Illegal Hooch Sell: চোলাই মদ বিক্রি বন্ধ করতে জরিমানা মদ হটাও মঞ্চের

author img

By

Published : Sep 23, 2022, 9:27 PM IST

Etv BharatNotice to Stop Illegal Hooch Sell

এলাকায় ক্রমশই বৃদ্ধি পাচ্ছে চোলাই মদ বিক্রি (Stop Illegal Hooch Sell) ৷ এবার পথে নামলেন দাসপুরের মদ হটাও মঞ্চ ৷ এই মঞ্চের পক্ষ থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে জাানানো হয়েছে চোলাই বিক্রি করলে বিক্রেতাকে 10001 টাকা জরিমানা, ক্রেতাকে 5001 টাকা জরিমানা দিতে হবে ৷

দাসপুর, 23 সেপ্টেম্বর : চোলাইমদ বিক্রি বন্ধ করতে এবার পথে নামল পশ্চিম মেদিনীপুর এলাকার দাসপুরের বালকরাউত গ্রামের মদ হটাও মঞ্চ (Stop Illegal Hooch Sell) ৷ এলাকায় চোলাই মদ বিক্রির রমরামা বন্ধ করতেই এই বিজ্ঞপ্তি ৷ এমনকী জরিমানা উল্লেখ করা সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি ছিঁড়লেও 5001 টাকা জরিমানা দিতে হবে অভিযুক্তকে ৷ নজিরবিহীন এই বিজ্ঞপ্তি ঘিরে চাঞ্চল্য সংশ্লিষ্ট এলাকায়। উল্লেখ্য গ্রামে চোলাই মদ বিক্রি বন্ধ করতেই গ্রামবাসীরা মদ হটাও মঞ্চ তৈরি করেছেন ৷

বালকরাউত গ্রামে প্রবেশ করলেই দেখতে পাওয়া যাবে গ্রামের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় চোলাইয়ের বিরুদ্ধে বিজ্ঞপ্তি জারি করে ফ্লেক্স লাগানো হয়েছে । তাতে লেখা রয়েছে জনসাধারণকে জানানো যাইতেছে, যে প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার 500 মিটারের মধ্যে মদ বিক্রি করলে বিক্রেতাকে 10001 টাকা, ক্রেতাকে 5001 টাকা জরিমানা করা হবে । এমনকী কেউ যদি ব্যানার ছিঁড়ে ফেলে তাহলে তারও 5001 টাকা জরিমানা করা হবে ৷ এই বিজ্ঞপ্তির শেষে লেখা নির্দেশ অনুসারে বালকরাউত মদ হটাও মঞ্চ।

জরিমানা মদ হটাও মঞ্চের

আরও পড়ুন: ইটিভি ভারতের খবরের জের! চোলাই মদের ঠেকে অভিযান পুলিশের

এই প্রসঙ্গেই গ্রামবাসীরা জানান, বেশ কয়েক বছর ধরেই বালকরাউত গ্রামে দেশি-বিদেশি মদের ব্যবসা চলতো ৷ যুবক ও বয়স্কদের মধ্যে মদ্যপানে আসক্তি বাড়ছিল ৷ বেশ কিছু স্থানীয় চায়ের দোকানেও লুকিয়ে মদ বিক্রি হত। অতিষ্ট হয়ে উঠেছিল গ্রামের মানুষজন। মদ খাওয়ার ফলেই অসামাজিক কাজকর্ম বেড়ে চলছিল এলাকায়। তাই মদ বিক্রি বন্ধ করতে গ্রামবাসীরা মিটিং করে ‘বালকরাউত মদ হটাও মঞ্চ’ গড়ে নজরদারি শুরু করে এলাকায় । গ্রামে মদ বিক্রি করা চলবে না এই সিদ্ধান্ত নিয়ে ব্যানার-পোস্টারিং হয় ৷ গ্রামবাসীদের দাবি ইতিমধ্যে কয়েকজনের জরিমানা করা হয়েছে। এর ফলে এখন গ্রামে কিছুটা হলেও মদ বিক্রি বন্ধ হয়েছে ৷ তার সুফল হিসাবে গ্রামে মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি বা অসামাজিক কাজ অনেকটাই কমেছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.