Crackers: নিষ্ক্রিয় শব্দবাজি ফাটাতে গিয়ে জখম বালক

Crackers: নিষ্ক্রিয় শব্দবাজি ফাটাতে গিয়ে জখম বালক
জঙ্গলে কালীপুজোয় উদ্ধার হওয়া নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয় করেছে বোম্ব স্কোয়াড (boy injured while cracking) ৷ সেইজায়গায় পড়ে ছিল বেশ কয়েকটি শব্দবাজি (Crackers) ৷ তা কুড়িয়ে বাড়িতে এনে পোড়ানোর সময় দুর্ঘটনার শিকার 9 বছরের বালক ৷ গুরুতর জখম অবস্থায় প্রথমে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাকে ৷
চন্দ্রকোনা, 20 নভেম্বর: শনিবার রাতে বোম্ব স্কোয়ার্ড কালী পুজোয় উদ্ধার হওয়া নিষিদ্ধ বাজি নিষ্ক্রিয় করছিল স্থানীয় একটি জঙ্গলে (boy injured while cracking) ৷ সেই জায়গায় পড়ে থাকা কয়েকটি শব্দবাজি কুড়িয়ে বাড়ি নিয়ে এসেছিল 9 বছরের বালক সায়ন ঘোষ ৷ তা পোড়াতে গিয়ে দুর্ঘটনা ৷ গুরতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে সেখান থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, শনিবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার 2নং ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের ধামকুড়িয়া জঙ্গলে ফাঁকা নির্জন জায়গায় চন্দ্রকোনা থানার পুলিশের পক্ষ থেকে উদ্ধার হওয়া নিষিদ্ধ শব্দবাজি (Crackers) নিষ্ক্রিয় করার কাজ চলচ্ছিল। তিন দফায় চলে বাজি নিষ্ক্রিয় করার কাজ ৷ পুলিশের নিষ্ক্রিয় করা শব্দবাজির কিছু অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল জঙ্গলের মধ্যে । রবিবার সকালে পার্শ্ববর্তী লালগড় গ্রামের কয়েকজন বালক ধামকুড়িয়া জঙ্গলে গিয়ে সেখানে পড়ে থাকা বেশকিছু শব্দবাজি কুড়িয়ে বাড়িতে নিয়ে এনে ফাটাতে গিয়ে বিপত্তি ঘটে। শব্দবাজি ফাটাতে গিয়ে গুরুতর জখম হয় বালক সায়ন ঘোষ। বাঁ-দিকের চোখে আঘাত লাগে ৷ তাকে তৎক্ষণাৎ প্রথমে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে সেখান থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানাস্তরিত করা হয়।
আরও পড়ুন: দীপাবলির আগেই উদ্ধার প্রচুর বেআইনি শব্দবাজি
ঘটনার খবর পেয়ে জখম বালকের বাড়িতে আসে চন্দ্রকোনা থানার পুলিশ ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার বোম্ব স্কোয়াড, দমকল বিভাগের উপস্থিতিতে তিন দফায় শব্দবাজিগুলি নিষ্ক্রিয় করা হয় নির্জন জায়গা বেছেই। ঘটনাটি আকষ্মিক ৷ তবে ওই ছেলেটির পরিবারের আর্থিক পরিস্থিতি ভালো না-থাকায় তার চিকিৎসার সমস্ত খরচের ব্যবস্থা পুলিশের তরফে করা হবে বলে জানা গিয়েছে ৷
