School Students on Ramp: খুদেরাই সুপার মডেল! ব়্যাম্পে হাঁটল 80 জন পড়ুয়া
Updated on: Jan 26, 2023, 1:01 PM IST

School Students on Ramp: খুদেরাই সুপার মডেল! ব়্যাম্পে হাঁটল 80 জন পড়ুয়া
Updated on: Jan 26, 2023, 1:01 PM IST
ছোট বলে ওরা কিছু কম যায় না (young student participated in ramp )৷ বড়দের সঙ্গে পাল্লা দিয়ে এবার ছোটদের জন্যও সুপার মডেল প্রতিযোগিতার আয়োজন করেছিল খড়গপুরের একটি বড় ইংলিশ মিডিয়াম স্কুল ৷ ব়্যাম্প মাতাল স্কুলের 80 জন পড়ুয়া ৷
খড়গপুর, 26 জানুয়ারি: পড়াশোনার পাশাপাশি ছোটদের প্রতিভা তুলে ধরতে একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল খড়গপুরের একটি ইংলিশ মিডিয়াম স্কুল (Student on Ramp) ৷ সেই প্রতিযোগিতায় ব়্যাম্প মাতাল স্কুলের 80জন খুদে পডুয়ারা ৷ হাঁটার ধরণে ছোটরা যে পেশাদার মডেলদের থেকে কোনও অংশে কম নয় তা দেখলেই বোঝা যায় ৷ প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়েছে ৷
খড়গপুরের এই ইংরাজি মিডিয়াম স্কুল আয়োজিত প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছিল 'সুপার মডেল জুনিয়র 2023' ৷ স্থানীয় সেন্ট জেভিায়ার্স, সেন্ট আগনেস, গ্রিফিনস, ডনবস্কো, ডিএভি স্কুল, বিদ্যাসাগর শিশু নিকেতন - সহ বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলের খুদে পড়ুয়াদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ৷ মূলত 3 থেকে 6 বছর, 7 থেকে 10 বছর, 11 থেকে 14 বছর বয়সের পডুয়ারা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিল ৷ প্রায় 80 জন পড়ুয়া ব়্যাম্পে হাঁটল ৷ আলোর ঝলকানি এবং সাউন্ড সিস্টেমের মধ্য দিয়ে নিজেদের ট্যালেন্ট প্রদর্শিত করে তারা । বড়দের থেকে তারা যে কোনও অংশে কম যায় না সেটাও এদিন দেখিয়ে দিল খড়্গপুরের এই স্কুল । এই প্রতিযোগিতার আয়োজক ছিল দি স্টারগাজার ইন্ডিয়া ৷ স্থানীয় খরিদায় সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে এই প্রতিযোগিতার হল ।
আরও পড়ুন: ক্যাম্পাসের ভিতরে করা যাবে না পুজো! বাগদেবীর ঠাঁই রাস্তায়
প্রতিযোগিতায় ছোটদের মধ্যে প্রথম হয় শেখ রাসুল, রানার আপ সাগ্নিক দাস, আর মেয়েদের মধ্যে জানভী সিং, রানার আপ ঋদ্ধিমা বন্দ্যোপাধ্যায় ।বড়দের মধ্যে প্রথম হয় দিপ্তদীপ মজুমদার, রানার আপ রিত ভৌমিক । এই সমগ্র অনুষ্ঠানের গ্রুমার ছিলেন অভিলাষ সিং রাজপুত-সহ অন্যান্যরা ৷ সংস্থার তরফে প্রিয়াঙ্কা চৌধুরী বলেন, "মূলত শিশুদের বিকাশের লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন । আগামিদিনে যাতে তাদের মধ্যেও সচেতনতা বৃদ্ধি পায় এবং তারা নিজেদের গড়ে তুলতে সক্ষম হয় তাই এ ধরনের অনুষ্ঠান আরও করা হবে।"
