Abhishek Banerjee: মমতার কায়দায় মানুষের দরজায়, পূর্ব মেদিনীপুরে অভিষেকের পদক্ষেপে তৃণমূল নেত্রীর ছায়া

author img

By

Published : Dec 3, 2022, 8:44 PM IST

Updated : Dec 3, 2022, 8:51 PM IST

abhishek-banerjee-follows-in-mamata-banerjee-footsteps-in-east-midnapore

শনিবার পূর্ব মেদিনীপুরে সভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ সভার আগে তিনি পৌঁছে যান মানুষের দরজায় ৷ শোনেন অভাব-অভিযোগের কথা ৷ তাঁর এই পদক্ষেপে অনেকে তাঁর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছায়া দেখতে পাচ্ছেন ৷

কলকাতা, 3 ডিসেম্বর : তাঁকে বলা হয় তিনি তৃণমূলের 'যুবরাজ' । মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলের দু'নম্বর । বিরোধীরা অভিযোগ করেন, সংগঠন বা আন্দোলনের সুবাদে নয়, চেয়ার পেয়েছেন পরিবারের সূত্রে । এই মুহূর্তে তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তাঁর নামের পাশে আন্দোলনের ইতিহাস নেই । ঠান্ডা ঘর থেকেই সরাসরি রাজনীতির ময়দানে উত্থান হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ।

আর সেই কারণেই বিজেপি (BJP) মাঝে মাঝে তাঁকে পিসির ভাইপো বলেও খোঁচা দিতে ভোলে না । কিন্তু শনিবার রাজনৈতিক বক্তৃতা থেকে শুরু করে গোটা দিনের গতিবিধি কোথাও যেন অভিষেকের মধ্যে সেই তৃণমূল সুপ্রিমোর ঝলক দেখিয়ে দিয়ে গেল । ঠিক যে পথে হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ বা টাকিতে মানুষের মাঝে মিশে মমতা বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন যে 'মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক' । এদিন দিনভর অভিষেক সেই পুরনো পরিচয় ভুলিয়ে 'মানুষের নেতা' এই পরিচয় নিজেকে পরিচিত করানোর প্রবল প্রয়াস চালালেন । অন্তত রাজনৈতিক মহলের তো তেমনটাই মত । কেউ কেউ তো তাঁর কর্মকাণ্ডে মমতার ঝলক দেখতে পাচ্ছেন ।

abhishek-banerjee-follows-in-mamata-banerjee-footsteps-in-east-midnapore
পূর্ব মেদিনীপুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

এখানে উল্লেখ করা প্রয়োজন, কয়েকদিন আগেই 'নতুন তৃণমূলের' স্লোগান উঠেছিল দলে । অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বিভিন্ন সভায় গিয়ে বলছিলেন আগামী ছয় মাসের মধ্যে, মানুষ যেভাবে তৃণমূলকে দেখতে চায়, সেভাবেই তৈরি হবে দল । খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল । সবাই বলেছিল সংস্কারপন্থী ভাবনা । কিন্তু এই সংস্কারপন্থী ভাবনাকে কেউ কেউ আখ্যা দিয়েছিল ক্যামাক স্ট্রিট বনাম কালীঘাটের সংঘাতের । যত সময় যাচ্ছে স্পষ্ট হচ্ছে, নতুন তৃণমূল আসলে কি ! ছক ভাঙ্গা সংস্কার নয়, নতুন তৃণমূল যে পুরনো মমতার ছায়া, তা আরও একবার স্পষ্ট হল শনিবার ।

abhishek-banerjee-follows-in-mamata-banerjee-footsteps-in-east-midnapore
পূর্ব মেদিনীপুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

এদিন ঠিক কী করলেন অভিষেক ? চেনা কর্মসূচির বাইরে এদিন সরাসরি অভিষেক পৌঁছে গেলেন মানুষের দরজায় । মূল কর্মসূচির আগে পূর্ব মেদিনীপুরে মমতার কায়দায় সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনলেন । কে বাড়ি পায়নি, সরকারি পরিষেবা থেকে বঞ্চিত, কোথায় জলের অসুবিধা, মানুষ তাঁকে আপন ভেবে বললেন । ঠিক যেমনটা মানুষ মমতাকে বলেন । এখানেও অভিষেকের প্রয়াস যেন সেই এক । প্রমাণের চেষ্টা 'আমি তোমাদেরই লোক' ।

abhishek-banerjee-follows-in-mamata-banerjee-footsteps-in-east-midnapore
পূর্ব মেদিনীপুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

যদিও বিরোধীরা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই পদক্ষেপকে ভোট কৌশল হিসাবে দেখছে । এই নিয়ে বিজেপি নেতা তথা বিধায়ক শংকর ঘোষ বলেন, ‘‘সবটাই তৃণমূল কংগ্রেসের ভোট কৌশল । এমনিতেই নিয়োগ, কয়লা, গরু কেলেঙ্কারিতে মানুষ তৃণমূলের আসল চেহারা বুঝতে পারছে । এই অবস্থায় পায়ের তলার মাটি হারিয়েছে রাজ্যের শাসক দল । পঞ্চায়েত ভোটের আগে তাই ভোটের কথা ভেবে দুয়ারে দুয়ারে যাচ্ছেন অভিষেক । কিন্তু এতে কোনও লাভ হবে না ।’’

abhishek-banerjee-follows-in-mamata-banerjee-footsteps-in-east-midnapore
পূর্ব মেদিনীপুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

যদিও রাজ্যের শাসক দল এই ঘটনাকে স্বতঃপ্রণোদিত বলছেন । শনিবার উত্তর 24 পরগনার একটি বিজয়া সম্মেলনীতে যোগ দিতে এসে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মানবিক । তাই সরাসরি মানুষের সুবিধা অসুবিধা জানতে মানুষের দরজায় পৌঁছে গিয়েছিলেন । বিজেপি এনিয়েও রাজনীতি করতে চাইছে । তাই এখানে ভোট রাজনীতি দেখতে পাচ্ছে ।’’

আরও পড়ুন: 'এখানে কেন সভা করতে এলাম, জানেন ?' জনতাকে করা প্রশ্নেও শুভেন্দুকে খোঁচা অভিষেকের

Last Updated :Dec 3, 2022, 8:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.