Dengue Prevention: জঙ্গলমহলে ডেঙ্গি রোধে গাপ্পি মাছ ছাড়ছে প্রশাসন

author img

By

Published : Sep 26, 2022, 10:26 PM IST

ETV Bharat

পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকায় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৷ পুজোর আগে তাই ডেঙ্গি রোধে তৎপর প্রশাসন(Dengue Prevention)৷

মেদিনীপুর, 26 সেপ্টেম্বর: ডেঙ্গি প্রতিরোধ করতে এলাকা পরিষ্কার করার পাশাপাশি গাপ্পি মাছ ছাড়ার উপর জোর জঙ্গলমহল প্রশাসনের (Administration is Releasing Guppy Fish to Prevent Dengue in Jangalmahal)। পুজোর সময় গোটা রাজ্য জুড়েই ভয় ধরাচ্ছে ডেঙ্গি । হু হু করে সংখ্যাটা বাড়ছে জঙ্গলমহল ও মেদিনীপুরেও (Paschim Medinipur Dengue Situtaion)।

গত বছর যেখানে জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন 130 জন, সেখানে চলতি মরশুমে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা 188 জন । এর মধ্যে গত দু'সপ্তাহেই ডেঙ্গি আক্রান্ত হয়েছেন (12-25 সেপ্টেম্বর) 89 জন । জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিনই গড়ে 6-7 জন করে ডেঙ্গি আক্রান্ত হচ্ছেন । এই মুহূর্তে (25 সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী) পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা হাসপাতাল, খড়্গপুর মহকুমা হাসপাতাল ও মেদিনীপুর মেডিক্যাল কলেজ মিলিয়ে চিকিৎসাধীন আছেন 16 জন ডেঙ্গি আক্রান্ত । তবে সর্বাধিক ঘাটাল মহকুমা হাসপাতালেই 8 জন চিকিৎসাধীন আছেন এবং মেদিনীপুর মেডিক্যালে 7 জন । খড়্গপুরে 1 জনের চিকিৎসা চলছে ।

এর মধ্যেই চলতি মরশুমে জেলায় প্রথম ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয় । জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ডেঙ্গি আক্রান্ত হয়ে গত 23 সেপ্টেম্বর, শুক্রবার রাতে মৃত্যু হয় দাসপুর থানার বারজালালপুর গ্রামের রাসবিহারী বাগ (68) নামে এক ব্যক্তির । তিনি মাথায় গুরুতর আঘাত ও জ্বর নিয়ে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি ছিলেন । মৃত্যুর পর তাঁর ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে ।

আরও পড়ুন : চপের পর কচুরিপানা শিল্প ! শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের পরামর্শ মমতার

যদিও ঘটনাক্রমে জানা যায়, রাসবিহারী বাগ নামে ওই ব্যক্তি বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন । পরে তাঁর জ্বরও হয় । এরপরই অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় । সেখানেই তাঁর মৃত্যু হয় । অন্যদিকে, ঘাটাল মহকুমা জুড়ে যেভাবে মারাত্মক হারে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তাতে আতঙ্কিত এলাকাবাসী । স্বাস্থ্য দফতর ও মহকুমা প্রশাসনের পক্ষ থেকে পৌরসভা এলাকা এবং গ্রাম-গঞ্জগুলিতে সচেতনতামূলক প্রচার চালানো হয় । ঘাটাল, চন্দ্রকোনা, রামজীবনপুর, ক্ষীরপাই প্রভৃতি পৌর এলাকাগুলিতে প্রতিনিয়ত সচেতনতামূলক প্রচার এবং সাফাই অভিযান চালানো হচ্ছে ।

এই বিষয়ে জেলার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র জানান,ঘাটালের পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক । তবে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রয়োজনীয় সবরকম পদক্ষেপই করা হচ্ছে ।

এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী বলেন, "মূলত, অগস্ট এবং সেপ্টেম্বর মাসে ডেঙ্গির প্রাদুর্ভাব দেখা দেয় । তবে এবার আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে বেশি । বিশেষত ঘাটাল মহকুমায় । স্বাস্থ্যকর্মীরা প্রতি মুহূর্তে তৎপর আছেন ।‌ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি গাপ্পি মাছ ছাড়ার কাজও চলছে ।"

আরও পড়ুন : বিয়ে রুখে নাবালিকাকে পুনরায় স্কুলে ফেরত পাঠাল সহপাঠীরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.