । আবার কখনও রংধনু লিখবেন । তাই, বাংলা ভাষার ভবিষ্যৎ সম্পর্কে ওঁর সম্যক ধারণা থাকা উচিত । বলা যায় না হাতেখড়ির পর হয়তো তাঁর মুখেভাতও হতে পারে ৷"

Shamik Criticises Governor
উত্তর 24 পরগনার বারাসতে বিজেপির সাংগঠনিক বৈঠকে মুখপাত্র শমীক ভট্টাচার্য

বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সম্পর্কে দলের অবস্থান ব‍্যাখ্যা করতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, "সুস্থ, স্বাভাবিক, গণতন্ত্র সম্পন্ন রাজনৈতিক দলের যে দৃষ্টিভঙ্গি থাকা উচিত সাংবিধানিক প্রধান সম্পর্কে । সেই দৃষ্টিভঙ্গিই রয়েছে বিজেপি দলের । আমাদের দলের অবস্থান স্পষ্ট, সংবিধান মেনে রাজ্য সরকার কাজ করছে কি না । কোথাও সংবিধান লঙ্ঘিত হচ্ছে কি না । সেটা রাজ্যপাল হিসেবে দেখা কর্তব্য সাংবিধানিক প্রধানের । যদি কোথাও সংবিধান লঙ্ঘন হয়ে থাকে, সেটাও বিরোধী রাজনৈতিক দল হিসেবে তুলে ধরাটা দায়িত্বের মধ্যে পড়ে আমাদের । তাই, রাজ্যেপালের সঙ্গে ব‍্যক্তিগত কোনও বিরোধ নেই ।’’

তিনি আরও বলেন, ‘‘শুভেন্দু অধিকারী কিংবা দিলীপ ঘোষরা রাজ্যপালের হাতেখড়ি নিয়ে যা বলেছেন, সেটা তাঁদের ব‍্যক্তিগত অভিজ্ঞতা । কে রাজ্যপাল হিসেবে এখানে থাকবে অথবা আসবে, সেটা দেখা দায়িত্বের মধ্যে পড়ে না আমাদের ৷ কারণ, আমরা রাজ‍্যপালকে দেখে রাজনীতি করি না ৷"

এদিকে, প্রাক্তন রাজ‍্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) প্রতি শাসকদলের মনোভাব এবং ভূমিকা কী ছিল, তা এদিন উঠে এসেছে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের কথায় । এই নিয়ে বলতে গিয়ে আবার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি । শমীকের কথায়, "উনি বর্তমান রাজ্যপালের প্রশংসা করছেন, করুক না । উনি কখন কী বলেন, তা নিজেই জানেন না ৷ তাই, মুখ্যমন্ত্রীর কথার কোনও গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই ৷"

অন‍্যদিকে, বিজেপির তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) বিস্ফোরক দাবি প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, "মিঠুন চক্রবর্তী যখন বিজেপিতে যোগ দিয়েছেন, তখন তাঁর দায়িত্ব বিজেপির । কে কার থেকে টাকা নিয়েছে, সেই বিষয়ে আমার কিছু জানা নেই । তবে, এটুকু বলতে পারি মিঠুনদার ভালো-মন্দের দায়িত্ব বিজেপির ৷"

আরও পড়ুন: আমি বাংলার মানুষকে ভালোবাসি, নেতাজি আমার নায়ক; হাতে খড়ি দিয়ে বললেন রাজ্যপাল

Last Updated :Jan 28, 2023, 7:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.