Purulia : পুরুলিয়ার থানায় শিশুদের জন্য ‘চাইল্ড ফ্রেন্ডলি কর্নার’

author img

By

Published : Aug 26, 2021, 7:55 PM IST

child friendly corner at purulia police station

পুরুলিয়া মফঃস্বল থানায় তৈরি হল ‘চাইল্ড ফ্রেন্ডলি কর্নার’ ৷ থানায় আসা শিশুদের স্বস্তি দিতেই এই উদ্যোগ ৷ থানা চত্বরেই সাজিয়ে তোলা হয়েছে একটি ঘর ৷ তাতে রয়েছে শিশুদের ভাল লাগার নানা ব্যবস্থা ৷

পুরুলিয়া, 26 অগস্ট : কারও পরিবারের সদস্যরা জড়িয়ে পড়েন অপরাধের সঙ্গে ৷ কেউ বা আবার অত্য়াচারিত হয়ে, নানা হাত ঘুরে পৌঁছান থানায় ৷ নানা কারণে নানা সময় থানায় আসে শিশুরা ৷ কিন্তু, থানার পরিবেশের সঙ্গে তাদের অধিকাংশই মানিয়ে নিতে পারে না ৷ উর্দি পরা বড়সড় চেহারা, হাতে পেল্লায় বন্দুক দেখে ভয় পায় অনেকেই ৷ এবার সেই শিশুদের কথা ভেবেই বিশেষ উদ্যোগ নিল পুরুলিয়া মফঃস্বল থানা ৷ বাচ্চাদের জন্য থানা চত্বরেই মধ্যেই তৈরি হল ‘চাইল্ড ফ্রেন্ডলি কর্নার’ ৷

আরও পড়ুন : রামপুরহাটে ভিখারি-ভবঘুরেদের অন্নদাতা পুলিশ

এক কামরার একটা আলাদা বাড়ির মতো দেখতে এই চাইল্ড ফ্রেন্ডলি কর্নারের রং নীল-সাদা ৷ তার গায়ে আঁকা রয়েছে মোটু-পাতলু, ছোটা ভিম, মিকি মাউস ৷ সেই ঘরের ভিতরের দেওয়ালও সুন্দর করে সাজানো ৷ বাংলা ও ইংরাজি বর্ণমালা থেকে শিশু সুরক্ষায় পুলিশের আপদকালীন ফোন নম্বর, দেওয়ালে আঁকা রয়েছে সবকিছুই ৷ রয়েছে রঙিন পর্দা, রং-বেরঙের চেয়ার, খেলনা, আরও কত কী !

child friendly corner at purulia police station
চাইল্ড ফ্রেন্ডলি কর্নারের ভিতরের ছবি ৷

আরও পড়ুন : করোনায় পাশে আছে পুলিশ...

পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পুরুলিয়া জেলা সম্পাদক মধুসুদন মাহাত ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এটা খুবই ভাল পদক্ষেপ ৷ তবে মহিলাদের অভিযোগ নেওয়ার জন্য থানাগুলিতে একটি করে মহিলাদের দ্বারা পরিচালিত অভিযোগ গ্রহণ কেন্দ্র থাকা দরকার ৷ কারণ, অনেক সময়েই মহিলারা তাঁদের শারীরিক নির্যাতনের কথা পুরুষ পুলিশ কর্মীদের কাছে বলতে সংকোচ বোধ করেন ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.