Worker Dead in DSP: ফের দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক মৃত্যু, দুর্ঘটনায় ছিন্নভিন্ন দেহ

author img

By

Published : Dec 2, 2022, 11:18 AM IST

Updated : Dec 2, 2022, 11:58 AM IST

Worker Died in Durgapur Steel Factory Due to Mechanical Fault

যান্ত্রিক ত্রুটির কারণে ছিন্নভিন্ন দুর্গাপুর ইস্পাত কারখানার এক শ্রমিকের দেহ (Worker Died in Durgapur Steel Factory Due to Mechanical Fault) ৷ বৃহস্পতিবার রাতে আশুতোষ ঘোষাল নামে ওই স্থায়ী কর্মীর মৃত্যু হয়েছে ৷

দুর্গাপুর, 2 ডিসেম্বর: বৃহস্পতিবার রাতে দুর্গাপুর ইস্পাত কারখানায় ফের এক শ্রমিকের মৃত্যু হল দুর্ঘটনার কবলে পড়ে ৷ আরএমএইপি বিভাগের স্থায়ী কর্মী আশুতোষ ঘোষাল ৷ তাঁর বয়স 54 বছর ৷ জানা গিয়েছে কাজ করার সময় কনভেয়ার বেল্টে বিপত্তির জেরে আশুতোষ ঘোষালের দেহ টুকরো-টুকরো হয়ে যায় (Worker Died in Durgapur Steel Factory Due to Mechanical Fault) ৷

প্রসঙ্গত, একের পর এক দুর্ঘটনায় দুর্গাপুর ইস্পাত কারখানায় এনিয়ে গত দিন পনেরোর মধ্যে 4 জন শ্রমিকের মৃত্যু হয়েছে ৷ আর একজন আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ গত নভেম্বর মাসের শেষের দিকে গলে যাওয়া লোহা গায়ে পড়ে চারজন ঠিকা কর্মী পুড়ে যান ৷ যে ঘটনায় 3 জনের মৃত্যু হয় এবং 1 জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ সেই রেশ কাটতে না কাটতেই গত পরশুদিন আরও একটি দুর্ঘটনা ঘটে দুর্গাপুর ইস্পাত কারখানায় ৷

আরও পড়ুন: দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায় মৃত বেড়ে তিন

জানা গিয়েছে, এক ঠিকা কর্মী বৈদ্যুতিক প্যানেল বক্সে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন ৷ সেই সময় প্যানেল বক্স বিষ্ফোরণের জেরে সেই ঠিকা কর্মীর দেহের 80 শতাংশ পুড়ে যায় ৷ তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ সেই ঠিকা কর্মী অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ৷ আর সেই ঘটমনার 1 দিনের মাথায় গত রাতে স্থায়ী শ্রমিক আশুতোষ ঘোষালের মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে রাষ্ট্রায়ত্ত সংস্থার কারখানায় ৷ স্বাভাবিকভাবে রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে ৷ বারবার দুর্ঘটনায় একের পর এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় আতঙ্কিত ইস্পাত কারখানার বাকি কর্মীরা ৷

Last Updated :Dec 2, 2022, 11:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.