Dilip Ghosh : প্রধানমন্ত্রী যা বলেন, করে দেখান, আর দিদিমণি শুধু ঢপ দেন : দিলীপ ঘোষ

author img

By

Published : Nov 12, 2021, 6:50 PM IST

dilip ghosh attacks mamata banerjee on different issues in bardhaman

পেট্রপণ্যের উপর থেকে ভ্যাট কমানোর দাবিতে বিজেপির বিক্ষোভ ৷ বর্ধমানের কার্জন গেটের কাছে আয়োজিত এই কর্মসূচিতে হাজির ছিলেন দিলীপ ঘোষ ৷ সেখান থেকেই নানা ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করেন তিনি ৷ বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাপের ব্যাটা ৷ তিনি যা বলেন, সেটা করে দেখান ৷ আর আমাদের দিদিমণি শুধু ঢপ দিয়ে যান ৷’’

বর্ধমান, 12 নভেম্বর : ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাপের ব্যাটা ৷ তিনি যা বলেন, সেটা করে দেখান ৷ আর আমাদের দিদিমণি শুধু ঢপ দিয়ে যান ৷’’ শুক্রবার দুপুরে বর্ধমানের কার্জন গেটের কাছে বিজেপির বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে এইভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সমালোচনা করলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷

আরও পড়ুন : Dilip Ghosh: "তৃণমূলে একজনই পুরুষ, বাকি সব মহিলা", কটাক্ষ দিলীপের

পেট্রল, ডিজেলের উপর থেকে ভ্যাট কমানোর দাবিতে এদিন বর্ধমানে বিক্ষোভ মিছিল ও জমায়েতের আয়োজন করে বিজেপি ৷ অভিযোগ, পুলিশ তাদের কর্মসূচিতে বাধা দেয় ৷ দিলীপ নিজেও সেকথা বলেন ৷ তাঁর দাবি, কার্জন গেটের দিকে তাঁদের এগোতেই দিচ্ছিল না পুলিশ ৷ শেষমেশ কার্জন গেট লাগোয়া রাস্তার উপরেই বসে পড়েন বিজেপির নেতা, কর্মীরা ৷ বিক্ষোভ, সমাবেশের মাঝখানে দাঁড়িয়েই ভাষণ শুরু করেন দিলীপ ৷ তাঁর অভিযোগ, কেন্দ্র পেট্রল, ডিজেলের উপর থেকে এক্সাইজ ডিউটি কমিয়েছে ৷ অন্যান্য় রাজ্যও ভ্যাট কমিয়েছে ৷ কিন্তু, পশ্চিমবঙ্গ সরকার সেই পথে হাঁটেনি ৷ এরই প্রতিবাদে এদিনের এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় ৷

বিক্ষোভ সমাবেশ থেকে আগাগোড়া মুখ্যমন্ত্রীকে নিশানা করেন দিলীপ ঘোষ ৷ রাজ্য সরকারের ‘এগিয়ে বাংলা’ স্লোগানকেও কটাক্ষ করেন তিনি ৷ বলেন, ‘‘দিদিমণি কথায় কথায় বলেন, এগিয়ে বাংলা ৷ এখন বুঝলাম কোথায় বাংলা এগিয়ে ৷ পেট্রল ডিজেলের দামে এগিয়ে বাংলা ৷ অথচ বিহার, ঝাড়খণ্ডে পেট্রল, ডিজেলের দাম এখানকার তুলনায় লিটারে 10-15 টাকা কম ৷’’

আরও পড়ুন : Dilip Ghosh : বিশ্ববঙ্গ সম্মেলনে শিল্পপতিরা এলেও বাংলায় বিনিয়োগ করবে না, কটাক্ষ দিলীপের

পেট্রল, ডিজেলের দাম ছাড়াও রেশন নিয়েও মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন দিলীপ ঘোষ ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে মমতার তুলনাও করেন তিনি ৷ বলেন, ‘‘দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাপের ব্যাটা ৷ যা বলেছেন, তাই করেছেন ৷ বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিয়েছেন ৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও ফেব্রুয়ারি পর্যন্ত রেশন দেবেন বলেছেন ৷ আর দিদিমনি শুধু ঢপ দিচ্ছেন ৷ আর কিছু দেন না তিনি ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.