River Erosion in Chandrakona : নদীর ভাঙন রোধে অভিনব উদ্যোগ প্রশাসনের, লাগানো হল ভেটিভার ঘাস

author img

By

Published : Nov 21, 2021, 3:05 PM IST

পশ্চিম মেদিনীপুর

নদীর পাড়ের ভাঙন রুখতে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে চন্দ্রকোণা 2 ব্লকের বিভিন্ন জায়গায় লাগানো হল ভেটিভার ঘাস ৷

চন্দ্রকোণা, 21 নভেম্বর : অনবরত বর্ষা আর তার জেরেই ক্রমাগত বাড়ছে নদীর ভাঙন । এই অবস্থায় ভাঙন রুখতে ভেটিভার নামক একপ্রকার ঘাস লাগাতে উদ্যোগী হল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন । চন্দ্রকোণা 2 ব্লকের একাধিক এলাকায় নদীর পাড় বরাবর স্থানীয় মানুষদের নিয়ে চলল ভেটিভার ঘাস লাগানোর পর্ব । নদী পাড়ের ভাঙন (River Erosion) ঠেকাতে এই জাতীয় ঘাস লাগিয়ে অনেকটাই সুফল মিলবে বলে আশাবাদী চন্দ্রকোণা 2 ব্লকের বিডিও অমিত ঘোষ ৷

পরপর চারবার বন্যার সম্মুখীন হয় ভগবন্তপুর 1 গ্রাম পঞ্চায়েতের নদী তীরবর্তী এলাকা ৷ একাধিক জায়গায় নদী পাড়ের বেহাল দশায় আগামী দিনে চরম সমস্যায় পড়ার আশঙ্কায় রয়েছেন নদী তীরবর্তী এবাকার বাসিন্দারা ।

তাই বর্ষা বিদায় নিতেই ভেটিভার ঘাস লাগিয়ে এইসব নদীগুলির ভাঙন রোধে (River Erosion in Chandrakona) অভিনব উদ্যোগ নিল চন্দ্রকোণা 2 ব্লক প্রশাসন । সুন্দরবন-সহ গঙ্গার ভাঙন রোধে ব্যবহার করা হয় এই ভেটিভার ঘাস । ভগবন্তপুর 1 গ্রাম পঞ্চায়েতের ধরমপোতা, চাষীবাড়, চৈতন্যপুর-সহ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে শিলাবতী ও কানা নদীর পাড়ে ভেটিভার ঘাস লাগানোর উদ্যোগ নেওয়া হয় ৷ নার্সারি থেকে ভেটিভার ঘাস কিনে একশো দিনের কাজের মাধ্যমে তা নদীর পাড়ে লাগানোর কাজ শুরু হয় ।

আরও পড়ুন : House Daspur: রূপনারায়ণের গর্ভে 8টি বাড়ি, দুশ্চিন্তায় বাসিন্দারা

স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে চন্দ্রকোণা 2 ব্লকের বিডিও অমিত ঘোষ এই কাজ পরিদর্শন করেন ৷ একশো দিনের কাজে শ্রমিকদের দিয়ে তা রক্ষণাবেক্ষণেও নজর দেওয়া হচ্ছে বলে জানান । তবে এই ঘাস যাতে নষ্ট না হয় তার জন্য এলাকার মানুষদেরও দেখভালের আবেদন জানিয়েছেন বিডিও । নদী ভাঙন রোধে এমন উদ্যোগ এ জেলায় প্রথম বলেই মনে করছেন অনেকেই ।

গত বর্ষায় লাগাতার চারবারের বন্যায় নদী তীরবর্তী বিভিন্ন জায়গায় বিস্তীর্ণ এলাকাজুড়ে যেভাবে নদী পাড় ভাঙন দেখা দিয়েছে তা শুধুমাত্র বাঁধ মেরামত করে ঠেকানো সম্ভব নয় । তাই বিকল্প পদ্ধতি অবলম্বন করে ভেটিভার জাতীয় ঘাস নদীর পাড়ে লাগিয়ে তা সঠিক রক্ষণাবেক্ষণ করলে আগামী দিনে ভাঙন অনেকটাই ঠেকানো যাবে বলে মনে করছে প্রশাসন ।

আরও পড়ুন : ভেটিভার ঘাসের চারা রোপণ করে পরিবেশ দিবস পালিত বংশীহারিতে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.