Boycott poster in Village: বিজেপি করায় একঘরে মহিষাদলের দুই পরিবার, অভিযুক্ত তৃণমূল

author img

By

Published : Jan 8, 2023, 6:13 PM IST

ETV Bharat

মহিষাদলের রঙিবসান গ্রামে দুই পরিবারের বিরুদ্ধে পোস্টার পড়েছে ৷ সেখানে কার্যত তাদের একঘরে করে রাখার কথা বলা হয়েছে ৷ বিজেপি করায় তৃণমূলের সদস্যরা ওই দুই পরিবারের বিরুদ্ধে এই মধ্যযুগীয় পদক্ষেপ করেছে বলে অভিযোগ (Boycott poster in Village) ৷

গ্রামের দুই পরিবারকে বয়কটের পোস্টার মহিষাদলের রঙিবসান গ্রামে

মহিষাদল, 8 জানুয়ারি: বিজেপি করার অপরাধে গ্রামের 2 পরিবারকে একঘরে করে দেওয়ার অভিযোগ উঠল কিছু তৃণমূল কংগ্রেস সদস্য ও গ্রামের মাতব্বরদের বিরুদ্ধে ৷ অভিযোগ, রীতিমতো খাপ পঞ্চায়েতের কায়দায় সিদ্ধান্ত নিয়ে ও গ্রামে পোস্টার লাগিয়ে স্বরূপ ঘড়াই, গুরুপদ বারুই নামে দুই ব্যক্তির পরিবারকে একঘরে করে রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল পল্লী কমিটির মাতব্বরেরা ৷ ঘটনাটি ঘটেছে মহিষাদলের রঙিবসান গ্রামে (boycott poster against two families in Mahishadal village)।

গ্রামের মন্দিরের পুজোর ভোগও ওই দুই পরিবারকে দেওয়া যাবে না বলে ঘোষণা করা হয়েছে ৷ নিষেধ উপেক্ষা করে কোনও পরিবার ওই দুই পরিবারের সঙ্গে যোগাযোগ রাখলে তাদেরকেও গ্রাম কমিটি থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷ এমনকী করা হতে পারে আর্থিক জরিমানাও ৷ গোটা ঘটনায় অভিযুক্ত শাসক দল তৃণমূল ৷ বর্তমান যুগেও তৃণমূল বিরোধীদের প্রতি মধ্যযুগীয় আচরণ করছে বলে অভিযোগ বিজেপির (Boycott poster in Village) ৷

আরও পড়ুন: আসছে দিদির দূত, তোলা মূলের ভূত ! নন্দীগ্রামে গিয়ে কটাক্ষ শুভেন্দুর

একঘরে করে রাখা দুই পরিবারের অভিযোগ প্রায় 7-8 বছর ধরে তাদের একঘরে করে রাখা হয়েছিল । আবার নতুন করে ঘটনাটি সামনে এসেছে এই পোস্টারকে কেন্দ্র করে । গ্রামের পুজো উপলক্ষে নতুন পোস্টার ছড়ানো হয়েছে গ্রামে । যেখানে লেখা রয়েছে, কেউ যেন পুজোর প্রসাদ নিয়ে ওই 2 বাড়িতে না যান । যদি কেউ যান তাহলে তাদের কেও গ্রাম কমিটি থেকে বহিষ্কার করা হবে । ওই দুই পরিবারের তরফে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে মহিষাদল থানার পুলিশের কাছে (boycott poster against two families) ৷

এই প্রসঙ্গে স্বরূপ ঘড়াই বলেন,"আমরা বিজেপি করি, আর ওরা তৃণমূল করে তাই আমায় একঘরে করে রাখা হয়েছে ৷ আগে জরিমানাও করা হয়েছে ৷ আগে আমার জমিও দখল করে নিয়েছিল ৷ এরকম পল্লী কমিটি আর কোথাও নেই ৷ এবার থানায় জানাব ৷" এই প্রসঙ্গে মহিষাদলের তৃণমূলের বিধায়ক তিলক চক্রবর্তী বলেন,"বিজেপি এভাবে গ্রামকে উত্তপ্ত করতে চাইছে ৷ প্রচারে থাকতে এইসব অভিযোগ করছে ৷ এর সঙ্গে তৃণমূল বা রাজনীতির কোনও যোগ নেই ৷ কারা রাতের অন্ধকারে এই কাজ করেছে তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত ৷" অন্যদিকে, বিজেপি নেতা তপন বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছেন ৷ এরফল নির্বাচনে শাসকদল পাবে বলে দাবি তাঁর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.