Minor Marriage: নাবালিকা বিয়ে আটকাল পুলিশ, গ্রেফতার পাত্র-সহ 4

author img

By

Published : Nov 20, 2022, 9:55 PM IST

Minor Marriage

চলছিল বহাল তবিয়তে নাবালিকার বিয়ের আসর (Minor Marriage) ৷ ঘটনাস্থলে গিয়ে ভেস্তে দিল ঘাটাল থানার পুলিশ ৷ পুরোহিত, পাত্র-সহ মোট চার জনকে গ্রেফতার করা হয়েছে ৷

ঘাটাল, 20 নভেম্বর: ফের নাবালিকা বিয়ের অভিযোগ উঠল ঘাটালে (Minor Marriage) । আর এই খবর পেয়ে পুলিশ পাত্র, পুরোহিত-সহ মোট চারজনকে গ্রেফতার করেছে । পুলিশের বক্তব্য, বারবার ধরে বাল্য বিবাহের বিরুদ্ধে প্রচার করেও সচেতন হচ্ছে না সাধারণ মানুষ । তবে এবার কড়া ব্যবস্থা নেওয়া হবে । শনিবার রাতে তাই নাবালিকা বিবাহের অভিযোগে ছাতনাতলা থেকে পাত্র-সহ তাঁর বাবা-কাকা এবং পুরোহিতকে গ্রেফতার করল ঘাটাল থানার পুলিশ ।

জানা গিয়েছে, পার্থ গুছাইত নামে বনহরিসিংহপুর এলাকার এক পাত্রের সঙ্গে গোপমহল মনোহরপুর এলাকার এক নাবালিকা পাত্রীর বিয়ে হচ্ছিল ৷ বিয়ের আসর বসে বাঘানালা গ্রামে সনৎ চক্রবর্তী নামে এক আত্মীয় বাড়িতে । সনৎই ছিলেন এই বিয়ের পুরোহিত । নাবালিকা বিয়ের খবর পেয়ে রাতেই বাঘানালার বিবাহ আসরে গিয়ে হানা দেয় ঘাটাল থানার পুলিশ । ছাতনাতলা থেকে পাত্র পার্থ গুছাইত-সহ পিতা অশোক গুছাইত, কাকা হারাধন গুছাইত এবং এই বিয়ের পুরোহিত সনৎ চক্রবর্তীকে পাকড়াও করে (Police stop Minor Marriage at Ghatal) । পাত্রীর প্রকৃত বয়স যাচাই করে ধৃত চারজনকে গ্রেফতার করে রবিবার ঘাটাল আদালতে তোলা হয় ।

আরও পড়ুন: বিয়ের সাজে আদালতে বর-কনে! পাত্র আর পুরোহিতকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ

প্রসঙ্গত, নাবালিকা বিয়ে বন্ধে কড়া মনোভাবের কথা আগেই প্রকাশ করেছিল পুলিশ প্রশাসন । নাবালিকা বিয়ে অপরাধ জেনেও মাঝে মধ্যেই ঘাটাল মহকুমার বিভিন্ন জায়গায় এই বিবাহের খবর শোনা যায় । বেশ কিছু ক্ষেত্রে আইনি পদক্ষেপও নিয়েছে পুলিশ । এই নিয়ে দফায় দফায় ঘাটাল জুড়ে সচেতনতা শিবির থেকে শুরু করে মাইক প্রচার চলছে ৷ তার পরেও নাবালিকা বিয়ের অভিযোগ শুনে চুপ করে বসে থাকেনি প্রশাসন । তাদের সাফ কথা, সম্পূর্ণভাবে বন্ধ করা হবে নাবালিকা বিয়ে । আর অভিযোগ শোনা গেলেই কড়া পদক্ষেপ নেবে প্রশাসন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.