Parents Protest at School: বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের তালা বন্ধ করে বিক্ষোভ অভিভাবকদের

author img

By

Published : Jan 21, 2023, 10:20 PM IST

Updated : Jan 21, 2023, 10:43 PM IST

Parents Protest

শুক্রবার ছুটির পর বিদ্যালয়ের ভিতরে এক পডুয়া থাকাকালীন অবস্থায় তালা বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন বিদ্যালয় কর্তৃপক্ষ (Parents protest by lock teachers in school) ৷ তার প্রতিবাদে শনিবার শিক্ষকদের তালা বন্ধ করলেন অভিভাবকরা ৷

বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের তালা বন্ধ করে বিক্ষোভ

পুরুলিয়া, 21 জানুয়ারি: বিদ্যালয় ছুটির পর এক ছাত্র ভিতরে ছিল, সেই অবস্থাতে শুক্রবার বিদ্যালয় বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন বিদ্যালয় কর্তৃপক্ষ । পরে স্থানীয়রা তালা ভেঙে ওই ছাত্রকে উদ্ধার করেছিলেন (Parents protest in Purulia) ৷ সেই ঘটনার প্রতিবাদেই বিদ্যালয়ে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের তালা বন্ধ করে দিলেন অভিভাবকরা ৷ শনিবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বরাবাজার থানা এলাকার গোড্ডী লাঘুডী উচ্চ বিদ্যালয়ে ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ ৷ তারাও উদ্ধার কার্যে হাত লাগান ।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা (Parents protest by lock teachers in school in purulia) । অভিভাবকদের সঙ্গে তাঁরা আলোচনা করেন । প্রশাসনের তরফ থেকে আশ্বস্ত করা হয় যে আর এই ধরনের ভুল হবে না । তারপরেই তালা খোলেন অভিভাবকরা ৷ এই প্রসঙ্গেই বরা বাজার ব্লকের বিডিও মাসুদ রায়হান বলেন, "ভুলবশত একটা ঘটনা ঘটেছিল, আমি ওখানে গিয়েছিলাম আবদ্ধ থাকা ছেলেটির সঙ্গে কথা বলেছি, অভিভাবকদের সঙ্গে কথা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক আছে।" এই ঘটনায় কারো গাফিলতি থাকলে সেই বিষয়ে তদন্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি। স্কুল শিক্ষা দফতর তদন্ত করবে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভরত কিশোর মাহাতো বলেন, "একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছে । আমি গতকাল রাঁচি গিয়েছিলাম আমার ছেলের চিকিৎসা জনিত কারণে। আমি ফোনে ঘটনার কথা জানতে পারি এবং বলি দ্রুত তালা ভেঙে ছেলেটিকে উদ্ধার করতে ৷ তারপরই আজ বিদ্যালয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করে আমাদের আটকে রাখতে চান । আমি উনাদের আশ্বাস দিয়েছি যাতে আর এই ধরনের ঘটনা না-ঘটে তার জন্য আমরা সতর্ক থাকব । আসলে ছেলেটি মানসিক ভারসাম্যহীন এবং আমাদের যে গ্রুপ ডি কর্মি রুম বন্ধ করেন সে হয়তো ঠিক মত লক্ষ্য করেননি বলেই এই ঘটনা ঘটেছে ।"

আরও পড়ুন : 'স্কুলে তালা, মগজে নয়', খোলা মাঠে বিকল্প ক্লাসরুম চালু এসএফআইয়ের

যদিও এই প্রসঙ্গে বরা বাজার 2 নম্বর চক্রের বিদ্যালয় পরিদর্শক রতন সর্দার কিছু বলতে চাননি । উনার বক্তব্য, " যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে জেনে নিন ।" যদিও এই বিষয়ে প্রতিক্রিয়া নিতে পুরুলিয়া জেলা বিদ্যালয় পরিদর্শক ( মাধ্যমিক )গৌতম চন্দ্র মালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি । প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিদ্যালয় কর্তৃপক্ষেরও। বিদ্যালয় কর্তৃপক্ষ এর সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি ৷

Last Updated :Jan 21, 2023, 10:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.