Bombing in BJP Rally: বিস্ফোরণের প্রতিবাদে বিজেপির মিছিলে বোমাবাজি, আহত বিধায়ক-সহ 7

author img

By

Published : May 18, 2023, 7:56 PM IST

Updated : May 18, 2023, 9:43 PM IST

Bombing in BJP Rally

এগরা বিস্ফোরণের প্রতিবাদে মিছিল বের করেছিল বিজেপি । নেতৃত্বে ছিলেন ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি । সেই মিছিলেই চলল বোমাবাজি । আহত বিধায়ক-সহ 7 জন ।

বিস্ফোরণের প্রতিবাদে বিজেপির মিছিলে বোমাবাজি

ভগবানপুর, 18 মে: সামনেই পঞ্চায়েত ভোট । তার আগেই রাজ্যের একের পর এক ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াচ্ছে রাজ্যে । এবার বিজেপির মিছিলে বোমাবাজি । আহত বিধায়ক-সহ 7 জন । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার পাউসি এলাকায় । বৃহস্পতিবার ভগবানপুরের বিজেপির বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির নেতৃত্বে খাদিকুলে ভানু বাগের কারখানার বাজি বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে নিজের এলাকায় একটি মিছিল বের করেন । অভিযোগ সেই মিছিলে লক্ষ্য করে তৃণমূলের লোকেরা বোমাবাজি করে । যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শাসকদল ।

রাজ্যে ক্রমাগত বাড়তে থাকা সন্ত্রাস ও এগরাতে বোমাবাজি বিস্ফোরণের ঘটনায় প্রতিবাদে রবীন্দ্রনাথ মাইতির নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় আজ বিকেলে । সেই সভা চলাকালীনই শুরু হয় ইটবৃষ্টি, বোমাবাজি । গুলিও চলে । বিজেপির অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা বোমাবাজি করেছে । ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় ।

তৃণমূলের অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির দেহরক্ষী গুলি চালায় । সিআইএসএফ-এর গুলি চালানোর ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । যদিও বিধায়কের দেহরক্ষীর গুলি চালানোর ছবির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । সেই গুলির আঘাতে আহত হন এক তৃণমূল কর্মী বিমলকৃষ্ণ দাস । অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধেও গুলি চালানোর অভিয়োগ উঠেছে । বিজেপির মণ্ডল যুব মোর্চার সভাপতি গোবিন্দ দাস তৃণমূলের ছোঁড়া গুলির আঘাতে আহত হয়েছেন বলে অভিযোগ । তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

আহত রবীন্দ্রনাথ মাইতির অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়েছে মমতা বন্দ্যাপাধ্যায়ের পুলিশ । মহিলা কর্মীদের হেনস্তা করা হয়েছে বলেও জানান তিনি । অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি শাসকদলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন । তিনি জানান, এই নোংরা রাজনীতিতে তারা বিশ্বাস করেন না ।

আরও পড়ুন: একদিনের জন্য হলেও জনসংযোগ যাত্রা থামিয়ে তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত অভিষেক

Last Updated :May 18, 2023, 9:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.