Suvendu Adhikari: কীভাবে সাইজ করতে হয় আমি জানি, নন্দীগ্রামে হুঁশিয়ারি শুভেন্দুর

author img

By

Published : Sep 22, 2022, 7:31 PM IST

Updated : Sep 22, 2022, 8:13 PM IST

Suvendu Adhikari slams State Govt at Nandigram

কীভাবে সাইজ করতে হয় আমি জানি ৷ ভালো ভাবে সাইজ করে দেব ৷ নন্দীগ্রামে শাসকদলকে বিঁধতে গিয়ে এ ভাবেই হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷

নন্দীগ্রাম, 22 সেপ্টেম্বর: 11 জন গুন্ডা এখন ভেতরে আছে ৷ বাকি নেতাদের আমি সাইজ করে দেব ৷ কীভাবে সাইজ করতে হয় আমি জানি ৷ এ বার ভালোভাবে সাইজ করে দেব ৷ নন্দীগ্রামে (Nandigram) এই ভাষাতেই দুর্নীতি প্রশ্নে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷

নন্দীগ্রাম ভূমি রক্ষা আন্দোলনের 'শহীদ'দের শ্রদ্ধা জানাতে এ দিন শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর জেলায় নিজের বিধানসভা এলাকা নন্দীগ্রামের সোনাচূড়ায় যান । 2007 সালে আজকের দিনে আততায়ীর গুলিতে খুন হন নন্দীগ্রাম ভূমি রক্ষা আন্দোলনের অন্যতম কাণ্ডারী নিশিকান্ত মণ্ডল । স্মরণসভায় গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারকে একহাত নেন বিরোধী দলনেতা ৷

এ দিন শুভেন্দু বলেন, "নিশিকান্ত মণ্ডলের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের কয়েক দশক ধরে সম্পর্ক আছে । নন্দীগ্রামের লোক না থাকলে তিনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন । আর মুখ্যমন্ত্রী হওয়া যেত না ।" বিজেপি কর্মীদের সাহস জুগিয়ে বিরোধী দলনেতা বলেন, "আমরা এখন বিরোধী দল, তাই আমরা মামলা খেতে জানি । একদিন আসল সূর্য উদয় হবে । সেদিনই নিশিকান্ত মণ্ডলের স্বপ্নপূরণ হবে । মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্য চালাতে চান, সেই ভাবে সেই স্টাইলে তো বিচারব্যবস্থা চলবে না ! ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারের আবেদন খারিজকে স্বাগত জানাচ্ছি । আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পর প্রথম বছর যেভাবে নেচেছে, এখন তাঁর দেখা নেই । 11জন গুন্ডা এখন ভেতরে রয়েছে । বাকিদের কীভাবে সাইজ করতে হয় সেটা আমি জানি । সেটা আমি করে দেব ।"

কীভাবে সাইজ করতে হয় আমি জানি, নন্দীগ্রামে হুঁশিয়ারি শুভেন্দুর

আরও পড়ুন: সিবিআই-ইডি কান্ট টাচ মি, অভিনব পঞ্জাবিতে শুভেন্দুকে বিঁধলেন ইদ্রিস

এ দিন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট তথা তৃণমূল নেতা শেখ সুফিয়ানের তীব্র সমালোচনা করেন বিরোধী দলনেতা । তিনি বলেন, "নন্দীগ্রামের মানুষ না থাকলে শুভেন্দু অধিকারীকে কেউ চিনতো না । উনি হচ্ছেন লোডশেডিং এমএলএ । যদি জিতেছেন, তাহলে পুনর্গণনাতে এত ভয় কিসের ?"

Last Updated :Sep 22, 2022, 8:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.