Unsafe Cable And Electric Wires: বিদ্যুতের তার থেকে বিজ্ঞাপনের হোর্ডিংয়ে মুখ ঢেকেছে শহর

author img

By

Published : Nov 24, 2022, 9:34 PM IST

Unsafe Cable And Electric Wires

মাকড়সার জালের মতো মেদিনীপুর শহরকে আষ্টেপৃষ্টে জাপ্টে ধরেছে বিদ্যুতের তার (Unsafe Cable And Electric Wires) ৷ শহরের যেখানে সেখানে বিপদজ্জনক ভাবে ঝুলছে বিজ্ঞাপণের হোর্ডিং ৷ তাতেই বিপদের আশঙ্কার দিন গুনছেন এলাকাবাসী ৷

মেদিনীপুর, 24 নভেম্বর: ঐতিহ্যশালী শহর মেদিনীপুর। কিন্তু পৌরসভার উদাসীনতায় বিভিন্ন তারের জটে অবরুদ্ধ শহরের মুখ (Removed Messy wires very soon ) ৷ দম বন্ধ হয়ে অবস্থা শহরবাসীর ৷ কোনটা বিদ্যুতের তো কোনটা টেলিফোনের আবার কোনটা কেবলের। একটার উপর একটা তার জট পাকিয়ে মাটিতে নেমে এসেছে। বিভিন্ন জেলা ও খোদ কলকাতার মত শহরে বড় বড় দুর্ঘটনা ঘটলেও হুঁশ ফিরছে না মেদিনীপুর পৌরসভার। প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছেন এলাকাবাসী ৷

Unsafe Cable And Electric Wires
তারের জটে মরণফাঁদ

কিছুটা জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুর 15টি বিধানসভার নিয়ে শহরকেন্দ্রিক এই মেদিনীপুর শহর ৷ যেদিকেই তাকানো যায় সেদিকেই মৃত্যু রূপী তারের জট । কোথাও কেবল তার, ইলেকট্রিক তার ও টেলিফোনের তার সঙ্গে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন দেওয়ার তার ৷ পরিস্থিতি দেখলেই বোঝা যায় সরকারি নির্দেশিকা না মানাতেই সৃষ্টি এই তারের জট । নজরদারির অভাবে উপর থেকে নিচে নেমে এসেছে তারগুলি ৷ যানবাহনের উপর ছিঁড়ে পরে যেকোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা ৷ তারের জটে ইতিমধ্যে দুর্ঘটনা ঘটেছে আসানসোল, দুর্গাপুর, মালদা-সহ খাস কলকাতাতে। অকালেই ঝড়ে গিয়েছে কত প্রাণ। কিন্তু তাতেও হুঁশ ফেরেনি মেদিনীপুর পৌরসভার। বহুবার এ নিয়ে অভিযোগ জানানো হলো উদ্যোগ নেওয়া হয়নি এই জট কাটানোর। এমনটাই অভিযোগ এলাকাবাসীর ৷

বিদ্যুতের তার থেকে বিজ্ঞাপনের হোর্ডিংয়ে ঢেকেছে শহর

আরও পড়ুন: কেবল তারের জট সরাতে অপারেটরদের কড়া বার্তা মেয়রের

শীত, গ্রীষ্ম কোনও রকমে কাটচলেও বর্ষা এলেই আতঙ্কে থাকেন বাসিন্দারা ৷ জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনার পাশাপাশি শর্ট সার্কিটও হতে পারে ৷ যা থেকে ঘটতে পারে প্রাণহানি ৷ এই পরিস্থিতির কথা শিকার করে নিয়েছেন মেদিনীপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান অনিমা সাহা ৷ এই প্রসঙ্গেই তিনি বলেন, ‘‘সত্যিই এই সমস্যা রয়েছে মেদিনীপুরে। বহু সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে চলেছে । তবে অতি দ্রুত বোর্ডের মিটিং ডেকে কেবল মালিক,ইলেকট্রিক সঙ্গে বিএসএনএল অফিসের নোটিশ দিয়ে এই তার অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হবে। ’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.