বৃষ্টিতে হাসি ফুটেছে পুরুলিয়ার কৃষকদের

author img

By

Published : Aug 23, 2020, 11:08 PM IST

Updated : Aug 24, 2020, 7:52 PM IST

Purulia farmers

পুরুলিয়া জেলায় তেমন সেচ ব্যবস্থা না থাকায় এখনও চাতক পাখির মতোই আকাশ পানে চেয়ে থাকতে হয় চাষিদের ৷ তাই এই কয়েকদিনের নিম্নচাপের কারণে টানা বৃষ্টিকে কাজে লাগাচ্ছে জেলার ধান চাষিরা ৷

পুরুলিয়া, 22 অগাস্ট : অতি বৃষ্টি যেন পুরুলিয়ার চাষিদের কাছে আশীর্বাদ ৷ তাই টানা কয়েকদিনের বৃষ্টিতে হাসি ফুটেছে পুরুলিয়া জেলার চাষিদের মুখে ৷ নিম্নচাপের দেখা মিলতেই জমিতলা লাগানোর কাজে নেমে পড়েছেন চাষিরা৷ জমিতে বৃষ্টির জল ধরে রাখতে শুরু করেছেন ৷ জমি রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছেন তাঁরা ৷

পুরুলিয়া জেলায় তেমন সেচ ব্যবস্থা না থাকায় এখনও চাতক পাখির মতোই আকাশ পানে চেয়ে থাকতে হয় চাষিদের ৷ তাছাড়া ভৌগোলিক কারণে পুরুলিয়ার মাটিতে জল ধারণ ক্ষমতাও কম ৷ স্বাভাবিকভাবেই বৃষ্টির উপরই একমাত্র ভরসা কৃষকদের ৷ তাই পুরুলিয়া জেলায় এক ফসলা আমন ধানের চাষই হয় প্রকৃতির উপর নির্ভর করে ৷ চাষের শুরুর দিকে ভালো বৃষ্টিপাত হলেও মাঝামাঝি সময়ে তেমন নিম্নচাপের দেখা মেলেনি পুরুলিয়ার আকাশে ৷ তাই এই কয়েকদিনের নিম্নচাপের কারণে টানা বৃষ্টিকে কাজে লাগাচ্ছে জেলার ধান চাষিরা ৷ বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় ভরে উঠেছে সমস্ত পুকুর, জলাশয়, ড্যাম সহ কাঁসাই নদী ৷ ফলে এবার ধান চাষে তেমন ক্ষতির মুখে পড়তে হবে না বলে আশাবাদী পুরুলিয়া চাষি ভাইয়েরা ৷

কৃষক স্বপন কুমার মাহাত, কিসমত আনসারীরা জানান, "কয়েকদিনেই এই নিম্নচাপের ফলে টানা বৃষ্টিতে চাষের জমিতে জল দাঁড়িয়েছে ৷ আশপাশের যে কয়েকটি জলাশয় ছিল তাও জলে পরিপূর্ণ হয়ে গিয়েছে ৷ তাই এবছর আমন ধানের ফলন ভালো হবে বলে আশা করা যায় ৷ ইতিমধ্যে জমি তলা লাগানোর কাজও শেষের মুখে ৷ জমিতে বৃষ্টির জল ধরে রাখতে জমি রক্ষণাবেক্ষণের কাজও শুরু হয়েছে ৷"

বৃষ্টিতে হাসি ফুটেছে পুরুলিয়ার কৃষকদের

জেলা কৃষি আধিকারিক আশিস বন্দোপাধ্যায় জানান, "অতি বৃষ্টি সবসময় পুরুলিয়াবাসীর জন্য লাভেরই হয় ৷ এবছর জুন ও জুলাই মাসে গড় বৃষ্টিপাত হয়েছে প্রায় 500 মিলিমিটার ৷ অগাস্ট মাসেও বৃষ্টি স্বাভাবিক হয়েছে ৷ ফলে ইতিমধ্যেই 95 শতাংশ চাষযোগ্য জমিতে তলা লাগানোর কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে ৷ গতবছর আমন ধান চাষের লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছিল তিন লাখ 25 হাজার হেক্টর ৷ এবছর তা আরও ছাড়িয়ে যাবে ৷"

Last Updated :Aug 24, 2020, 7:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.