Ghatal: পুজোর বাজার করেন কার্তিক, দাঁড়িয়ে থেকে প্যান্ডেল বাঁধান মইদুল, সম্প্রীতির উৎসব ঘাটালে

author img

By

Published : Oct 18, 2021, 10:04 PM IST

ghatal-durga-puja-becomes-an-example-of-communal-harmony

বাংলাদেশের ঘটনায় নেটমাধ্যম যখন ঘৃণা এংব উস্কানিমূলক পোস্টে ছেয়ে গিয়েছে, তার কোনও রেশই কার্যত পড়েনি ঘাটালে । বরং পুজো থেকে বিসর্জন, সবেতেই কাঁধে কাঁধ মিলিয়ে উৎসব পালন করেছেন সকলে ।

ঘাটাল, 18 অক্টোবর: পড়শি দেশে সাম্প্রদায়িকতার আঁচড়ে ক্ষতবিক্ষত উৎসব । বাংলাদেশের সেই কুমিল্লা থেকে মাত্র কয়েকশো কিলোমিটারের ব্যবধান, মেদিনীপুরের ঘাটালেই একেবারে বিপরীতধর্মী ছবি ধরা পড়ল । চাঁদা তোলা থেকে প্যান্ডেল, বাজার করা থেকে বিসর্জন, সবেতেই মিলেমিশে উৎসবে শামিল হতে দেখা গেল হিন্দু-মুসলিম, দুই সম্প্রদায়ের মানুষকেই । কোনও নিদর্শন তুলে ধরার তাগিদে নয়, বরং বছরের পর বছর এমনটাই হয়ে আসছে এবং আগামী দিনেও এমনটাই চলবে বলে জানালেন সেখানকার মানুষ ।

বিগত কয়েক দিনে বাংলাদেশের কুমিল্লা এবং নোয়াখালিতে শারদীয়া উৎসব চলাকালীন দফায় দফায় সাম্প্রদায়িক হিংসার খবর সামনে এসেছে । এমন পরিস্থিতিতে রাজ্য, বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য পুলিশ এবং প্রশাসনকে সতর্ক করেছে নবান্ন । তার মধ্যেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, যা কি না শাসকদলের সাসংদ তথা অভিনেতা দেবের নির্বাচনী কেন্দ্রও, সেখানে সম্প্রীতির এক অন্য ছবি ধরা পড়ল ।

আরও পড়ুন: Gariahat Murder : গড়িয়াহাটের জোড়া খুনের নেপথ্যে কি প্রোমোটার চক্র, উত্তর খুঁজছে পুলিশ

ঘাটাল পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কোন্নগর এলাকার ১৩ পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোয় বরাবরই হিন্দু-মুসলিম, স্বতঃস্ফূর্ত ভাবে দুই সম্প্রদায়ের মানুষই শামিল হন । এ বারেও তার অন্যথা হয়নি । এমনকি বাংলাদেশের ঘটনায় নেটমাধ্যম যখন ঘৃণা এবং উস্কানিমূলক পোস্টে ছেয়ে গিয়েছে, তার কোনও রেশই কার্যত পড়েনি সেখানে । বরং পুজো থেকে বিসর্জন, সবেতেই কাঁধে কাঁধ মিলিয়ে উৎসব পালন করেছেন সকলে ।

চারি দিকে বিভাজনের হাওয়ার মধ্যে কী ভাবে এমন অসাধ্য সাধন হল ? প্রশ্নের জবাবে ১৩ পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক কার্তিকচন্দ্র খাঁড়া বলেন, ‘‘আমাদের যে পুজো কমিটি, তা শুধু হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ নয় ৷ কমিটিতে স্থানীয় মুসলিম যুব মইদুল-সহ আরও অনেকে রয়েছে ৷ শুধু বিসর্জন নয়, পুজো-আচ্চা সবেতেই পাশে পেয়েছি ওদের ৷ শুধু এ বছরই নয়, আগামী দিনেও, এ ভাবেই মিলেমিশে উৎসব পালন করে যাব আমরা ৷’’

আরও পড়ুন: Nabanna: বাংলাদেশের অশান্তির আঁচ যেন বাংলায় না পড়ে, নবান্নের তরফে সতর্কবার্তা

মইদুলের কথায়, ‘‘আমরা মানুষ ৷ এটাই তো বড় কথা ! বহু বছর ধরে এই দুর্গাপুজোর সঙ্গে যুক্ত আমরা ৷ চাঁদা আদায় থেকে সব কাজই মিলেমিশে করেছি ৷’’ স্থানীয় অন্যান্য বাসিন্দাদের মুখেও একই কথা উঠে এসেছে ৷ তাঁদের মতে, ভারত নানা ধর্ম-জাতির দেশ ৷ এখানে ধর্ম যার যার, উৎসব সবার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.