School Problem: বেহাল স্কুলের পরিকাঠামো, জীবনের ঝুঁকি নিয়ে চলছে ক্লাস

author img

By

Published : Dec 1, 2022, 10:28 PM IST

Etv Bharat

দীর্ঘদিন ধরে স্কুলের বেহাল অবস্থা । দেওয়ালের বিভিন্ন অংশ খসে পড়েছে, ফাটল ধরেছে ৷ ছাদ থেকে ভেঙে পড়েছে চাঙড় ৷ এত কিছুর মধ্যেও ঝুঁকি নিয়ে চলছে ক্লাস ৷ এমনই অবস্থা ঘাটাল প্রসন্নময়ী জুনিয়র বেসিক বালিকা বিদ্যালয়ের ৷ যার জেরে আতঙ্কিত পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা থেকে অভিভাবকরা (School Problem)৷

ঘাটাল, 1 ডিসেম্বর: সংস্কারের অভাবে বহুদিন ধরেই জীর্ণ অবস্থা স্কুলের ৷ তাতেও প্রাণের ঝুঁকি নিয়ে চলছে ক্লাস ৷ এমনই ছবি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের প্রসন্নময়ী জুনিয়র বেসিক বালিকা প্রাথমিক বিদ্যালয়ের ৷ স্কুল বিল্ডিংয়ের দেওয়ালে দেখা দিয়েছে একাধিক ফাটল । যখন তখন ভেঙে পড়ছে ছাদের চাঙড় । যে কোনও সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা । কয়েকদিন আগে পাখা ভেঙে পড়ে গিয়েছিল এক পড়ুয়ার গায়ে, দীর্ঘ প্রায় এক বছর ধরে স্কুলের বেহাল অবস্থা । এই অবস্থায় স্কুলে এসেও ভয় ও আতঙ্কের মধ্যে থাকে স্কুল পড়ুয়ারা থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা ।

প্রধান শিক্ষিকার অভিযোগ, বিল্ডিংয়ের বেহাল অবস্থার কথা প্রশাসনের বিভিন্ন দফতরে জানিয়েও কোনও লাভ হয়নি । তাই স্কুল বিল্ডিংয়ের ক্লাসরুমের বেহাল অবস্থার কারণে ঝুঁকিপূর্ণভাবে বারান্দাতেই চলছে ক্লাস ।

আরও পড়ুন : মর্জিমতো স্কুলে আসেন শিক্ষক, ক্লাস নেন মিড-ডে মিল রাঁধুনি

এই বিষয়ে প্রধান শিক্ষিকা তৃপ্তি চন্দ আরও জানান, বছর দু'য়েক পরেই শতবর্ষ পূর্ণ হবে এই স্কুলের ৷ কিন্তু স্কুল বিল্ডিংয়ের এর খুবই বেহাল অবস্থা ৷ যেকোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে বিল্ডিং । স্কুলে তিনটি ক্লাস করা যাচ্ছে তার মধ্যে একটি বারান্দায় এবং একটি লাইব্রেরি রুমে । আমরা প্রশাসনের বিভিন্ন দফতরে জানিয়েছি কিন্তু আজ পর্যন্ত কোনও সুরাহা হয়নি । তাই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই চলছে ক্লাস । বর্তমানে এই স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা 336 জন কিন্তু আগের বছর ছাত্র-ছাত্রী সংখ্যা ছিল 416 জন ৷ এবছর নতুন করে ভর্তি নেওয়া হয়নি বলে ছাত্র-ছাত্রীদের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে কারণ শিক্ষা দফতর থেকে ভর্তি বন্ধ রাখতে বলা হয়েছে স্কুল বিল্ডিংয়ের বেহাল দশার কারণে ।

পশ্চিম মেদিনীপুরে স্কুলের অবস্থা বেহাল, জীবনের ঝুঁকি নিয়ে চলছে ক্লাস

এলাকার মধ্যে বেশ সুনাম আছে এই স্কুলের ৷ তাই স্বাভাবিকভাবেই পড়ুয়ার সংখ্যা বেশি ৷ তবে এ হেন পরিস্থিতিতে আতঙ্কিত সকলেই ৷ তবে পড়ুয়াদের স্বার্থে দ্রুত স্কুল মেরামত করা হোক এটাই চাইছেন সবাই ৷

আরও পড়ুন : নেই পর্যাপ্ত শিক্ষিকা, 5 বছর ধরে শিশু শিক্ষা কেন্দ্রের ভার একজনের কাঁধে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.