Heavy Rain : টানা বৃষ্টিতে জলমগ্ন পুরুলিয়া, ভাঙল বহু কাঁচা বাড়ি

author img

By

Published : Sep 30, 2021, 10:40 PM IST

টানা বৃষ্টিতে জলমগ্ন পুরুলিয়াও, ভাঙল বহু কাঁচা বাড়ি

টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত পুরুলিয়া জেলা ৷ বহু জায়গা জলমগ্ন হয়েছে ৷ জেলায় বহু কাঁচাবাড়ি ইতিমধ্যেই পড়ে গিয়েছে ৷ কৃষিতেও ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা ৷

পুরুলিয়া, 30 সেপ্টেম্বর : সাইক্লোন গুলাবের ফলে নিম্নচাপ এবং তার ফলে বৃষ্টি চলছে গোটা রাজ্যজুড়েই ৷ বাদ যায়নি পুরুলিয়াও ৷ লাগাতার বর্ষণে এই জেলাও বিপর্যস্ত ৷ ভেঙে পড়েছে বহু কাঁচা বাড়ি ৷ চাষেও প্রভূত ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা ৷

রাজ্যের অন্যান্য জেলাগুলির মতো টানা বৃষ্টি চলছে পুরুলিয়াতেও ৷ ইতিমধ্যেই জলমগ্ন হয়েছে জেলার বহু জায়গা ৷ তাতেই ভীত আলগা হচ্ছে কাঁচা বাড়িগুলির ৷ পুরুলিয়ার শহরের বিভিন্ন জায়গা নিমটার, কেতকা, দুলমী, আসু সহিস লেনের বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার প্রচুর জল জমেছে ৷ পুরুলিয়া শহর ছাড়াও জেলার অন্যান্য থানা এলাকাতেই একই জল-যন্ত্রণার ছবি দেখা যাচ্ছে গত দু'দিন ধরে ৷ জেলার পাড়া, জয়পুর, ঝালদা, রঘুনাথপুর সর্বত্রই একই ছবি ৷

এইসব জায়গাতেই টানা বর্ষণে প্রচুর কাঁচা বাড়ি ভেঙেছে এদিন ৷ জেলায় সবজি চাষেও মারাত্মক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা ৷ তবে এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর নেই ৷ জেলায় ক্ষয়ক্ষতির হিসাব এখনই কিছু জানা যায়নি ৷ জেলাশাসক রাহুল মজুমদারকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয় ৷ কিন্তু তাঁকে পাওয়া যায়নি ৷

আরও পড়ুন : Durgapur Barrage : দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হল 2 লক্ষ কিউসেক জল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.