Dilip Ghosh: বারবার শুভেন্দু কেন ? এবার অন্য কেউ হারাবে মমতাকে: দিলীপ

author img

By

Published : Sep 6, 2021, 5:26 PM IST

Updated : Sep 7, 2021, 10:54 AM IST

suvendu adhikari will not contest against mamata banerjee in bhawanipur bypoll, says dilip ghosh

ভবানীপুর উপনির্বাচনে (Bhawanipur Bypoll) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) প্রার্থী করবে না বিজেপি ৷ এ কথা বুঝিয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তিনি বলেন, বারবার কেন একই লোক মমতাকে হারাবে ? এ বার নতুন কেউ হারাক ৷

মুড়াডাঙা, 6 সেপ্টেম্বর: ভবানীপুরে (Bhawanipur Bypoll) ফের মমতা-শুভেন্দু দ্বৈরথ হচ্ছে না ৷ স্পষ্ট করে দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ৷ তাঁর যুক্তি, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হারিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তিনি একা কেন বারবার তৃণমূল নেত্রীকে হারাবেন ? তাঁকে ভবানীপুরে হারাবেন অন্য কেউ ৷ উপনির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে এ কথা বললেন দিলীপ ঘোষ ৷ তবে ভবানীপুরে বিজেপির প্রার্থী কে হবেন, তার কোনও ইঙ্গিত মেলেনি তাঁর থেকে ৷

ভবানীপুরে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই এর বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি ৷ আইনি পথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠেকানোর ভাবনাচিন্তা চলছে ৷ পাশাপাশি জল্পনা শুরু হয়েছে বিজেপি প্রার্থী নির্বাচন নিয়ে ৷ নন্দীগ্রামের মতো ভবানীপুরেও তিনিই মমতাকে টক্কর দেবেন কি না, এই প্রশ্নের জবাবে বিরোধী দলনেতা জানিয়েছিলেন, দল চাইলে তিনি ফের তৃণমূল নেত্রীর বিরুদ্ধে ভোটে দাঁড়াতে তৈরি আছেন ৷ তবে সেই জল্পনায় জল ঢেলে দিলেন দিলীপ ঘোষ ৷ তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে শুভেন্দু নন, ভবানীপুরে মমতার সঙ্গে সম্মুখসমরে নামবে বিজেপির অন্য কোনও মুখ ৷

আরও পড়ুন: Suvendu Adhikari : গ্রেফতার করা যাবে না শুভেন্দুকে, নির্দেশ হাইকোর্টের

কেন্দ্রীয় বিদ্যালয় জহর নবোদয় বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে মেদিনীপুরে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি । সেখানে তিনি ভবানীপুর উপনির্বাচন নিয়ে বলেন, ‘‘একই লোক কেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে ? অন্য প্রার্থী ঠিক করবে দল ।’’ ভবানীপুরে তৃণমূল প্রার্থী দিয়েছে কিন্তু বিজেপি এখনও প্রার্থী কেন দেয়নি, এই প্রশ্নের জবাবে দিলীপ বলেন, "ওদের প্রার্থী আগেই ঠিক করা ছিল, তাই ওরা দিয়েছে ৷ আমরাও পরবর্তীকালে প্রার্থীর নাম ঘোষণা করব ।"

এই সংক্রান্ত খবর : শুধু ভবানীপুরেই উপনির্বাচন কেন, প্রশ্ন শুভেন্দুর

মমতার বিরুদ্ধে ভবানীপুরেও কি শুভেন্দু অধিকারীই প্রার্থী হবেন ? এই প্রশ্ন করা হলে আত্মবিশ্বাসের সুরে বিজেপি রাজ্য সভাপতি বলেন, "শুভেন্দু অধিকারী আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন নন্দীগ্রামে । এরপরে আবার কেন একই প্রার্থী বারবার মমতাকে হারাবেন ? বরং দল অন্য কোনও প্রার্থীকে ঠিক করবে ভবানীপুরে ।"

আরও পড়ুন: Dilip Ghosh : ভবানীপুরের উপনির্বাচন নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলীপের

জঙ্গলমহল এলাকায় নতুন করে মাওবাদী গতিবিধির খবর মেলার বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে দিলীপের দাবি, "ভোট এলে এই ধরনের কার্যকলাপ বাড়ে ৷ মানুষকে ভয় দেখানো যায়, এটা নতুন কিছু নয় ।" যদিও এ দিন দিলীপ ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ।

মেদিনীপুরে দিলীপ ঘোষ ৷

এ দিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মেদিনীপুরে যান একাধিক কর্মসূচি নিয়ে । প্রথমেই কেন্দ্রীয় বিদ্যালয় জহর নবোদয় বিদ্যালয় পরিদর্শনে যান তিনি ৷ এরপর তিনি মেদিনীপুর শহরের শেখপুরা এলাকায় এক কার্যকর্তার বাড়িতে দুপুরের খাওয়া-দাওয়া সারেন । লোধা স্মৃতি ভবনে বিজেপি যুব মোর্চার একটি বৈঠকও করেন তিনি ৷ তারপর রেল শহর খড়্গপুর ইন্দাতে একটি মন্দিরের উদ্বোধন করে দিলীপ ঘোষ কলকাতার উদ্দেশে রওনা দেন ।

Last Updated :Sep 7, 2021, 10:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.