Panic in Purulia : কাশীপুর গার্লস স্কুলের আদিবাসী হস্টেলে ভূতের উপদ্রব!

author img

By

Published : Sep 7, 2022, 8:28 AM IST

Ghosts in Hostel

রাতের বেলা আচমকা কোনও মহিলার কান্নার শব্দ থেকে শুরু করে নানারকম অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে ৷ এমনই কাণ্ড কারখানায় ভূতের আতঙ্ক পুরুলিয়ার কাশীপুর গার্লস স্কুলের হস্টেলে (Students are in Panic) ৷ আসরে বিজ্ঞান মঞ্চের সদস্যরা ৷

পুরুলিয়া, 7 সেপ্টেম্বর: ভূতের ভয়! অশরীরী আত্মার উপস্থিতি, রাতে হলেই মহিলার কান্নার আওয়াজ, তার সঙ্গে কিছু অদ্ভুদ শব্দ, এমন সব দাবি তুলে স্কুলের হস্টেলের ছাত্রীরা আর হস্টেলে থাকতে চাইছে না । প্রায় সাত-আট দিন ধরে এমনই অবস্থা পুরুলিয়ার কাশীপুর গার্লস স্কুলের (Students are in Panic) ৷

জানা গিয়েছে, স্কুলের কয়েকজন ছাত্রী গত কয়েকদিন ধরেই অস্বাভাবিক আচরণ করছে ৷ ছাত্রছাত্রী এবং গ্রামবাসীদের ধারণা, স্কুলে নাকি ভূত রয়েছে! এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কে কোনও অভিভাবক ছেলেমেয়েদের স্কুলে পড়তে পাঠাচ্ছে না ৷

হস্টেল সূত্রে জানা গিয়েছে, আতঙ্ক এতটাই বেশি যে বেশ কিছুদিন ধরেই হস্টেলের পড়ুয়াদের সঙ্গে সঙ্গে কর্মীরাও সন্ধে নামার আগেই অন্যত্র ছেড়ে চলে যাচ্ছেন । কারণ অনুসন্ধান করতে গিয়ে প্রধান শিক্ষিকা মিতালী চট্টোপাধ্যায় জানতে পারেন, রাত হলেই ছাত্রীরা নানারকম কাণ্ডকারখানার সম্মুখীন হচ্ছে । যেমন রাতের বেলা আচমকা কোনও মহিলার কান্নার শব্দ, নানারকম অদ্ভুত আওয়াজ পাওয়া যাচ্ছে ৷ কিন্তু সেই আওয়াজের উৎস কোথায় তা কেউ বুঝতে পারছে না ৷ ফলে পড়ুয়ারা আর হস্টেলে থাকার সাহসই পাচ্ছে না ।

পুরুলিয়ার কাশীপুর গার্লস স্কুলের হস্টেলে ভূতের উপদ্রব

আরও পড়ুন: ভূতের ভয় ! পঠনপাঠন বন্ধ পুরুলিয়ার স্কুলে

এমন অবস্থা দেখে এরপরই স্কুলের প্রধান শিক্ষিকা মিতালী চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের (Paschim Banga Vigyam Mancha) পুরুলিয়া শাখার সঙ্গে যোগাযোগ করেন । ঘটনাটি জানার পরই বিজ্ঞান কেন্দ্রের সম্পাদিকা কস্তুরী মুখোপাধ্যায় পুরুলিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীসহ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া শাখার সম্পাদক ডা নয়ন মুখোপাধ্যায় একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেন ৷ সেখানেই ছাত্রছাত্রীদের ভীতি দূর করেন ।

উপস্থিত প্রায় হাজারখানেক ছাত্রীদের সামনে নয়ন মুখোপাধ্যায় এই ভয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মানুষের হ্যালুসিনেসন বা ভ্রম কেন হয় তা বর্ণনা করেন । অশরীরী বা ভূত বলে যে কিছু হয় না, তার বৈজ্ঞানিক কারণও তিনি ছাত্রীদের সামনে তুলে ধরেন । জানা যায়, যে সমস্ত ছাত্রছাত্রী হস্টেলের মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ করেছিল তাদের সঙ্গেও কথা বলা হয়েছে ৷ অস্বাভাবিক কোনও আচরণ দেখলে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে ৷ তবে এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷ সেই আতঙ্ক দূর করার চেষ্টাই করছেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.