Khirpai Incident: নাতির চড়ে মৃত্যু ঠাকুমার! আটক অভিযুক্ত

author img

By

Published : Dec 3, 2022, 8:26 AM IST

Khirpai Incident

নাতির চড়ে মৃত্যু ঠাকুমার ৷ পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বামুনপুকুর এলাকায় (Grandmother died while slapped grandson at Khirpai)।

ক্ষীরপাই, 3 ডিসেম্বর: গুণধর নাতির হাতে মৃত্যু হল ঠাকুমার । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বামুনপুকুর এলাকায় (Grandmother died while slapped grandson at Khirpai) । আটক করা হয়েছে নাতিকে । মৃত ঠাকুমার নাম মালতী দাস (73) ৷ গুণধর নাতির নাম রিন্টু দাস (30) ৷

জানা গিয়েছে, মালতী দাসের চার ছেলে ৷ কিন্তু এতজন থাকা সত্ত্বেও ছেলেরা কেউ দেখতেন না ৷ উলটে প্রতিনিয়ত ছেলে ও নাতিরা মারধর করত বলে অভিযোগ । তাই ওই বৃদ্ধা একাই একটি চালাঘরে বাস করত । এমনকী নিজে কাজ করে পেট চালাতেন । ছেলেরা কেউ খেতেও দিত না বলে অভিযোগ ৷

অভিযোগ, শুক্রবার বিকেল নাগাদ রিন্টু দাস চড়াও হয় তার ঠাকুমা মালতী দাসের উপর । এসে বেধড়ক মারধর করে ঠাকুমাকে । আর তারপরই মৃত্যু হয় ঠাকুমা মালতী দাসের । এই ঘটনা জানাজানি হতেই পাড়া-প্রতিবেশীরা ক্ষোভে ফেটে পড়েন । অভিযুক্ত গুণধর নাতিকে পুলিশের হাতে তুলে দেয় তাঁরা ৷ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় ৷

প্রতিবেশীরা জানায়, মৃত মালতী দাসের অনেক ছেলে থাকা সত্ত্বেও তাঁকে কোনও ছেলেই খেতে দিত না ৷ নাতি ও ছেলেরা মারধর করত ৷ তবে রিন্টু বেশি মারত ঠকুমাকে ৷ যদিও এরকম যে ঘটনা ঘটবে তা তাঁরা স্বপ্নেও ভাবতে পারেনি ।

আরও পড়ুন: গৃহপ্রবেশের সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা, আবাসনের ন'তলা থেকে পড়ে মৃত্যুর সঙ্গে লড়ছে ছোট্ট অন্বেষা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.