Cooperative Election Clash: নন্দীগ্রামে সমবায় সমিতির ভোটে অশান্তিতে গ্রেফতার 3 বিজেপি কর্মী

author img

By

Published : Sep 19, 2022, 3:54 PM IST

Nandigram Police arrests 3 BJP workers in Cooperative Election clash

সমবায় সমিতির ভোটে অশান্তিতে (Cooperative Election clash) 3 জন বিজেপি কর্মীকে গ্রেফতার করল নন্দীগ্রাম থানার পুলিশ (Nandigram)৷ একের পর এক ভোটে হারের জ্বালা সহ্য করতে না পেরে বিজেপি কর্মী সমর্থকদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷

নন্দীগ্রাম, 19 সেপ্টেম্বর: নন্দীগ্রাম-এক ব্লকে ভেকুটিয়া অঞ্চলে সমবায় সমিতির নির্বাচনে (Cooperative Election clash) তৃণমূল নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার হলেন তিনজন বিজেপি কর্মী ৷ আজ তাঁদের গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ (BJP workers arrested)।

একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে জয় আসেনি শাসকদলের ৷ দেড় বছর পরেও সেই জয়ের ধারা ধরে রাখে বিজেপি ৷ রবিবার নন্দীগ্রাম-1 ব্লকের ভেকুটিয়া সমবায় সমিতির নির্বাচনেও গো-হারান হারতে হয়েছে তৃণমূলকে ৷ অভিযোগ, হারের বদলা নিতে ফল প্রকাশের রাতেই নন্দীগ্রাম জুড়ে শুরু হয়েছে পুলিশি তাণ্ডব ৷ রবিবারের গোলমালের ঘটনায় পুলিশ যে তিন বিজেপি কর্মী সমর্থককে গ্রেফতার করেছে তাঁরা ঘটনার সঙ্গে কোনওভাবে যুক্ত নয় বলে দাবি গেরুয়া শিবিরের ৷

বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পাল বলেন, "নন্দীগ্রামে বারবার হারের বদলা নিতে তৃণমূল অবশেষে বিজেপি কর্মীদের পুলিশ দিয়ে গ্রেফতার করতে শুরু করেছে । পুলিশ এখন দলদাস থেকে কৃতদাসে পরিণত হয়েছে । তাই সমবায়ে তৃণমূলের হারের বদলা নিতে পিসি-ভাইপোর চাকরগিরি করছে পুলিশ । বিজেপি কর্মী সমর্থকদের মিথ্যা মামলায় গ্রেফতার করেছে ৷" মানুষকে সঙ্গে নিয়েই পালটা প্রতিরোধেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনে জয়ী বিজেপি

যদিও বিজেপির আনা অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল ৷ একই মত পুলিশেরও ৷ রবিবার সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয় নন্দীগ্রাম 1 ব্লকের ভেকুটিয়াতে । নির্বাচনে 12 আসনের ভেকুটিয়া সমবায় সমিতিটি হাতছাড়া হয় শাসকদলের ৷ তৃণমূল নেতা মধু বেরাকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে । রক্তাক্ত মধু বেরাকে নন্দীগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় । রাতেই নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তৃণমূল নেতার পরিবারের সদস্যরা ।

সমবায় সমিতির ভোটে অশান্তিতে গ্রেফতার 3 বিজেপি কর্মী

অভিযোগ পেয়েই সক্রিয় হয় নন্দীগ্রাম থানার পুলিশ । রাতভর অভিযান চালিয়ে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিনজন বিজেপি কর্মী-সমর্থককে গ্রেফতার করে পুলিশ । যদিও গ্রেফতার হওয়া বিজেপি সমর্থক বাপ্পাদিত্য পণ্ডার দাবি, "ঘটনার সময় আমরা ওখানে ছিলামই না । অনেকটাই দূরে ছিলাম । বিজেপি করি বলে পুলিশ আমাদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছে ৷" যদিও তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান পীযূষকান্তি ভূঁইয়া বলেন, পুলিশ সঠিক পদক্ষেপ করেছে ৷ আসল অপরাধীদের গ্রেফতার করেছে ৷ তাই ওরা মিথ্যে কুৎসা করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.