Durga Puja 2022: শরিকি বিবাদে আর্থিক সংকটে ধুঁকছে 409 বছরের প্রাচীন পুজো

author img

By

Published : Sep 21, 2022, 12:59 PM IST

ETV Bharat

409 বছরের পুরনো মেদিনীপুরের নন্দীবাড়ির পুজো ৷ আগে জাঁকজমক হলেও এখন ঠাকুরের জমি জমা ও সম্পত্তি সংক্রান্ত মামলার জেরে আর্থিক সংকটে ধুঁকছে প্রাচীন এই পুজো(Durga Puja 2022)৷

মেদিনীপুর, 21 সেপ্টেম্বর: পুরনো ঐতিহ্যশালী দুর্গাপুজোর মধ্যে অন্যতম হল মেদিনীপুর শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত চিড়িমারসাই নন্দীবাড়ির দুর্গাপুজো(409 Year old Medinipur Nandibari Durga Puja is Facing Financial Crisis due to the Land Dispute)। এই পুজোকে ঘিরে এক সময় উৎসব মুখর হত মেদিনীপুর ৷ দূরদূরান্তের বহু মানুষ যোগ দিত এই পুজোতে ।

চিড়িমারসাই নন্দীবাড়ির দুর্গাপুজোকে এখনও একডাকে চেনে মেদিনীপুর শহর(Traditional Durga Puja in Paschim Medinipur)৷ প্রায় 409 বছরের পুরনো যে পুজোর জাঁকজমকে হাজির হত শয়ে শয়ে মানুষ, সেই পুজোই এখন চলছে নমো নমো করে । অথচ 409 বছর আগে নিজেদের জমিদারির ক্ষমতা ও প্রভাব বিস্তারের জন্যই তৎকালীন সময়ে রামচাঁদ নন্দী এই পুজোর সূচনা করেন । মূলত চতুর্থী থেকে শুরু হত মায়ের আরাধনা । ষষ্ঠী থেকে ঘট ডুবিয়ে পুজোর সূচনা করতেন ঘরের মহিলারা । নিয়ম ছিল না বলি প্রথার ৷ নন্দীবাড়ির পুজোতে ভোগ নিবেদনের ব্যাপার ছিল না ৷ কেবল 80 কেজি চালের নৈবেদ্য দিয়ে মাকে পুজো করা হতো । পালকি ও ঘোড়ায় সওয়ার হয়ে নিরঞ্জন শোভাযাত্রা হত ৷ সঙ্গে থাকত দেদার আতসবাজি ও জাঁকজমকপূর্ণ সিঁদুর খেলা । যার টানেই ছুটে আসতেন অনেকে(409 Year Old Medinipur Nandibari Durga Puja)৷

পশ্চিম মেদিনীপুরের চিড়িমারসাই নন্দীবাড়ির দুর্গাপুজো
তবে এখন অনেকটাই বদলেছে সেই পরিস্থিতি(Old Famous Durga Puja in Medinipur)৷ সেদিনের আড়ম্বর তো নেইই, বরং জমি-জমা ও সম্পত্তির বিবাদের জেরে আর্থিক সংকটে জৌলুস কমেছে পুজোর ৷ এই বিষয়ে নন্দীবাড়ির সদস্য চন্দনা নন্দী বলেন,"একসময় জাঁকজমকপূর্ণ নন্দীবাড়ির পুজো বর্তমানে ভাটা পড়েছে অর্থনৈতিক সংকটের জন্য । জমিদারি এই সম্পত্তি কোর্ট কেস কাছারিতে জর্জরিত । এরই সঙ্গে নন্দীবাড়ির বহু পুরনো সদস্য যারা রয়েছেন তারা দেশ-বিদেশে থাকেন ৷ কেউ বছরে একবার আসেন, আবার কেউ আসেন না । এই অবস্থায় পুজো চালিয়ে যাওয়া খুবই কষ্টের ব্যাপার । তবে পুরনো রীতি মেনে নমো নমো করে এই পুজো চালিয়ে যাওয়া হচ্ছে ৷আরও পড়ুন : রামমোহন-বিদ্যাসাগর-উত্তম কুমারের স্মৃতি নিয়ে 223 বছরে রায় জমিদারবাড়ির পুজো
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.