Kolkata Businessman Murder : বর্ধমান আদালতে আত্মসমর্পণ কলকাতার ব্যবসায়ী খুনে অন্যতম অভিযুক্তর

author img

By

Published : Nov 16, 2021, 9:50 PM IST

accused in murder case surrender at burdwan court

ইতিমধ্যেই পুলিশের জালে তিনজন সুপারি কিলার ধরা পড়েছে । তাদের সঙ্গে কথা বলে পুলিশের সন্দেহ সোমনাথই খুনের জন্য সুপারি দিয়েছিল ।

বর্ধমান, 16 নভেম্বর : কলকাতার ব্যবসায়ী সব্যসাচী মণ্ডলকে খুনের ঘটনায় বর্ধমান আদালতে আত্মসমর্পণ করল তাঁর কাকার ছেলে সোমনাথ । খুনের ঘটনার পরে সব্যসাচীর বাবা অভিযোগ করেন, তাঁর ভাইয়ের ছেলে সোমনাথ এই খুনের ঘটনায় জড়িত । এমনকি সোমনাথই খুনের জন্য সুপারি দিয়েছিল বলে অভিযোগ করেন সব্যসাচীর বাবা ।

ইতিমধ্যেই পুলিশের জালে তিনজন সুপারি কিলার ধরা পড়েছে । তাদের সঙ্গে কথা বলে পুলিশের সন্দেহ সোমনাথই খুনের জন্য সুপারি দিয়েছিল । এদিন সোমনাথ আদালতে আত্মসমর্পণ করে । পুলিশ জানতে পেরেছে উত্তরবঙ্গেই আত্মগোপন করেছিল সে । সোমনাথকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে খুনের মোটিভ আরও স্পষ্ট হবে বলে পুলিশের ধারণা ।

আরও পড়ুন : Businessman Murder Case : কলকাতার ব্যবসায়ী খুনে পুলিশের জালে আরও এক সুপারি কিলার

এদিকে ঘটনার দিন একটা বাইক আততায়ীদের পথ দেখিয়েছিল বলে জানতে পারে পুলিশ । সেই বাইকটিও কলকাতার সোনারপুর থেকে উদ্ধার করে পুলিশ । বাইকের মালিক পুলিশকে জানিয়েছেন তাঁকে রায়নার দেশের বাড়িতে ঘুরতে যাওয়ার জন্য আমন্ত্রণ করেছিল সব্যসাচীর খুড়তুতো ভাই সোমনাথ । কিন্তু তাঁকে বাড়ি থেকে কিছুটা দূরে দাঁড় করিয়ে সোমনাথ নিজের বাড়িতে যায় । ওই যুবক পুলিশকে জানিয়েছেন, তিনি খুনের পরিকল্পনার কথা জানতেন না । তিনি পুলিশকে যথাযথ সাহায্য করার আশ্বাস দিয়েছেন ।

কলকাতার ব্যবসায়ী খুনে বর্ধমান আদালতে আত্মসমর্পণ অন্যতম অভিযুক্তর

পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, ‘‘একদিন আগে জাভেদ নামে একজনকে আমরা গ্রেফতার করেছিলাম । আজ সোমনাথ নামে একজন আদালতে আত্মসমর্পণ করেছে । যে সব জায়গায় সে যেতে পারে, সেই সব এলাকা ছাড়াও উত্তরবঙ্গের যে স্কুলে সে পড়েছে সেখানেও পুলিশ তার খোঁজে গিয়েছিল । বিভিন্ন চাপেই সে আত্মসমর্পণ করেছে । সোমনাথের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছিল । যেহেতু সে আদালতে আত্মসমর্পণ করেছে, তাই তাকে হেফাজতে নিয়ে তদন্ত এগোতে সুবিধা হবে ।’’

আরও পড়ুন : Subhashree Ganguly : অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাবাকে হেনস্থার অভিযোগ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.