Harbola Competition in School: বাচ্চাদের সুপ্ত প্রতিভা তুলে ধরতে হরবোলা প্রতিযোগিতা স্কুল প্রাঙ্গণে
Published: Mar 17, 2023, 9:39 PM


Harbola Competition in School: বাচ্চাদের সুপ্ত প্রতিভা তুলে ধরতে হরবোলা প্রতিযোগিতা স্কুল প্রাঙ্গণে
Published: Mar 17, 2023, 9:39 PM
পড়াশোনার পাশাপাশি শিশুদের মানসিক ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটতে হরবোলা প্রতিযোগিতার আয়োজন খড়গপুরের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের (Harbola Competition in Paschim Medinipur) ৷ শুধুমাত্র পড়াশোনা নয়, সুস্থ বিকাশের উদ্দেশ্যেই এই উদ্যোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৷
মেদিনীপুর, 17 মার্চ: একজন শিক্ষক চাইলেই স্কুলের বাচ্চাদের মেধাবুদ্ধি ও সুপ্ত প্রতিভা গুলো তুলে ধরতে পারে ৷ এরকমই নজির গড়ল খড়গপুরের পলাশী প্রাথমিক বিদ্যালয় ৷ তাই স্কুলের ক্লাসের পরেই বাচ্চাদের প্রতিভাগুলো তুলে ধরার জন্য হরবোলা প্রতিযোগিতার আয়োজন করেছিলেন স্কুলের প্রধান শিক্ষক (Harbola Competition in School) ৷ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্কুল পড়ুয়ারা ৷
মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণে রয়েছে আর 10টি প্রাথমিক বিদ্যালয় ৷ যার মধ্যে পলাশী প্রাথমিক বিদ্যালয় । এই স্কুলে পডুয়ার সংখ্যা 134 জন । শিক্ষক-শিক্ষিকা 5 জন । তবে এই প্রথামিক স্কুল আর সাধারণ প্রাথমিক স্কুলের থেকে অনেকটাই আলাদা ৷ এই স্কুলে শুধু মিড-ডে মিল দেওয়া হয় না ৷ খুদে পডুয়াদের সুপ্ত প্রতিভাগুলোর বিকাশ ঘটাতে বিভিন্ন ধরনের কার্যপ্রণালী চালাচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক সৌম্য সুন্দর মহাপাত্র ।
খুদে শিশুদের পড়াশোনার পর তাদের মানসিক বিকাশ করতেই বিভিন্ন পশু-পাখির ডাক নিয়ে একটি কর্মশালা করেন । সেই কর্মশালায় শিশুরা ছাগল, গরু, গাধা-সহ বিভিন্ন পাখি পশুর আওয়াজ করে । এই কাজের জন্য শিশুদের পুরস্কৃত করেন । ফলে খুশি হয় কচিকাঁচারা উৎসাহী হয়ে এই ধরনের কর্মশালায় যোগ দেয়। আর তাতে খুশি স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে ছাত্র-ছাত্রীবৃন্দ ।
আরও পড়ুন: মেহেদির গলায় পশু-পাখির ডাক, ভাইরাল ভিডিয়ো
এই প্রসঙ্গেই স্কুলের প্রধান শিক্ষক সৌম্য সুন্দর মহাপাত্র বলেন, "শিশুদের পড়াশোনার পাশাপাশি বুদ্ধি ও মেধার বিকাশের প্রয়োজন । সেই বিকাশের চেষ্টা ছোট বয়স থেকেই কার উচিত ৷ প্রতিটি শিশুর মধ্যে প্রতিভা লুকিয়ে থাকে ৷ তা খুঁজে বের করে বিকশিত করাই একজন শিক্ষকের কাজ ৷ শিশুদের এই প্রতিভার বিকাশ ঘটাতে না পারলে শিশুটি আগামিদিনে প্রতিভার বিকাশে পিছিয়ে পড়ে ৷ বড় হতে পারবে না । চিনতে পারবে না-নিজের প্রতিভাকে । তাই আমরা এই ধরনেরই কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন করে থাকি ৷ যাতে অংশ নেয় এই খুদেরা নিজেদের প্রতিভা বিকাশের লক্ষ্যে।"
