Digha tourism : দিঘায় যাবেন ? থাকতে হবে টিকাকরণের শংসাপত্র কিংবা করোনা নেগেটিভ রিপোর্ট

author img

By

Published : Jul 12, 2021, 7:41 PM IST

vaccination certificate or covid negative report must to enter Digha

দিঘায় ঢোকার ক্ষেত্রে জারি নয়া নির্দেশিকা ৷ এবার থেকে কোভিডের টিকা না নিলে অথবা করোনা নেগেটিভ শংসাপত্র সঙ্গে না থাকলে আর দিঘায় ঢোকা যাবে না ৷ সোমবার এই নির্দেশিকা জারি করেছেন কাঁথির মহকুমাশাসক আদিত্য বিক্রম মোহন হিরানি।

দিঘা, 12 জুলাই : কোভিডের টিকা না নিলে অথবা করোনা নেগেটিভ শংসাপত্র সঙ্গে না থাকলে আর দিঘায় ঢোকা যাবে না ৷ সোমবার পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা প্রশাসনের তরফ থেকে জারি করা হয়েছে এমনই নির্দেশিকা ৷ তাতে লেখা রয়েছে, পর্যটকরা দিঘায় এলে হোটেলে ঢোকার আগেই টিকাকরণের (দু’টি ডোজ) শংসাপত্র দেখাতে হবে ৷ যাঁদের সেই শংসাপত্র নেই বা টিকাকরণ হয়নি, তাঁদের ক্ষেত্রে আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক ৷ দিঘায় ঢোকার সর্বাধিক 48 ঘণ্টা আগে সংশ্লিষ্ট পর্যটককে আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে ৷ এদিন এই নির্দেশিকা জারি করেছেন কাঁথির মহকুমাশাসক আদিত্য বিক্রম মোহন হিরানি।

আরও পড়ুন : Sikkim Tourism : করোনা টিকার একটি ডোজ নিয়েই ঢোকা যাবে সিকিমে

করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা স্তিমিত হতেই করোনা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছে ৷ আর তখন থেকেই ভিড় বাড়ছে দিঘার সৈকতে ৷ অভিযোগ, পর্যটকদের অধিকাংশই করোনাবিধি মানছেন না ৷ এটা জানার পরই এই বিষয়ে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেয় মহকুমা প্রশাসন ৷ তার জেরেই জারি করা হয় নয়া নির্দেশিকা ৷ প্রসঙ্গত, গত সপ্তাহেই পর্যটকদের ঘোরাঘুরির ক্ষেত্রে বিধিনিষেধ কঠোর করার পক্ষে সওয়াল করেছিলেন রামনগর-1 ব্লকের বিডিও বিষ্ণুপদ রায় ৷

vaccination certificate or covid negative report must to enter Digha
মহকুমাশাসকের জারি করা নয়া নির্দেশিকা ৷

আরও পড়ুন : করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্ষতির মুখে পর্যটন ব্যবসা, সাহায্যের আবেদন রাজ্য সরকারের কাছে

এদিকে, সোমবার সকাল থেকেই দিঘার আকাশ ছিল মেঘলা ৷ পূবালী বাতাসের সঙ্গে শুরু হয়েছে হালকা ঝিরঝিরে বৃষ্টি ৷ সমুদ্রে হালকা জলোচ্ছ্বাসও হচ্ছে ৷ আর এই জলোচ্ছ্বাস দেখার জন্যই দিঘায় ভিড় জমাতে শুরু করেছেন ভ্রমণপিপাসুরা ৷ ভিড় জমছে তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর, উদয়পুর, চাঁদপুর-সহ সমুদ্র উপকূলবর্তী অন্য পর্যটনকেন্দ্রগুলিতেও ৷ আর তাতেই বাড়ছে করোনার সংক্রমণের আশঙ্কা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.