Ferry Service: ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ নন্দীগ্রাম-হলদিয়া ফেরিঘাটে, বিপাকে সাধারণ যাত্রীরা

author img

By

Published : Oct 1, 2022, 6:43 PM IST

Protest against fare hike at Nandigram Haldia Ferry Ghat

বাড়তি ভাড়ার প্রতিবাদে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা (Ferry Service) ৷ ঘটনাটি নন্দীগ্রাম-হলদিয়া ফেরিঘাটের ৷ 2 টাকা করে ভাড়া বাড়ানো হয়েছে বলে অভিযোগ ৷ ফেরিঘাট কর্তৃপক্ষের দাবি, আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

নন্দীগ্রাম, 1 অক্টোবর: মহাষষ্ঠীর সকালে নন্দীগ্রাম-হলদিয়া ফেরিঘাটে ভাড়া বৃদ্ধির প্রতিবাদ বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা (Local people) ৷ এর জেরে ফেরি বন্ধ করে আন্দোলন শুরু করতে থাকে তারা । ফেরি পরিষেবা বন্ধ হওয়ায় সকাল থেকেই উত্তেজনা ছড়ায় এলাকায় ।

বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে ফেরি পরিষেবায় । যাত্রী পিছু 2 টাকা করে ভাড়া বাড়ানো হয়েছে বলে অভিযোগ । বেড়েছে মোটরসাইকেল-সহ নানা পরিবহণের ভাড়াও । তার প্রতিবাদেই ফেরিঘাটের গেট বন্ধ করে আন্দোলন করে স্থানীয়রা । সকাল 7টা থেকে চলে সেই আন্দোলন (Protest against fare hike at Nandigram-Haldia Ferry Ghat) ।

বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে পাশে দাঁড়ান তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল চেয়ারম্যান পীযূষ ভূঁইয়া । আর ফেরি চলাচল বন্ধ থাকায় সমস্যায় পড়ে ঘাটের দুই পারের বাসিন্দারা । হলদি নদীর উপর এই ফেরি পরিষেবার দায়িত্বে রয়েছে হলদিয়া পৌরসভা । তারা একটি সংস্থাকে লিজে দিয়েছে । ফেরিঘাটের ইজারাপ্রাপ্ত সেই কর্তৃপক্ষের দাবি, পৌরসভার অনুমতি নিয়েই ভাড়া বাড়ানো হয়েছে। তারপরও বিক্ষোভ করা হচ্ছে ৷

বিক্ষোভকারীদের বক্তব্য, দেড় মাস আগে ভাড়া বাড়ানোর একটা প্রক্রিয়া শুরু হয়েছিল । তখন পৌরসভা বিষয়টি থেকে পিছু হঠে । বিক্ষোভকারীরা জানান, সে সময় বলা হয়েছিল নন্দীগ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলেই ভাড়া ঠিক করা হবে । কিন্তু সেই আশ্বাস বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ ।

ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ নন্দীগ্রাম-হলদিয়া ফেরিঘাটে

আরও অভিযোগ, কথাবার্তা কিছু না বলেই আজ সকাল থেকেই বর্ধিত ভাড়া নেওয়া শুরু হয় । ভাড়ার তালিকাও তৈরি করে দেওয়া হয়েছে । তারই প্রতিবাদে নন্দীগ্রামের কেন্দামারী ফেরিঘাট থেকে আন্দোলন শুরু হয় । শাসকদলের একাধিক নেতার বক্তব্য, আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল । এরপরই প্রশাসনিক স্তরে দফায় দফায় আলোচনা চলে । পুলিশ এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে । এখনও কোনও সমস্যার সমাধান হয়নি (Ferry Service) ।

আরও পড়ুন: ঘুমন্ত অবস্থায় নাবালিকার রহস্য মৃত্যু, উত্তেজনা মেমারিতে

প্রসঙ্গত, কিছুদিন আগে এসবিএসটিসি-র অস্থায়ী কর্মীদের আন্দোলনের জেরে তীব্র সমস্যায় পড়তে হয়েছিল সাধারণ মানুষকে । এবারে ভাড়া বৃদ্ধির কারণে ভুগতে হবে এলাকাবাসিন্দাদের বলে আশঙ্খা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.