chandrakona dhaki : মায়ের কৃপায় শেষ মুহূর্তে হয়তো আসবে ডাক, আশায় চন্দ্রকোণার ঢাকিরা

author img

By

Published : Sep 26, 2021, 6:48 PM IST

Updated : Sep 26, 2021, 9:24 PM IST

chandrakona dhaki

করোনা আবহে বায়না হয়নি, তবুও শেষ মুহূর্তে যদি আসে ডাক ! আশায় বুক বাঁধছেন চন্দ্রকোণার ঢাকিরা ৷

চন্দ্রকোনা, 26 সেপ্টেম্বর : পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণার সানকিয়া দাসপাড়া । এখানেই বসবাস ৫৫-৬০টি পরিবারের । মূলত ঢাক বাজিয়েই রোজগার হয় এই পরিবারগুলির । তা থেকেই চলে সংসার।

কিন্তু গত দেড় দু'বছর করোনার জেরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বিধিনিষেধ জারি রয়েছে, কমে গিয়েছে বিভিন্ন পুজোর আয়োজনের বহরও । আর এতেই সংকটে পড়েছে চন্দ্রকোনার সানকিয়া দাসপাড়ার এই ঢাকি পরিবারগুলি । শুধু সানকিয়া গ্রামই নই, চন্দ্রকোণার কোচগেড়্যা-সহ আরও কয়েকটি গ্রামে ঢাকিদের বসবাস। বছরের এই একটা সময় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর দিকে তাকিয়ে থাকেন ঢাকিরা । কেননা পুজোর সময় তাঁরা পাড়ি দেন কলকাতায় । আসে বিভিন্ন পুজো থেকে ঢাক বাজানোর ডাক ৷

আরও পড়ুন : DurgaPuja : শরিক বিবাদে জৌলুসহীন 405 বছরের চিড়িমারসাই নন্দীবাড়ির পুজো

এই গ্রামে বর্তমানে ৫৫ জনের উপর ঢাকি রয়েছেন । সংখ্যাটা করোনার আগে আরও বেশি ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা অনেকটাই কমে এসেছে। অনেকেই অন্য পেশা বেছে নিয়েছেন বা ভিনরাজ্যে কাজের সন্ধানে চলে গিয়েছেন । প্রতিবছর পুজোর সময় কলকাতা থেকে ডাক পেয়ে গ্রামের ঢাকিরা ব্যাগপত্র নিয়ে বাসে করে পাড়ি দেন কলকাতায় । সকলে একসঙ্গে দল বেঁধে বাড়ি ছাড়েন ৷ সেখান থেকে চার পাঁচ জনে ভাগ হয়ে কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপে পৌঁছে যান তাঁরা ঢাক বাজাতে । ৮-১০ দিন পর বাড়ি ফেরেন । অর্থ উপার্জনের পাশাপাশি উপরি পাওনা হয় নতুন পোশাক, চাল-সহ অন্যান্য উপকরণ ।

পুজোয় বায়নার অপেক্ষায় চন্দ্রকোণার ঢাকিরা

কিন্তু গতবছর করোনা পরিস্থিতির জেরে পুজোয় ডাক পাননি সানকিয়া গ্রামের ঢাকিরা । এবছরে ডাক আসবে নাকি আগের বছরের মতোই অবস্থা হবে, তা নিয়ে ঘোর দুশ্চিন্তায় সানকিয়া গ্রামের ঢাকি অনিল, অরুণ, তপন, কচি রুইদাসের মতো আরও অনেকেই । তার উপর এঁদের কারও করোনা টিকাকরণ হয়েছে, আবার অনেকেরই হয়নি । ঢাকিরা জানিয়েছেন, আগের বছর তাঁরা ডাক পাননি। তবে এ বছর তাঁদের কলকাতায় যাওয়ার ইচ্ছা রয়েছে, তাই প্রস্তুতিও চলছে । তবে ডাক এখনও আসেনি ৷ তাঁদের আশা, মায়ের কৃপায় এবার হয়তো তাঁরা কলকাতার পুজো থেকে ডাক পাবেন ৷

ঢাকিরা জানিয়েছেন, তাঁদের এলাকায় সেভাবে বড় পুজো হয় না । বাজেটও কম ৷ তাই স্থানীয় পুজোয় ঢাক বাজিয়ে তেমন টাকা মেলে না ৷ কিন্তু কলকাতার পুজোয় গেলে এবং সেখানে ঢাক বাজিয়ে ফিরলে বছরের এই সময় মোটা উপার্জন হয় । তাই প্রতিবছর দুর্গাপুজোয় পরিবার ছেড়ে কলকাতা পাড়ি দেন চন্দ্রকোণার ঢাকিদের । এই ঢাকি পরিবারগুলির আশা, পুজোর এখনও কিছুদিন বাকি, তাই হয়তো ডাক আসবে ৷ এখন মায়ের উপরই সবটা ছেড়ে দিয়ে অপেক্ষায় রয়েছেন চন্দ্রকোণার ঢাকিরা।

Last Updated :Sep 26, 2021, 9:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.