TMC Inner Clash: গোষ্ঠীকোন্দলের জেরেই কি পুড়ল দলীয় কার্যালয়? তদন্তে পুলিশ

author img

By

Published : Jan 19, 2023, 4:51 PM IST

TMC Inner Clash

গোষ্ঠীকোন্দলের জেরেই কি তৃণমূলের দলীয় কার্যালয় পুড়ল? গতকাল গভীর রাতে একদল দুষ্কৃতীরা তৃণমূলের দলীয় কার্যালয় পুড়িয়ে দেয় ৷ শাসকদল তৃণমূল (TMC) বলছে, এটি সিপিএম ও বিজেপির কাজ ৷ পালটা বিরোধীদের কথা এটা দলের গোষ্ঠীকোন্দল ৷

গোষ্ঠীকোন্দলের জেরেই কি পুড়ল দলীয় কার্যালয়

পাঁশকুড়া, 19 জানুয়ারি: গতকাল গভীর রাতে একদল দুষ্কৃতীরা তৃণমূলের দলীয় কার্যালয় পুড়িয়ে দেয়। শাসকদল তৃণমূলের অভিযোগ সিপিএম (CPM) ও বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে বিজেপি (BJP)। বিজেপির অভিযোগ এটা দলীয় কোন্দলের ফল। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার মঙ্গল দাঁড়িতে ৷

সূত্রের খবর, কয়েকদিন আগেই ঘটা করে এই দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছিল। তার কয়েক দিনের মধ্যেই এইরকমভাবে রাতের অন্ধকারে ওই কার্যালয় পুড়িয়ে দেওয়া হল ৷ এঘটনা কিছুতেই মেনে নিতে পারছেন না তৃণমূলের কর্মী-সমর্থকরা। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, পাঁশকুড়া ব্লকের সুজিত রায় ব্লক সভাপতি হওয়ার পরে এই কার্যালয় তৈরি করেছিলেন। আর এই এলাকায় বেশ কিছু তৃণমূলের কর্মী-সমর্থকরা এই সুজিত রায়কে সভাপতি হিসেবে মেনে নিতে পারেননি। তাই এই নিয়ে দলের ভিতরে বহু ক্ষোভ রয়েছে।

তাহলে কি দলীয় কার্যালয় পোড়ানোর পিছনে তৃণমূলের একাংশের হাত রয়েছে ? নাকি, সিপিএম বা বিজেপি বা অন্য কোনও রাজনৈতিক দল এই ঘটনা ঘটিয়েছে ৷ ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের তদন্তের পর জানা যাবে দলীয় কার্যালয় কারা পুড়িয়ছে। যদিও এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা শেখ ওয়াজ উদ্দিন আলি (এনামুল) বলেন, "গতকাল আমাদের ব্লক সভাপতি সুজিত রায় দিদির সুরক্ষা কবচের কাজ করছিলেন ৷ দিদির দূত হিসাবে, এলাকার বিভিন্ন উন্নয়নে কাজে ব্যস্ত তিনি। উনি চলে যাওয়ার পর আমরা দলীয় কার্যালয় বন্ধ করে বাড়ি চলে আসি। তার কিছুক্ষণ পর খবর পাই আমাদের দলীয় কার্যালয় পুড়ছে। আমি তড়িঘড়ি গিয়ে দেখি পাশের বেশ কয়েকজন লোকজন বালতিতে জল নিয়ে আগুন নেভাচ্ছেন ৷"

আরও পড়ুন: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, বোমাবাজিতে কবজি উড়ল কর্মীর ! নেতা বললেন, 'ছোট্ট ঘটনা'

তিনি আরও বলেন, "আমি তড়িঘড়ি পাঁশকুড়া থানায় ফোন করে জানায়। পাঁশকুড়া থানা দমকল বিভাগে খবর দেয়। পাঁশকুড়া থানার পুলিশ ও দমকল বিভাগ এসে আগুন নেভানোর কাজ করে। সুজিত রায় যেদিন থেকে পাঁশকুড়া ব্লকের সভাপতি হয়েছেন, সেইথেকেই দলীয় লোকরাও তাঁকে মানতে পারছেন না। যারা মানতে পারছেন তারাই কি এই কাজ ঘটিয়ছে, তা জানি না ৷ আমাদের দাবি, এই কাজ সিপিএম বা বিজেপির লোকেরা করেছে। যদিও এই বিষয়ে বিজেপি নেতা দেবব্রত পট্টনায়ক বলেন, "দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির নয়। তৃণমূলের দলীয় কার্যালয় পুড়িয়ে আমাদের কোনও লাভ হবে না। এটা আসলে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফল। কারণ, দিদির দূত কুণাল ঘোষ এই এলাকায় যখন এসেছিলেন। বারে বারে দলীয় কর্মীদের কাছে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। এই কাজ তৃণমূলের নিজেদের ভিতরে। অকারণেই বিজেপিকে দোষ দিচ্ছে। পুলিশ তদন্ত করুক। তাহলেই প্রকৃত ঘটনা জানা যাবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.