Bidhannagar Fraud Arrest: ব্যাংকে চাকরির টোপ দিয়ে প্রতারণা, বিধাননগরে গ্রেফতার 16

author img

By

Published : Nov 18, 2022, 3:33 PM IST

Updated : Nov 18, 2022, 3:41 PM IST

16 accused including 10 women arrested in Bidhannagar for Fraud

ভুয়ো কল সেন্টার খুলে চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগ ৷ 10 জন মহিলা-সহ 16 জনকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ (Bidhannagar Fraud Arrest) ৷ ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা (Electronics Complex Police Station) এলাকার ঘটনা ৷

বিধাননগর, 18 নভেম্বর: ব্যাংকে চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা ! ভুয়ো কল সেন্টার খুলে চাকরিপ্রার্থীদের ফাঁদে ফেলার চক্র ! এই অভিযোগে 10 মহিলা-সহ 16 জনকে গ্রেফতার করল উত্তর 24 পরগনার বিধাননগরের (Bidhannagar) ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার (Electronics Complex Police Station) পুলিশ ৷ সেক্টর ফাইভের একটি অফিস (কল সেন্টার) থেকে এই 16 জনকে পাকড়াও করা হয় (Bidhannagar Fraud Arrest) ৷ ওই কল সেন্টার থেকে বেশ কিছু কম্পিউটার, ল্য়াপটপ, স্মার্ট ফোন-সহ অন্য়ান্য গ্যাজেটও বাজেয়াপ্ত করা হয়েছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধাননগরের অফিস পাড়ার এসডিএফ বিল্ডিংয়ের 215 নম্বর ঘরে 'ইভান অ্যাচিভার্স প্রাইভেট লিমিটেড' নামেএকটি ভুয়ো কল সেন্টার খোলা হয়েছিল ৷ এই কল সেন্টার থেকেই 'ওয়ার্ক ইন্ডিয়া' নামক একটি অ্যাপের মাধ্যমে চাকরির বিজ্ঞাপন করা হত ৷ তাতে আবেদনকারীদের মোটা বেতনের ব্যাংকের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিত প্রতারকরা ৷ এরপর এই অ্যাপের মাধ্যমেই রাজ্যের বিভিন্ন প্রান্তের চাকরিপ্রার্থীদের তথ্যভাণ্ডার তৈরি করা হত ৷ আবেদনকারীরা এই অ্য়াপে নিজেদের 'প্রোফাইল' তৈরি করলেই সমস্ত তথ্য প্রতারকদের হাতে চলে যেত ৷

ফের প্রতারণা চক্রের হদিশ ৷

আরও পড়ুন: চাকরির নামে প্রতারণা ! বিধাননগরে গ্রেফতার 4

এর কিছুদিন পর ওই তথ্যের সাহায্য়ে চাকরিপ্রার্থীদের ফোন করা হত এই কল সেন্টার থেকে ৷ তাঁদের কাছ থেকে প্রথমে নাম নথিভুক্ত করার জন্য কিছু টাকা নেওয়া হত ৷ দফায় দফায় চাকরিপ্রার্থীদের পরীক্ষা এবং ইন্টারভিউও নেওয়া হত ৷ একইসঙ্গে, নানা অজুহাতে তাঁদের কাছ থেকে দফায় দফায় টাকাও আদায় করা হত ৷ এমনই এক চাকরিপ্রার্থী মধ্যমগ্রামের বাসিন্দা মহম্মদ হাবিব ৷ তিনি জানান, চাকরির জন্য এই চক্রকে 2 হাজার টাকা দিয়েছিলেন ৷ এছাড়াও, কেউ 500 আবার কেউ 3 হাজার টাকা পর্যন্ত দিয়েছেন ! প্রতারণা চক্রের বিষয়টি প্রকাশ্যে আসার পরই টাকা ফেরতের দাবিতে সরব হয়েছেন হাবিবরা ৷

বৃহস্পতিবার সন্ধেবেলা এসডিএফ বিল্ডিংয়ের ওই ভুয়ো কল সেন্টারে অভিযান চালায় বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ ৷ সংস্থায় কর্মরত 15 জনকে গ্রেফতার করে তারা ৷ তাঁদের মধ্য়ে 10 জন মহিলা ৷ একইসঙ্গে, সংস্থার মালিক হাসিবুর রহমানকেও গ্রেফতার করা হয় ৷ উদ্ধার করা হয় চাকরিপ্রার্থীদের তথ্যভাণ্ডার এবং প্রচুর গ্যাজেট ৷

Last Updated :Nov 18, 2022, 3:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.