Durga Puja 2022: 'লক্ষ্মী' লাভের টাকায় দশভুজার আরাধনায় মহিলারা

author img

By

Published : Sep 23, 2022, 7:32 PM IST

Updated : Sep 23, 2022, 7:58 PM IST

durga-puja-2022-women-led-durga-puja-by-lakshmi-bhandar-money-in-radhakantapur

লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় দেবীর আরাধনা করছেন ঘরের লক্ষ্মীরা (Women Led Durga Puja by Lakshmi Bhandar Money) ৷ পশ্চিম মেদিনীপুরের দাসপুর রাধাকান্তপুরের মহিলা পরিচালিত এই দুর্গাপুজো গত 5 বছর ধরে হচ্ছে ৷ আর এ বছর গ্রামের মহিলারা তাঁদের লক্ষ্মীর ভাণ্ডারের জমানো টাকা দিয়ে দুর্গাপুজোর (Durga Puja 2022) আয়োজন করছেন ৷ যে পুজোর বাজেট প্রায় 3 লক্ষ টাকা ৷

দাসপুর, 23 সেপ্টেম্বর: লক্ষ্মীর ভাণ্ডারের জমানো অর্থে মহিলা পরিচালিত দুর্গাপুজো দাসপুরের রাধাকান্তপুরে (Women Led Durga Puja by Lakshmi Bhandar Money) ৷ প্রায় 3 লক্ষ টাকা খরচ করে পুজো করছেন তাঁরা ৷ পুজোয় থিমও তৈরি করা হচ্ছে ৷ যেখানে আদিবাসী সমাজের বৈচিত্র্যকে তুলে ধরা হবে ৷ এই পুজোয় আয়োজনে তো মহিলারা থাকছেনই, পুরোহিত থেকে ঢাকি সবাই মহিলা ৷ রাধাকান্তপুর গ্রামে গত পাঁচ বছর ধরে মহিলাদের উদ্যোগে চলছে এই দুর্গাপুজো (Durga Puja 2022) ৷

এই পুজোর উদ্যোক্তারা জানাচ্ছেন, আগের থেকে এখন পুজোতে অনেক নতুনত্ব এসেছে ৷ রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা দেয়, সেই টাকা সারা বছর জমিয়ে পুজোতে অনুদান হিসাবে দেন গ্রামের মহিলারা (Women Led Durga Puja by Lakshmi Bhandar Money) ৷ আর এ বছর সেই টাকাই মূলত খরচ হবে পুজোয় ৷ গ্রামের প্রায় 80 জন মহিলা মিলে এই পুজোর আয়োজন করেন ৷ বিরাট আড়ম্বর না থাকলেও, স্বল্প বাজেটেই এ বারের পুজো জমজমাট এবং অনেক নতুনত্বে ভরিয়ে তুলছেন মহিলা পরিচালিত পুজো কমিটির উদ্যোক্তারা ৷

তাঁরা জানাচ্ছেন, রাধাকান্তপুর গ্রামের আশপাশে দুর্গাপুজো হয় না ৷ তাই বাড়ির কচিকাঁচাদের নিয়ে, দূরে পুজো দেখতে যেতে হয় ৷ দুর্গাপুজোর ক’দিন গ্রামের সবাইকে নিয়ে মেতে থাকতেই মহিলারাই একজোট হয়ে পুজো করার সিদ্ধান্ত নেন ৷ আগে নিজেদের গচ্ছিত টাকা ভেঙে বা চাঁদা সংগ্রহ করে পুজো খরচ জোগাড় করতেন তাঁরা ৷ কিন্তু, এখন রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় আর্থিক সমস্যার সমাধান হয়ে গিয়েছে ৷

লক্ষ্মীর ভাণ্ডারের সঞ্চিত অর্থে দশভুজার আরাধনা

আরও পড়ুন: মূর্তি পুজো নয়, বর্ধমান রাজবাড়িতে পূজিত হন পটচিত্রের ‘পটেশ্বরী দুর্গা’

পুজোর বাজেট এ বছর 2.5 থেকে 3 লক্ষ টাকা ৷ যার অধিকাংশটাই লক্ষ্মীর ভান্ডারের টাকা ৷ বাকি টাকা চাঁদা এবং অন্যান্য জায়গা থেকে আসা সহযোগিতায় উঠে এসেছে বলে জানিয়েছেন গ্রামের মহিলারা ৷ এ বছর প্রাচীন মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে পুজো মণ্ডপ ৷ এমনকি আদিবাসী সম্প্রদায়ের বৈচিত্র্যকে তুলে ধরা হচ্ছে প্রতিমার মাধ্যমে ৷ পুজোয় মহিলাদের তরফে রক্তদান এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজনও থাকছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা ৷

Last Updated :Sep 23, 2022, 7:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.