Kurmi Agitation Enters Fifth Day: পুরুলিয়ায় রেল রোকো আন্দোলনের 5 দিন, আজও বাতিল বহু ট্রেন

author img

By

Published : Sep 24, 2022, 10:51 AM IST

Kurmi community protesting for last five days with rail blockade in Purulia

100 ঘণ্টা পেরিয়ে গেলেও ওঠেনি রেল অবরোধ (rail blockade)। আদিবাসী সম্প্রদায়ের অবরোধের জেরে ব্যাহত ট্রেন পরিষেবা (train services affected for Kurmi agitation in West Bengal) ৷

পুরুলিয়া, 24 সেপ্টেম্বর: পুরুলিয়ায় রেল রোকো অন্দোলনের আজ পঞ্চমতম দিন (Kurmi community protesting for last five days) । টানা 100 ঘণ্টা ধরে চলছে রেল রোকো অন্দোলন । দক্ষিণ পূর্ব রেলওয়ের পুরুলিয়া-আদ্রা রেলপথের অন্তগর্ত কুস্তাউর রেল স্টেশনে লাগাতার 100 ঘণ্টা ধরে রেল অবরোধ অব্যাহত রয়েছে ।

এর জেরে সম্পূর্নভাবে বন্ধ রয়েছে দক্ষিণপূর্ব রেলওয়ের আদ্রা ডিভিসনের অন্তর্গত ট্রেন চলাচল । বাতিল হয়েছে বেশ কয়েকটি ট্রেন ৷ পাশাপাশি কয়েকটি ট্রেনের যাত্রাপথ বদল করতে হয়েছে । স্বভাবতই চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারন রেল যাত্রীরা ।

উল্লেখ্য, কুড়মি জাতিকে এসটি (ST) তালিকাভুক্ত করা, সারনা ধর্মকে স্বীকৃতি-সহ একাধিক দাবিতে ছোটনাগপূর টোটেমিক কুড়মি মাহাতো সমাজের ডাকে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশায় অনির্দিষ্টকালের জন্য রেল রোকো ও রাস্তা অবরোধের ডাক দেওয়া হয়েছে । সেই মতো মঙ্গলবার সকাল থেকে চলছে রেল ও রাস্তা অবরোধ । এরপর 100 ঘণ্টা পেরিয়ে গেলেও আন্দোলন অব্যাহত রয়েছে কুড়মি সমাজের (rail blockade in Purulia) ।

বিক্ষোভের জেরে বৃহস্পতিবার ও শুক্রবার বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল (Train Cancelled) করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ-পূর্ব রেল (South Eastern Railway) । খড়্গপুর থেকে টাটা ও চান্ডিল থেকে আসানসোল পর্যন্ত বহু ট্রেনের যাত্রাপথে বদল করা হয় ৷

আরও পড়ুন: আদিবাসী বিক্ষোভের জেরে বাতিল দক্ষিণ-পূর্ব রেলের বহু ট্রেন, দুর্ভোগে যাত্রীরা

তাঁদের অবরোধের মূল দাবি, কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্ত করা, কুড়মালি ভাষাকে স্বীকৃতি এবং সারনা ধর্মের স্বীকৃতি । এই তিন দাবিতে কুড়মি সমাজে অবরোধ কর্মসূচি জারি রয়েছে (Kurmi Agitation) ।

প্রসঙ্গত, ঝাড়গ্রাম ও ঝাড়খণ্ড সীমান্তের কুড়মি-সহ আদিবাসী সম্প্রদায়ের বিক্ষোভের আঁচ পড়ে হাওড়া শহরেও । শুক্রবার আদিবাসী সম্প্রদায়ের মানুষরা দূরদূরান্ত থেকে ট্রেনে করে হাওড়া স্টেশন এসে পৌঁছয় । তাঁরা সেখান থেকে মিছিল করে হাওড়া ব্রিজ হয়ে কলকাতা রানি রাসমণি রোডের উদ্দেশ্যে রওনা দেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.