CBI investigate : জামালপুরে বিজেপি কর্মীর মায়ের খুনের তদন্তে সিবিআই

author img

By

Published : Aug 30, 2021, 1:27 PM IST

CBI investigate

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরের দিনই জামালপুরের নবগ্রামে তৃণমূল-বিজেপির সংঘর্ষে খুন হন বিজেপি কর্মীর মা কাকলি ক্ষেত্রপাল। গতকাল এই খুনের তদন্তে সিবিআইয়ের সদস্যরা পৌঁছান জামালপুরে ৷ ঘটনার কিনারা করতে তাঁরা পরিবার-পরিজন, প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেন ৷

জামালপুর, 30 অগস্ট : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বিজেপি কর্মীর মায়ের খুনের তদন্তে সিবিআই ৷

বিধানসভা নির্বাচনে ফল ঘোষণার পর পরই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্যের একাধিক এলাকা ৷ পূর্ব বর্ধমান জেলাও তার ব্যতিক্রম নয় ৷ পূর্ব বর্ধমানের জামালপুরে গত 3 মে খুন হয়েছিলেন এক বিজেপি কর্মীর মা ৷ তাঁর নাম কাকলি ক্ষেত্রপাল।

খবর পাওয়ার পরে কাকলি ক্ষেত্রপালের বাড়িতে গিয়েছিল জাতীয় তপশিলি জাতি কমিশনের চেয়ারম্যান বিজয় স্যাম্পলা। তিনি অভিযোগ করে বলেছিলেন, কাকলি ক্ষেত্রপালকে ধর্ষণ করে খুন করা হয়েছে। গতকাল সিবিআইয়ের তিন সদস্যের দল কাকলি ক্ষেত্রপালের বাড়িতে যায়। তাঁরা কাকলি ক্ষেত্রপালের স্বামী সহ অন্যান্য আত্মীয়দের সঙ্গে কথা বলে এবং ঘটনার বিস্তারিত জানতে চান। এছাড়া তাঁদের পরিবারের সঙ্গে কারোর কোনও শত্রুতা ছিল বা আছে কি না সেই তথ্যও সংগ্রহ করেন।

আরও পড়ুন : TMC Leader Arrested : পূর্ব বর্ধমানে তৃণমূলকর্মী খুনে গ্রেফতার দলের নেতা

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরের দিনই জামালপুরের নবগ্রামে তৃণমূল বিজেপির সংঘর্ষে খুন হন বিজেপি কর্মীর মা কাকলি ক্ষেত্রপাল। ওই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দুই কর্মীও খুন হন। আহত হন কাকলি ক্ষেত্রপালের স্বামী অনিল ক্ষেত্রপাল, দেওর মানু ক্ষেত্রপাল।

স্থানীয় বাসিন্দা বসন্ত পাঠক বলেন, "কাকলি ক্ষেত্রপাল যে খুন হয়েছেন, সেই সম্পর্কে তথ্য নিতে গতকাল সিবিআই অফিসাররা এখানে এসেছিলেন। ঘটনায় যাঁরা আহত হয়েছেন তাঁদের সঙ্গেও কথা বলেন। যারা দোষী তারা এখনও ঘুরে বেড়াচ্ছে। আমরা আশাবাদী দোষীরা শাস্তি পাবে।"

আরও পড়ুন : Agnimitra Paul : কথা রাখলেন অমরনাথ, রাখি পরালেন অগ্নিমিত্রা

প্রসঙ্গক্রমে, কাকলি ক্ষেত্রপাল বিজেপি করতেন না। কাকলি সিপিএমের সক্রিয় কর্মী ছিলেন। তাঁর ছেলে বিজেপির কর্মী, নাম আশিস ক্ষেত্রপাল ৷ এই অপরাধে ছেলেকে না পেয়ে তাঁর মাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.