BJP : দাঁইহাটে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূল কংগ্রেসের ইন্ধন আছে, দাবি সুকান্ত মজুমদারের

author img

By

Published : Oct 22, 2021, 9:51 PM IST

wb bjp president sukanta majumder thinks tmc provoked their worker for inner clash

শুক্রবার কাটোয়ার দাঁইহাটে বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক শুরু হওয়ার আগেই বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা থেকে মারামারি শুরু হয় । কাটোয়া নগর মণ্ডলের সভাপতি ও জেলা সভাপতিকে নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ ।

কাটোয়া, 22 অক্টোবর : ‘‘বিজেপির পতাকা নিয়ে কেউ বিজেপির কোনও অনুষ্ঠানে ভাঙচুর করতে পারে না ৷ আমার বিশ্বাস যারা এই কাজ করেছে তারা বিজেপির কর্মীই নয় । আমার মনে হয় এর পিছনে তৃণমূল কংগ্রেসের কোনও ইন্ধন আছে ।’’ পূর্ব মেদিনীপুরের কাটোয়ায় দলের গোষ্ঠী-কোন্দল নিয়ে এমনই মন্তব্য করলেন বঙ্গ বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ৷

তবে একই সঙ্গে তিনি বলেছেন, ‘‘যদি কেউ থেকে থাকেন তাহলে ভবিষ্যতে থাকবেন না । যদি দেখা যায় তাঁরা দলের কোনও নেতৃত্বে আছেন, তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের জন্য দলীয়স্তরে ব্যবস্থা নেওয়া হবে । তবে আমার বিশ্বাস তারা বিজেপির কেউ নয় ।’’

আরও পড়ুন : BJP Members Clash: সুকান্ত-দিলীপের ডাকা সাংগঠনিক বৈঠকে হাতাহাতি

এখানে উল্লেখ করা প্রয়োজন, শুক্রবার কাটোয়ার দাঁইহাটে বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক শুরু হওয়ার আগেই বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা থেকে মারামারি শুরু হয় । কাটোয়া নগর মণ্ডলের সভাপতি ও জেলা সভাপতিকে নিগ্রহ করা হয়েছে । এমনকি বিজেপির প্রতিষ্ঠাতা সদস্যদেরও ছবি ফেলে দিয়ে চেয়ার ভাঙচুর করা হয়েছে ।

BJP : দাঁইহাটে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূল কংগ্রেসের ইন্ধন আছে, দাবি সুকান্ত মজুমদারের

বিক্ষুব্ধ কর্মীদের অভিযোগ, ‘‘নির্বাচনের আগে আমরা বিজেপির প্রচার করতে গিয়ে মার খেয়েছি অনেকেই ঘরছাড়া হয়ে আছে । অনেকেই জেলবন্দি আছে । কিন্তু দলীয় নেতৃত্ব পাশে দাঁড়ায়নি ।’’

আরও পড়ুন : Four Die in Accident : ট্রাকের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ, পূর্ব বর্ধমানে মৃত 4

এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতির দাবি, এই ধরনের অভিযোগের কোনও সত্যতা থাকে না । কিছু মানুষ আছেন, যাঁরা কাজ করেন না, শুধু অভিযোগ করেন । যাঁরা অভিযোগ করেছেন, কারও বিরুদ্ধে মৌখিক অভিযোগ করলে সেটা ধোপে টিকবে না । তা প্রমাণ করতে হবে । বিজেপিতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই ৷ অন্যদিকে আসন্ন উপনির্বাচনে চারটি আসনেই বিজেপি খুব ভালো ফল করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন ৷

আরও পড়ুন : BJP Protest : বাংলাদেশে মণ্ডপ-মন্দিরে হামলা, প্রতিবাদে বর্ধমানে বিজেপির বিক্ষোভ

এদিকে দলের সাংগঠনিক বৈঠকের আগে প্রকাশ্যে দুই গোষ্ঠীর মারামারি নিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমানে জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘আমাদের কিছু সাপোর্টার কিছু উটকো লোক আছে, যারা বিজেপি ক্ষমতায় আসছে মনে করে বিজেপিতে এসেছিল । কিন্তু বিরোধী পক্ষের রাজনীতি করা খুব কঠিন । তাই তারা হতাশ হয়ে গিয়েছে । অনেকে একটু ভয় পেয়ে গিয়েছে । তাই এরকম বিকৃত ধরনের কাজ করছে । আমরা সবাইকে সামলাবো ।’’

একই সঙ্গে তিনি বলেন, ‘‘আমি যখন বিজেপির দায়িত্ব নিয়েছিলাম, তখন বিজেপি কোথায় ছিল । বিজেপি এখন প্রধান বিরোধী দল । আমাদের বিরোধী দলনেতা খুব লড়াকু । রাজ্য সভাপতি লড়াকু । পুরো পশ্চিমবঙ্গে পার্টি শক্তিশালী হচ্ছে । আগামিদিনে বিজেপি খুব ভালো ফল করবে । যদি তারা দলের কেউ হয়ে থাকে, সেটা তারা ঠিক করেনি । তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।’’

আরও পড়ুন : Murder : সন্দেহের বশে ঘুমন্ত স্ত্রীকে শাবল দিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.