Hariram Kalindi : নাটুয়া শিল্পী হরিরাম কালিন্দী প্রয়াত, শোকের ছায়া পুরুলিয়ায়

author img

By

Published : Oct 14, 2021, 6:19 PM IST

purulias prominent dance artist Hnariram Kalindi dies after long battle with health

দিল্লিতে রাইসিনা হিল থেকেও ডাক পেয়েছিলেন হরিরাম । খাস রাষ্ট্রপতি ভবনে নাচের অনুষ্ঠান করেছিলেন তিনি । জীবনে বহু পুরস্কারও পেয়েছেন । কিন্তু তাঁর অর্থকষ্ট ঘোচেনি ।

পুরুলিয়া, 14 অক্টোবর: উৎসবের মরসুমেই থেমে গেল তাঁর পায়ের ছন্দ । মারা গেলেন পুরুলিয়ার প্রখ্যাত নাটুয়া শিল্পী হরিরাম কালিন্দী । বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। কলকাতার বড় হাসপাতালে এনে তাঁর চিকিসা করানোর সাধ্য ছিল না পরিবারের । তাই পুরুলিয়া জেলা সদর হাসপাতালেই ভর্তি করা হয়েছিল । বৃহস্পতিবার সকাল 7টা নাগাদ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।

আরও পড়ুন: Suvendu Adhikari: নবমীর অঞ্জলি শুভেন্দুর, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের নিন্দা

অসুস্থতার খবর পেয়ে সম্প্রতি পুরুলিয়ার পৌর প্রশাসক নবেন্দু মাহালী, মানভূক কালচারাল অ্যাকাডেমি এবং জেলার তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রচেষ্টায় হরিরামকে দুর্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু সেখান থেকে ফেরার পর ফের অসুস্থ হয়ে পড়েন । তার জেরে তিন দিন আগে পুরুলিয়া জেলা হাসপাতালেই ভর্তি করা হয় তাঁকে । কিন্তু সেখান থেকে আর বাড়ি ফেরা হল না হরিরামের । হাসপাতাল থেকে তাঁর মরদেহ বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন নবেন্দু । হরিরামের মৃত্যুতে শোকের ছায়া এলাকায় ।

purulias prominent dance artist Hnariram Kalindi dies after long battle with health
নাটুয়া শিল্পী হরিরাম কালিন্দী প্রয়াত

আরও পড়ুন: Malda Money Recover : ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার নগদ 15 লক্ষ, 24 টি চোরাই স্মার্টফোন

পুরুলিয়ার শিল্প-সংস্কৃতি সচেতন মানুষের কাছে হরিরাম অত্যন্ত পরিচিত নাম । শিল্পী হিসেবে দিল্লিতেও সমাদর পেয়েছিলেন । তাঁর এককালের সহ-শিল্পী জগন্নাথ কালিন্দী জানিয়েছেন, সারা ক্ষণ নাচ নিয়েই মগ্ন থাকতেন হরিরাম । নাচের জন্য হোম গার্ডের চাকরির সুযোগও হাতছাড়া করেন । দিল্লিতে রাইসিনা হিল থেকেও ডাক পেয়েছিলেন । খাস রাষ্ট্রপতি ভবনে নাচের অনুষ্ঠান করেছিলেন তিনি । জীবনে বহু পুরস্কারও পেয়েছেন । কিন্তু তাঁর অর্থকষ্ট ঘোচেনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.