TMC on Sisir: তৃণমূলের বিষয় নয়, লোকসভার প্রিভিলেজ কমিটি চিঠি দিয়েছে, শিশির প্রসঙ্গে মত উত্তম বারিকের

author img

By

Published : Sep 27, 2022, 4:39 PM IST

Updated : Sep 27, 2022, 5:48 PM IST

lok-sabha-privilege-committee-issued-letter-tmc-on-sisir-adhikari

প্রিভিলেজ কমিটির চিঠি না পেয়ে থাকলে খুব শীঘ্রই তা পেয়ে যাবেন শিশির অধিকারী (TMC on Sisir) ৷ এমনটাই জানালেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক ৷ শিশির অধিকারীর সাংসদ পদ খারিজ নিয়ে তৃণমূলের আবেদনের প্রেক্ষিতে শিশির অধিকারীকে লোকসভার প্রিভিলেজ কমিটি চিঠি পাঠিয়েছে বলে সূত্রের খবর (Lok Sabha Privilege Committee Issued Letter) ৷

কাঁথি, 27 সেপ্টেম্বর: শোনা যাচ্ছে তৃণমূলের সংসদীয় দলের আবেদনে লোকসভার প্রিভিলেজ কমিটি কাঁথি লোকসভার সাংসদ শিশির অধিকারীকে চিঠি পাঠিয়ে তলব করেছে (Lok Sabha Privilege Committee Issued Letter) ৷ কিন্তু, চিঠির বিষয়টি অস্বীকার করেছেন খোদ শিশির অধিকারী (Sisir Adhikari) ৷ পাল্টা অভিযোগ করেছেন, পুরো বিষয়টি তৃণমূলের পার্টি অফিস থেকে রটানো হচ্ছে ৷ যা নিয়ে এ বার শিশির অধিকারীকে একহাত নিলেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক ৷ বললেন, প্রিভিলেজ কমিটির চিঠি না পেয়ে থাকলে, তিনি খুব শীঘ্রই তা পেয়ে যাবেন ৷ আর একজন অভিজ্ঞ সাংসদ হিসাবে, তিনি জানেন তারপর কী করতে হবে ৷

প্রসঙ্গত, 2021 বিধানসভা ভোটের আগে থেকে শিশির অধিকারীকে বিজেপির মঞ্চে দেখা গিয়েছে ৷ এমনকি ছেলে শুভেন্দু অধিকারীর হয়ে বারবার রাজ্যের শাসকদলের বিরুদ্ধে গিয়ে কথা বলেছেন ৷ যা নিয়ে শিশির অধিকারী কোন দলে অবস্থান করছেন, তা স্পষ্ট করতে বলা হয় তৃণমূলের তরফে ৷ এমন কথাও শোনা যায়, তিনি বিজেপিতে যোগ দিয়েছেন ৷ কিন্তু পুরো বিষয়টি নিয়ে কোনওদিনই নিজের অবস্থান স্পষ্ট করেননি তৃণমূলের টিকিটে কাঁথি লোকসভা থেকে জয়ী শিশির অধিকারী ৷

এই পরিস্থিতিতে রাজ্য় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাবা শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের আবেদন জানানো হয় তৃণমূলের সংসদীয় কমিটির তরফে ৷ তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষ ওম বিড়লার কাছে শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের আবেদন জানান ৷ সূত্রের খবর, শিশির অধিকারী কোন দলে অবস্থান করছেন, তা জানতে চেয়ে প্রিভিলেজ কমিটির তরফে তাঁকে একটি চিঠি পাঠানো হয়েছে ৷ যেখানে প্রিভিলেজ কমিটির সামনে হাজির হয়ে, তাঁকে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে হবে ৷

লোকসভার প্রিভিলেজ কমিটি চিঠি দিয়েছে, শিশির প্রসঙ্গে উত্তম বারিক

আরও পড়ুন: শিশিরের রাজনৈতিক অবস্থান কী? স্পষ্ট করলেন সুকান্ত

কিন্তু শিশির অধিকারীর দাবি, তিনি কোনও চিঠি পাননি ৷ পুরোটাই তৃণমূলের পার্টি অফিসের রটানো ৷ যা নিয়ে এ দিন পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিক (Uttam Barik) জানিয়েছেন, ‘‘শিশিরবাবু যা খুশি বলতে পারেন ৷ কিন্তু সংসদীয় আইন অনুযায়ী প্রিভিলেজ কমিটি চিঠি পাঠায় ৷ আর তিনি তা না পেয়ে থাকলে, খুব শীঘ্রই তাঁর কাছে সেই চিঠি পৌঁছে যাবে ৷ আর একজন সাংসদ হিসাবে তাঁর দায়িত্ব প্রিভিলেজ কমিটির সামনে নিজের অবস্থান স্পষ্ট করা ৷’’

Last Updated :Sep 27, 2022, 5:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.